কলকাতা, 18 জুন : জাত-গায়ের রঙ-পদবী তুলে অধ্যাপিকাকে হেনস্থা । এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক । ঘটনার গুরুত্ব বুঝে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসলেন মন্ত্রী ব্রাত্য বসু । আজ বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের প্রধান পদত্যাগপত্র জমা দেন উপাচার্যর কাছে । পদত্যাগ করেন আরও তিনটি সেন্টারের অধিকর্তা । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসুরায়চৌধুরি বলেন, "আমি পদত্যাগপত্রগুলি এখনও হাতে পাইনি । অফিসে জমা পড়েছে বলে শুনেছি । বিষয়টি নিয়ে আলোচনায় বসতে চাই । দোষ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।"
গত 20 মে ভূগোলের অধ্যাপিকা ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সরস্বতী কেরকেটাকে হেনস্থা করার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও টিচার্স কাউন্সিলের কাছে ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ জানান অধ্যাপিকা । টানা চার ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। পাশাপাশি জলের বোতল ছুঁড়ে মারা হয় । এই ঘটনার প্রতিবাদ জানান অধ্যাপকরা । প্রতিবাদস্বরূপ পদত্যাগও করেন অনেকে ।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশিসকুমার দাস বলেন, "গত 20 মে ভূগোলের অধ্যাপিকা ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সরস্বতী কেরকেটাকে হেনস্থা করা হয়েছিল । তাঁকে চার ঘণ্টা ঘেরাও করে রাখা হয় । অবশেষে নিরাপত্তাকর্মীরা ঘেরাওমুক্ত করেন ।'' উনি আরও বলেন, "আমরা ঘটনার প্রতিবাদ জানাই। জাতপাতের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান ভারতী বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান বঙ্কিমচন্দ্র মণ্ডল, অর্থনীতি বিভাগের প্রধান বিন্দি, সংস্কৃত বিভাগের প্রধান অমলকুমার মণ্ডল সহ বেশ কয়েকজন বিভাগীয় প্রধান পদত্যাগ করেছেন ।