ETV Bharat / state

দীর্ঘ আন্দোলনের পর প্রকাশিত জয়পুরিয়া ও ফকিরচাঁদ কলেজের ষষ্ঠ সেমেস্টারের বাকি ফলাফল - জয়পুরিয়া কলেজ

করোনা আবহে গত বছর জুন মাসের পরিবর্তে অক্টোবর মাসে ষষ্ঠ তথা স্নাতকের চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা হয়েছিল । ফল প্রকাশিত হয় ওই মাসেরই শেষের দিকে । তারপরেই বাকি থাকা অন্তর্বর্তী সিমেস্টার এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা নেয় কলকাতা বিশ্ববিদ্যালয় । কিন্তু, নিয়মের গেরোয় চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা দেওয়া সত্ত্বেও জয়পুরিয়া কলেজের বি.কমের প্রায় 70 জন পড়ুয়ার ফলপ্রকাশ হয়নি । একই সমস্যার ভুক্তভোগী হন ফকিরচাঁদ কলেজেরও অনেক পড়ুয়া ।

কলকাতা বিশ্ববিদ্যালয়
কলকাতা বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Mar 11, 2021, 8:10 AM IST

কলকাতা, 11 মার্চ : নিয়মের গেরোয় আটকে গিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ ও ফকিরচাঁদ কলেজের ষষ্ঠ সেমেস্টারের ফলপ্রকাশ ৷ মোট 200 জন ছাত্র-ছাত্রীর ফলাফল প্রকাশ আটকে ছিল । দীর্ঘদিন ধরে ফলাফল প্রকাশের দাবিতে কখনও কলেজের সামনে, কখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা । অবশেষে পূরণ হল তাঁদের দাবি । জয়পুরিয়া ও ফকিরচাঁদ কলেজের ওই ছাত্র-ছাত্রীদের ফলাফল প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয় ।

c উপস্থিতি কম থাকা বা ফর্ম ফিলাপ না করার কারণে দ্বিতীয় বা চতুর্থ সেমেস্টারে নন-কলেজিয়েট হয়ে যান ওই পড়ুয়ারা । সিবিসিএস-র নিয়ম অনুযায়ী, চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দেওয়ার পরেই ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা দেওয়ার জন্য যোগ‍্য বলে ধরা হয় তাঁদের । কিন্তু, গত বছর চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দেওয়ার আগেই ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা হয়ে যায় । যেহেতু, ওই পড়ুয়ারা চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দেওয়ার আগেই ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা দেন, তাই তাঁদের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা গ্রাহ‍্য করা হবে না বলে জানানো হয়েছিল । যার ফলে নিয়মের গেরোয় ফেঁসে গিয়েছিলেন ওই পড়ুয়ারা ।

গত বছর নভেম্বর মাস থেকেই ফলপ্রকাশ করার দাবিতে সরব হয়েছিলেন ওই পড়ুয়ারা । মুখ্যমন্ত্রীকে চিঠি, কলেজের সামনে দফায় দফায় বিক্ষোভ, কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান সবই করেন তাঁরা । শেষ পর্যন্ত আন্দোলনের ফলে পেল ওই পড়ুয়ারা । গতকাল তাঁদের ফলাফল প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন, মেলেনি অ্যাডমিট কার্ড, পরীক্ষার সুযোগ হারাল পড়ুয়ারা


ফলাফল প্রকাশের দাবিতে চলা দীর্ঘ আন্দোলনে নেতৃত্ব দেওয়া ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটির ফাউন্ডার কনভেনার অনিক দে বলেন, "ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটি নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের চাপে অবশেষে জয়পুরিয়া এবং ফকিরচাঁদ কলেজের ষষ্ঠ সেমেস্টারের ফলপ্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের গাফিলতির ফলে দু'টি কলেজের সব মিলিয়ে প্রায় দুই শতাধিকের ওপর ছাত্র-ছাত্রী এক চরম সমস্যার সম্মুখীন হয়েছিল । তাঁদের ছাত্রজীবনের একটা বছর পুরোপুরি নষ্ট হতে চলেছিল । এই পরিস্থিতিতে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটির আন্দোলনের চাপে প্রথমদিকে বিশ্ববিদ্যালয় এই সমস্ত ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধান না করে কলেজের উপর দোষ চাপিয়ে বিষয়টি থেকে এড়িয়ে যেতে চেয়েছিল । কিন্তু, সিইউসিইউ-এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দীর্ঘ ঘেরাও, আন্দোলনের চাপে সিন্ডিকেটের মিটিং করে এই সমস্যার সমাধানে উদ্যোগী হওয়ার ঘোষণা করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । অবশেষে, গতকাল কলেজগুলির হাতে রেজাল্ট পাঠালো তারা । আমরা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷ একই সঙ্গে দাবি করছি সাপ্লিমেন্টারি এবং ব্যাকলগ পরীক্ষার রেজাল্ট বিভ্রাট সহ অন্যান্য সমস্যার সমাধান অতি দ্রুত করা হোক ।"

কলকাতা, 11 মার্চ : নিয়মের গেরোয় আটকে গিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ ও ফকিরচাঁদ কলেজের ষষ্ঠ সেমেস্টারের ফলপ্রকাশ ৷ মোট 200 জন ছাত্র-ছাত্রীর ফলাফল প্রকাশ আটকে ছিল । দীর্ঘদিন ধরে ফলাফল প্রকাশের দাবিতে কখনও কলেজের সামনে, কখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা । অবশেষে পূরণ হল তাঁদের দাবি । জয়পুরিয়া ও ফকিরচাঁদ কলেজের ওই ছাত্র-ছাত্রীদের ফলাফল প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয় ।

c উপস্থিতি কম থাকা বা ফর্ম ফিলাপ না করার কারণে দ্বিতীয় বা চতুর্থ সেমেস্টারে নন-কলেজিয়েট হয়ে যান ওই পড়ুয়ারা । সিবিসিএস-র নিয়ম অনুযায়ী, চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দেওয়ার পরেই ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা দেওয়ার জন্য যোগ‍্য বলে ধরা হয় তাঁদের । কিন্তু, গত বছর চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দেওয়ার আগেই ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা হয়ে যায় । যেহেতু, ওই পড়ুয়ারা চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দেওয়ার আগেই ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা দেন, তাই তাঁদের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা গ্রাহ‍্য করা হবে না বলে জানানো হয়েছিল । যার ফলে নিয়মের গেরোয় ফেঁসে গিয়েছিলেন ওই পড়ুয়ারা ।

গত বছর নভেম্বর মাস থেকেই ফলপ্রকাশ করার দাবিতে সরব হয়েছিলেন ওই পড়ুয়ারা । মুখ্যমন্ত্রীকে চিঠি, কলেজের সামনে দফায় দফায় বিক্ষোভ, কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান সবই করেন তাঁরা । শেষ পর্যন্ত আন্দোলনের ফলে পেল ওই পড়ুয়ারা । গতকাল তাঁদের ফলাফল প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন, মেলেনি অ্যাডমিট কার্ড, পরীক্ষার সুযোগ হারাল পড়ুয়ারা


ফলাফল প্রকাশের দাবিতে চলা দীর্ঘ আন্দোলনে নেতৃত্ব দেওয়া ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটির ফাউন্ডার কনভেনার অনিক দে বলেন, "ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটি নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের চাপে অবশেষে জয়পুরিয়া এবং ফকিরচাঁদ কলেজের ষষ্ঠ সেমেস্টারের ফলপ্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের গাফিলতির ফলে দু'টি কলেজের সব মিলিয়ে প্রায় দুই শতাধিকের ওপর ছাত্র-ছাত্রী এক চরম সমস্যার সম্মুখীন হয়েছিল । তাঁদের ছাত্রজীবনের একটা বছর পুরোপুরি নষ্ট হতে চলেছিল । এই পরিস্থিতিতে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটির আন্দোলনের চাপে প্রথমদিকে বিশ্ববিদ্যালয় এই সমস্ত ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধান না করে কলেজের উপর দোষ চাপিয়ে বিষয়টি থেকে এড়িয়ে যেতে চেয়েছিল । কিন্তু, সিইউসিইউ-এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দীর্ঘ ঘেরাও, আন্দোলনের চাপে সিন্ডিকেটের মিটিং করে এই সমস্যার সমাধানে উদ্যোগী হওয়ার ঘোষণা করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । অবশেষে, গতকাল কলেজগুলির হাতে রেজাল্ট পাঠালো তারা । আমরা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷ একই সঙ্গে দাবি করছি সাপ্লিমেন্টারি এবং ব্যাকলগ পরীক্ষার রেজাল্ট বিভ্রাট সহ অন্যান্য সমস্যার সমাধান অতি দ্রুত করা হোক ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.