ETV Bharat / state

নতুন গোয়েন্দা প্রধান পার্কস্ট্রিট গণধর্ষণের তদন্তকারী মুরলীধর শর্মা

মুরলীধর শর্মা নামটার সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ রহস্য সমাধানের সূত্র । পার্কস্ট্রিট গণধর্ষণের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছিলেন তিনি । পরে মুরলীধরকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের দায়িত্ব দেওয়া হয় ।

author img

By

Published : Jul 17, 2019, 9:29 PM IST

মুরলীধর

কলকাতা, 17 জুলাই : ফের বড়সড় রদবদল কলকাতা পুলিশে । গোয়েন্দা প্রধানের পদ থেকে সরানো হল প্রবীণ ত্রিপাঠীকে । তাঁর জায়গায় এলেন মুরলীধর শর্মা। কিন্তু কেন এই বদল? নবান্ন সূত্রে খবর, এই বদলি রুটিন ।

2018 সালের 1 জানুয়ারি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইমের দায়িত্ব পেয়েছিলেন প্রবীণ ত্রিপাঠী । বিশাল গর্গের জায়গায় দায়িত্ব দেওয়া হয় তাঁকে । তারপর থেকে ব্যাঙ্ক জালিয়াতি সহ বেশ কিছু বড় ধরনের অপরাধের তদন্ত করেন তিনি । অন্যদিকে, মুরলীধর শর্মা নামটি কলকাতার অপরাধ দমনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ । পার্কস্ট্রিট গণধর্ষণের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল তাঁর নেতৃত্বেই । পরে মুরলীধরকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের দায়িত্ব দেওয়া হয় । সেখানেও পান সাফল্য । NIA (ন্য়াশানাল ইনভেস্টিগেশন এজেন্সি)-কে টপকে বুদ্ধগয়া বিস্ফোরণ মামলায় প্রথম ব্রেক পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । একের পর এক JMI জঙ্গিকে গ্রেপ্তার করা হয় । এরপর মুরলীধরকে যুগ্ম কমিশনার ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয় । অন্যদিকে, স্কুলের টয়লেটে কৃত্তিকা পালের আত্মহত্যার ঘটনায় তদন্তের প্রাথমিক দায়িত্ব দেওয়া হয় মুরলীধরকে ।

আজ নবান্নের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে প্রবীণকে পাঠানো হয়েছে যুগ্ম কমিশনার (AP) পদে । মুরলীধরের স্থলাভিষিক্ত হচ্ছেন অখিলেশ চতুর্বেদী । তিনি যুগ্ম কমিশনার (AP) পদে ছিলেন ।

কলকাতা, 17 জুলাই : ফের বড়সড় রদবদল কলকাতা পুলিশে । গোয়েন্দা প্রধানের পদ থেকে সরানো হল প্রবীণ ত্রিপাঠীকে । তাঁর জায়গায় এলেন মুরলীধর শর্মা। কিন্তু কেন এই বদল? নবান্ন সূত্রে খবর, এই বদলি রুটিন ।

2018 সালের 1 জানুয়ারি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইমের দায়িত্ব পেয়েছিলেন প্রবীণ ত্রিপাঠী । বিশাল গর্গের জায়গায় দায়িত্ব দেওয়া হয় তাঁকে । তারপর থেকে ব্যাঙ্ক জালিয়াতি সহ বেশ কিছু বড় ধরনের অপরাধের তদন্ত করেন তিনি । অন্যদিকে, মুরলীধর শর্মা নামটি কলকাতার অপরাধ দমনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ । পার্কস্ট্রিট গণধর্ষণের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল তাঁর নেতৃত্বেই । পরে মুরলীধরকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের দায়িত্ব দেওয়া হয় । সেখানেও পান সাফল্য । NIA (ন্য়াশানাল ইনভেস্টিগেশন এজেন্সি)-কে টপকে বুদ্ধগয়া বিস্ফোরণ মামলায় প্রথম ব্রেক পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । একের পর এক JMI জঙ্গিকে গ্রেপ্তার করা হয় । এরপর মুরলীধরকে যুগ্ম কমিশনার ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয় । অন্যদিকে, স্কুলের টয়লেটে কৃত্তিকা পালের আত্মহত্যার ঘটনায় তদন্তের প্রাথমিক দায়িত্ব দেওয়া হয় মুরলীধরকে ।

আজ নবান্নের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে প্রবীণকে পাঠানো হয়েছে যুগ্ম কমিশনার (AP) পদে । মুরলীধরের স্থলাভিষিক্ত হচ্ছেন অখিলেশ চতুর্বেদী । তিনি যুগ্ম কমিশনার (AP) পদে ছিলেন ।

Intro:কলকাতা, ১৭ জুলাই: ফের বড়সড় রদবদল কলকাতা পুলিশে। সরানো কলকাতার গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠিকে। তাঁর জায়গায় এলেন মুরলীধর শর্মা। কিন্তু কেন এই বদল? নবান্ন সূত্রে খবর, এই বদলি রুটিন। Body:২০১৮ সালের ১ জানুয়ারি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইমের দায়িত্ব পান প্রভীণ ত্রিপাঠি। বিশাল গর্গের জায়গায় দায়িত্ব দেওয়া হয় প্রভীণকে। তারপর থেকে ব্যাঙ্ক জালিয়াতি সহ বেশ কিছু বড় অপরাধের তদন্ত তাঁর নেতৃত্বেই হয়েছে। অন্যদিকে তাঁর বদলে দায়িত্ব পাওয়া মুরলীধর শর্মা ক্রাইম সামলানোর দক্ষতা কলকাতা পুলিশের সর্বজনবিদিত। সাড়া জাগানো পার্কস্ট্রিট গনধর্ষণ মামলায় মুল অভিযুক্ত কাদের খানকে পাওয়া যাচ্ছিল না দীর্ঘদিন। বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে কলকাতা পুলিশ নিয়ে। ২০১৬ সালে DC সাউথ হিসেবে কাদের খানকে পাকড়াও করেন তিনি। পরে তাকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের দায়িত্ব দেওয়া হয়। সেখানেও আসে সাফল্য। NIA কে টপকে বুদ্ধগয়া বিস্ফোরণ মামলায় প্রথম ব্রেক পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। একের পর এক JMI জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এহেন মুরলীধরকে সম্প্রতি যুগ্ম কমিশনার ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু মাঝে প্রভীণ কুমার ছুটিতে থাকায় স্কুলের টয়লেটে কৃত্তিকা পালের আত্মহত্যার ঘটনায় তদন্তের প্রাথমিক দায়িত্ব দেওয়া হয় মুরলীধরকে। Conclusion:আজ নবান্নের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে প্রভীণকে পাঠানো হয়েছে যুগ্ম কমিশনার (AP) পদে। মুরলীধরের স্থলাভিসিক্ত হচ্ছেন অখিলেশ চতুর্বেদী। তিনি যুগ্ম কমিশনার (AP) পদে ছিলেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.