কলকাতা, 18 মে: রাত পোহালেই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষা শেষ হওয়ার প্রায় 75 দিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা। সকাল 10টায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পাবে ফল। তারপর দুপুর 12টা নাগাদ ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদের বেশ কিছু ওয়েবসাইট থেকে এই ফলাফল দেখতে পাওয়া যাবে।
সেই সব ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে ফলাফল। সেই ওয়েবসাইটগুলি হল
wbresults.nic.in, wbbse.wb.gov.in, www.exametc.com, www.indiaresults.com, www.results.shiksha, www.schools9.com, www.vidyavision.com, www.fastresult.in। তবে এর সঙ্গে পরীক্ষার্থীরা এসএমএস-এর মাধ্যমেও নিজেদের ফলাফল দেখতে পাবে। সেক্ষেত্রে 5676570- এই নম্বরে WB10 ক্রমিক নম্বর দিয়ে মেসেজ পাঠালেও মাধ্যমিকের ফল জানা যাবে।
অন্যদিকে Exametc.com, Madhyamik Results 2023, Madhyamik Result এবং Fast Result-এই অ্যাপগুলি মোবাইল ফোনে বিনামূল্যে ডাউনলোড করেও নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। দুপুর সাড়ে 12টার পর স্কুল থেকেও পরীক্ষার্থীরা শংসাপত্র ও মার্কশিটও পাবেন।
এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের 23 তারিখ ৷ শেষ হয়েছিল মার্চ মাসের 4 তারিখ। এইবার পরীক্ষার্থীর সংখ্যা বেশ অনেকটাই কম ছিল। যা নিয়ে উঠেছিল বিতর্ক। এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 6 লক্ষ 98 হাজার 628 জন পরীক্ষার্থী। গতবারের তুলনায় প্রায় 4 লক্ষ কম। এইবারেও ছাত্রের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা 2 লক্ষ 90 হাজার 172জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা 3 লক্ষ 56 হাজার 21 জন। এ বছর মোট 2867 পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। ফল প্রকাশের কথা প্রথম প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি টুইট করে জানান মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দিন।
আরও পড়ুন: অবশেষে খুলল জট, চিংড়িঘাটা ক্রসিংয়ে শুরু হল মেট্রোর পিলার নির্মাণের প্রস্তুতি
তবে এইবার পরীক্ষা নির্বিঘ্নে হলেও ইংরেজি পরীক্ষার নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। এইদিন প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে সেই বিষয়ে তদন্তে নেমেছিল মধ্যশিক্ষা পর্ষদ। অঙ্ক পরীক্ষা নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। যদিও সব বিষয়ে খতিয়ে দেখে মোটামুটি নির্বিঘ্নে কেটেছিল এই বছরের মাধ্যমিক পরীক্ষা ৷