ETV Bharat / state

পুজোর আগে টালা ব্রিজে বন্ধ ভারী যান চলাচল, কাল বৈঠকে মুখ্যমন্ত্রী - পুজোর আগে টালা ব্রিজে বন্ধ ভারী যান চলাচল

টালা ব্রিজে বন্ধ হল ভারী যান চলাচল । ছোটো গাড়ি চলাচল করবে । পুজোর আগে বসবে হাইটবার । আগামীকাল এই নিয়ে নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 26, 2019, 12:29 PM IST

Updated : Sep 26, 2019, 1:27 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : টালা ব্রিজে বন্ধ হল ভারী যান চলাচল । ছোটো গাড়ি চলাচল করবে । পুজোর আগে বসবে হাইটবার । আজ নবান্নে টালা ব্রিজ নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় । অন্যদিকে, টালা ব্রিজ নিয়ে আগামীকাল দুপুরে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে ।

ব্রিজ দিয়ে ভারী গাড়ি গেলেই কাঁপছে ‌। খসে পড়ছে চাঙর । অবস্থা এতটাই ভয়ঙ্কর যে, যখন তখন ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা । তাই শনিবার রাত থেকেই টালা ব্রিজে নিষিদ্ধ হয় ভারী যান চলাচল । যার জেরে যানজটে নাজেহাল সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা । ওইদিন রাত থেকেই ভারী গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হয় দ্বিতীয় হুগলি সেতুর দিকে । এরপর পুজোর আগে টালা ব্রিজে যান চলাচল স্বাভাবিক রাখতে আজ নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক হয় । এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মলয় দে, পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ পুলিশ এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা । বৈঠকে সিদ্ধান্ত হয়, পুজোর আগে ভাঙা হবে না টালা ব্রিজ । টালা ব্রিজ ভাঙা হলে উত্তর শহরতলি কার্যত স্তব্ধ হয়ে যাবে । তৈরি হবে মারাত্মক সমস্যা । এই আশঙ্কা থেকেই আধিকারিকরা সিদ্ধান্ত নেন আপাতত ভারী গাড়ি চলাচল বন্ধ রাখা হবে । তবে চলবে ছোটো গাড়ি ।

শনিবার ভারী যান চলাচল বন্ধের সিদ্ধান্তের পরই মঙ্গলবার টালা ব্রিজের উপর হাইটবার বসানোর সিদ্ধান্ত নেয় পূর্ত দপ্তর । নবান্নে পূর্ত দপ্তরের তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয়, ব্রিজের উত্তর, দক্ষিণ দিক ও চিৎপুরের দিকে যে অংশ নেমেছে, সেদিকে বসানো হবে হাইটবার । যার টেন্ডের ডাকার কাজও শুরু হয়ে গেছে ।

কলকাতা, 26 সেপ্টেম্বর : টালা ব্রিজে বন্ধ হল ভারী যান চলাচল । ছোটো গাড়ি চলাচল করবে । পুজোর আগে বসবে হাইটবার । আজ নবান্নে টালা ব্রিজ নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় । অন্যদিকে, টালা ব্রিজ নিয়ে আগামীকাল দুপুরে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে ।

ব্রিজ দিয়ে ভারী গাড়ি গেলেই কাঁপছে ‌। খসে পড়ছে চাঙর । অবস্থা এতটাই ভয়ঙ্কর যে, যখন তখন ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা । তাই শনিবার রাত থেকেই টালা ব্রিজে নিষিদ্ধ হয় ভারী যান চলাচল । যার জেরে যানজটে নাজেহাল সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা । ওইদিন রাত থেকেই ভারী গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হয় দ্বিতীয় হুগলি সেতুর দিকে । এরপর পুজোর আগে টালা ব্রিজে যান চলাচল স্বাভাবিক রাখতে আজ নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক হয় । এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মলয় দে, পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ পুলিশ এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা । বৈঠকে সিদ্ধান্ত হয়, পুজোর আগে ভাঙা হবে না টালা ব্রিজ । টালা ব্রিজ ভাঙা হলে উত্তর শহরতলি কার্যত স্তব্ধ হয়ে যাবে । তৈরি হবে মারাত্মক সমস্যা । এই আশঙ্কা থেকেই আধিকারিকরা সিদ্ধান্ত নেন আপাতত ভারী গাড়ি চলাচল বন্ধ রাখা হবে । তবে চলবে ছোটো গাড়ি ।

শনিবার ভারী যান চলাচল বন্ধের সিদ্ধান্তের পরই মঙ্গলবার টালা ব্রিজের উপর হাইটবার বসানোর সিদ্ধান্ত নেয় পূর্ত দপ্তর । নবান্নে পূর্ত দপ্তরের তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয়, ব্রিজের উত্তর, দক্ষিণ দিক ও চিৎপুরের দিকে যে অংশ নেমেছে, সেদিকে বসানো হবে হাইটবার । যার টেন্ডের ডাকার কাজও শুরু হয়ে গেছে ।

Intro:টালা বিজ্র নিয়ে মেয়র জানিয়েছেন রাইটস আজকে একটি রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে টালা ব্রিজের অবস্থা সংকটজনক বলা হয়েছে। এই ব্রিজের উপর দিয়ে ভারি গাড়ি চলাচল বন্ধ করে দিতে হবে। ট্রাক যাত্রীবাহী বাস সহ ভারি গাড়ি যাতায়াত করা যাবে না। মেয়র জানিয়েছেন নবান্ন থেকে একটি বিশেষ সদস্যের কমিটি গঠন করেছেন। তারা আজকেই পরিদর্শন করে মেয়রের কাছে রিপোর্ট জমা দেবে। মেয়র জানিয়েছেন চেষ্টা করছি যাতে পুজোর চার দিন অন্তত গাড়ি যাতায়াত করতে পারে টালা ব্রিজের উপর দিয়ে। এই ব্রিজটি বন্ধ হয়ে গেলে উত্তর কলকাতায় ব্যাপক যানজট তৈরি হবে।


Body:মেয়র জানিয়েছেন টালা ব্রিজ পুজোর সময় বন্ধ থাকলে ব্যাপক যানজট তৈরি হবে উত্তর কলকাতা জুড়ে। আগামীকাল রিপোর্ট এর ওপরই নির্ভর করছে টালা ব্রিজ এর ভবিষ্যৎ। আগামীকাল নবান্নে টালা ব্রিজ নিয়ে বৈঠক হতে চলেছে বলেও জানিয়েছেন তিনি। মেয়র জানিয়েছেন টালা ব্রিজের নিচে কিছু মানুষ বসবাস করেন। এই ব্রিজের সংস্কার কাজের সময় পাশেই রেলের জমিতে পুনর্বাসন দেওয়া হবে বলে জানিয়েছেন মিয়া ফিরহাদ হাকিম। কালকের রিপোর্টে জানা যাবে আগামী দিনে টালা ব্রিজ এর ভবিষ্যৎ কি হতে চলেছে। মেয়র জানিয়েছেন যদি রাইটসের রিপোর্টের সঙ্গে নবান্নের বিশেষজ্ঞ টিমে রিপোর্ট মিলে যায় তাহলে দ্রুত বন্ধ করে দেয়া হবে টালা ব্রিজ।


Conclusion:
Last Updated : Sep 26, 2019, 1:27 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.