কলকাতা, 6 সেপ্টেম্বর: যাত্রী সুরক্ষায় ফের কড়া পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর । জাতীয় ও রাজ্য সড়ক ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় আর চালানো যাবে না তিন চাকার গাড়ি । এই নিয়ম লাগু হতে চলেছে অটো, টোটো এবং অন্যান্য তিন চাকার গাড়ির উপর ।
বুধবার অর্থাৎ আজই এই মর্মে প্রত্যেক জেলাশাসক এবং পুলিশ প্রশাসনকে এই মর্মে চিঠি পাঠিয়েছেন পরিবহণ সচিব ডঃ সৌমিত্র মোহন । এই চিঠি অনুসারে জাতীয় এবং রাজ্য সড়ক-সহ রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় অটো, টোটো এবং অন্যান্য তিন চাকার গাড়ির উপর নিষেধাজ্ঞা ছিল আগে থেকেই । তবে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে পূর্ব নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এই ধরনের যানগুলি চলাচল করছে এখনও । এর ফলে যে শুধু যানজট হচ্ছে তা নয়, পথ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে অনেকটাই ।
এমনকী তিন চাকার গাড়ির মন্থরগতির জন্য বাকি দ্রুতগামী যানগুলি ধীরে যেতে বাধ্য হচ্ছে । এর ফলে দিনের ব্যস্ত সময় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে । নিয়ম থাকা সত্ত্বেও যে অবৈধ যানবাহন জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক দিয়ে অবাধে যাতায়াত করছে সেই বিষয়টি সম্প্রতি নজরে এসেছে প্রশাসনের । তাই নবান্নর পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্যের জাতীয় এবং রাজ্য সড়ক ছাড়াও আর কোন কোন রাস্তায় তিন চাকার গাড়ি চলবে না এবং কোন কোন রাস্তায় চলতে পারবে তা নির্দিষ্ট করতে হবে ।
সেই জন্য প্রয়োজনে পরিবহণ আধিকারিক, পুলিশ প্রশাসন, পৌরসভা, পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যদের সঙ্গে বৈঠক করে ঠিক করতে হবে । আরও বলা হয়েছে যে প্রয়োজনে স্থানীয় মানুষ এবং নাগরিক সংগঠনগুলোকে কাজে লাগাতে হবে । যাতে তাঁরাও এই সচেতনতা সৃষ্টি করতে পরিবহণ দফতরকে সাহায্য করতে এগিয়ে আসে ।