কলকাতা, 13 জুন : অবশেষে জমা পড়তে চলেছে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট । আজ কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন । বৈঠক শেষে অভিরূপ জানান, বৈঠক ভালো হয়েছে । বেতন কমিশনের রিপোর্ট খুব শীঘ্রই জমা পড়বে রাজ্য সরকারের কাছে । অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে আরও একধাপ অগ্রগতি হল ।
২৭ মে আরও একবার মেয়াদ বাড়ানো হয় বেতন কমিশনের । রাজ্যপালের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয় । সাত মাস বাড়ানো হয় কমিশনের মেয়াদ। অর্থাৎ বেতন কমিশন কাজ করবে এ বছরের 31 ডিসেম্বর পর্যন্ত । এই সিদ্ধান্তে সরকারি কর্মীদের ক্ষোভ বাড়ে অনেকটাই । যদিও মেয়াদ বাড়ার পর চেয়ারম্যান আজ জানালেন, শীঘ্রই জমা পড়তে চলেছে রিপোর্ট । অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বাধীন বর্তমান কমিশন গঠিত হয় 2015 সালে । তারপর থেকে 7 বার বাড়ল কমিশনের মেয়াদ । তার জেরেই ক্ষোভে ফুঁসছেন কর্মীরা । যদিও কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই কর্মী সংগঠনগুলির দাবির শুনানি হয়ে গেছে । 25 টি দপ্তরের কাজও সম্পন্ন হয়েছে । কিন্তু হয়নি 26 টি দপ্তরের কাজ । 78 টি আধা সরকারি সংস্থার কাজও হয়নি । ফলে এই কাজগুলো করতে বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হয়েছিল । কিন্তু এই কাজ অত্যন্ত দ্রুত পে কমিশন সেরে ফেলবে বলে সূত্রের খবর ।
এবার লোকসভা নির্বাচনে রাজ্যের সরকারি কর্মীদের একটা বড় অংশ যে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেটা ফল দেখলেই পরিষ্কার হয়ে যাচ্ছে । আসলে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বকেয়ার জন্য দাবি করে আসছিলেন। বিশেষ করে বকেয়া DA নিয়ে রীতিমত ফুঁসছেন সরকারি কর্মীরা । গোদের উপর বিষফোঁড়ার মতো বেতন কমিশন কার্যকর না হওয়ার বিষয়টি রয়েছে । এই পরিস্থিতিতে দ্রুত বেতন কমিশন চালুর ব্যাপারে উদ্যোগী হয়েছে সরকার ।