ETV Bharat / state

Night Curfew Relaxation in Bengal : বড়দিন ও নববর্ষ উপলক্ষে রাজ্যে নাইট কার্ফু শিথিল, খুশি রেস্তোঁরা ব্যবসায়ীরা - ড়দিন ও নববর্ষ উপলক্ষে রাজ্যে নাইট কার্ফু শিথিল, খুশি রেস্তোঁরা ব্যবসায়ীরা

বড়দিন ও নববর্ষ উপলক্ষে নাইট কার্ফু শিথিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (Night Curfew Relaxation in Bengal ) ৷ সিদ্ধান্তে খুশি রেস্তোঁরা ব্যবসায়ীরা ৷

Night Curfew Relaxation in Bengal
বড়দিন ও নববর্ষ উপলক্ষে রাজ্যে নাইট কার্ফু শিথিল
author img

By

Published : Dec 17, 2021, 11:11 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : সামনেই বড়দিন, তার পরেই নববর্ষ ৷ বছর শেষের ও নববর্ষের এই আনন্দের সময় রাজ্যে নাইট কার্ফু শিথিল (Night Curfew Relaxation in Bengal) করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন কলকাতার হোটেল ও রেস্তোঁরা ব্যবসায়ীরা ৷

বছর শেষের শেষ ক'দিন অর্থাৎ 24 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ও 1 জানুয়ারি রাজ্যে নাইট কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ এই সময় ভোর 5টা পর্যন্ত যানবাহন চলাচলেরও অনুমতি দেওয়া হয়েছে ৷ বর্তমানে রাজ্যে নাইট কার্ফু জারি থাকায় রাত 11টার পর জরুরি পরিষেবা ছাড়া যানবাহন চলাচল ও দোকান খোলা রাখার উপর কিছু নিষেধাজ্ঞা রয়েছে ৷ রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি সুদেশ পোদ্দার বলেছেন, "আমরা রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ, তাদের এই সিদ্ধান্ত রেস্তোঁরা ব্যবসায়ীদের সাহায্য করবে ৷ বর্তমানে নাইট কার্ফুর কারণে আমাদের রাত 11টার মধ্য়েই সব বন্ধ করে দিতে হয় ৷ "

আরও পড়ুন :ধীর গতিতে চলছে কালীঘাট মন্দির চত্বর সংস্কারের কাজ, সমস্যায় ব্য়বসায়ীরা

রাজ্যের এই সিদ্ধান্তে তাদের ব্যবসা কিছুটা বাড়বে বলে আশাবাদী হোটেল ও রেস্তোঁরা ব্যবসায়ীরা ৷ এমনি সময়েও যাতে রাত সাড়ে 12টা বা 1টা পর্যন্ত রেস্তোঁরা খোলা রাখা যায় সেই আবেদন তাঁরা করেছেন রাজ্যের কাছে ৷

কলকাতা, 17 ডিসেম্বর : সামনেই বড়দিন, তার পরেই নববর্ষ ৷ বছর শেষের ও নববর্ষের এই আনন্দের সময় রাজ্যে নাইট কার্ফু শিথিল (Night Curfew Relaxation in Bengal) করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন কলকাতার হোটেল ও রেস্তোঁরা ব্যবসায়ীরা ৷

বছর শেষের শেষ ক'দিন অর্থাৎ 24 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ও 1 জানুয়ারি রাজ্যে নাইট কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ এই সময় ভোর 5টা পর্যন্ত যানবাহন চলাচলেরও অনুমতি দেওয়া হয়েছে ৷ বর্তমানে রাজ্যে নাইট কার্ফু জারি থাকায় রাত 11টার পর জরুরি পরিষেবা ছাড়া যানবাহন চলাচল ও দোকান খোলা রাখার উপর কিছু নিষেধাজ্ঞা রয়েছে ৷ রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি সুদেশ পোদ্দার বলেছেন, "আমরা রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ, তাদের এই সিদ্ধান্ত রেস্তোঁরা ব্যবসায়ীদের সাহায্য করবে ৷ বর্তমানে নাইট কার্ফুর কারণে আমাদের রাত 11টার মধ্য়েই সব বন্ধ করে দিতে হয় ৷ "

আরও পড়ুন :ধীর গতিতে চলছে কালীঘাট মন্দির চত্বর সংস্কারের কাজ, সমস্যায় ব্য়বসায়ীরা

রাজ্যের এই সিদ্ধান্তে তাদের ব্যবসা কিছুটা বাড়বে বলে আশাবাদী হোটেল ও রেস্তোঁরা ব্যবসায়ীরা ৷ এমনি সময়েও যাতে রাত সাড়ে 12টা বা 1টা পর্যন্ত রেস্তোঁরা খোলা রাখা যায় সেই আবেদন তাঁরা করেছেন রাজ্যের কাছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.