ETV Bharat / state

সুখবর! শীঘ্রই জমা পড়তে চলেছে বেতন কমিশনের রিপোর্ট - nabanna,

আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার । তিনি জানান, রাজ্য সরকারের কাছে খুব শীঘ্রই জমা পড়বে বেতন কমিশনের রিপোর্ট ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 13, 2019, 9:36 PM IST

কলকাতা, 13 জুন : অবশেষে জমা পড়তে চলেছে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট । আজ কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন । বৈঠক শেষে অভিরূপ জানান, বৈঠক ভালো হয়েছে । বেতন কমিশনের রিপোর্ট খুব শীঘ্রই জমা পড়বে রাজ্য সরকারের কাছে । অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে আরও একধাপ অগ্রগতি হল ।

২৭ মে আরও একবার মেয়াদ বাড়ানো হয় বেতন কমিশনের । রাজ্যপালের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয় । সাত মাস বাড়ানো হয় কমিশনের মেয়াদ। অর্থাৎ বেতন কমিশন কাজ করবে এ বছরের 31 ডিসেম্বর পর্যন্ত । এই সিদ্ধান্তে সরকারি কর্মীদের ক্ষোভ বাড়ে অনেকটাই । যদিও মেয়াদ বাড়ার পর চেয়ারম্যান আজ জানালেন, শীঘ্রই জমা পড়তে চলেছে রিপোর্ট । অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বাধীন বর্তমান কমিশন গঠিত হয় 2015 সালে । তারপর থেকে 7 বার বাড়ল কমিশনের মেয়াদ । তার জেরেই ক্ষোভে ফুঁসছেন কর্মীরা । যদিও কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই কর্মী সংগঠনগুলির দাবির শুনানি হয়ে গেছে । 25 টি দপ্তরের কাজও সম্পন্ন হয়েছে । কিন্তু হয়নি 26 টি দপ্তরের কাজ । 78 টি আধা সরকারি সংস্থার কাজও হয়নি । ফলে এই কাজগুলো করতে বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হয়েছিল । কিন্তু এই কাজ অত্যন্ত দ্রুত পে কমিশন সেরে ফেলবে বলে সূত্রের খবর ।

এবার লোকসভা নির্বাচনে রাজ্যের সরকারি কর্মীদের একটা বড় অংশ যে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেটা ফল দেখলেই পরিষ্কার হয়ে যাচ্ছে । আসলে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বকেয়ার জন্য দাবি করে আসছিলেন। বিশেষ করে বকেয়া DA নিয়ে রীতিমত ফুঁসছেন সরকারি কর্মীরা । গোদের উপর বিষফোঁড়ার মতো বেতন কমিশন কার্যকর না হওয়ার বিষয়টি রয়েছে । এই পরিস্থিতিতে দ্রুত বেতন কমিশন চালুর ব্যাপারে উদ্যোগী হয়েছে সরকার ।

কলকাতা, 13 জুন : অবশেষে জমা পড়তে চলেছে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট । আজ কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন । বৈঠক শেষে অভিরূপ জানান, বৈঠক ভালো হয়েছে । বেতন কমিশনের রিপোর্ট খুব শীঘ্রই জমা পড়বে রাজ্য সরকারের কাছে । অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে আরও একধাপ অগ্রগতি হল ।

২৭ মে আরও একবার মেয়াদ বাড়ানো হয় বেতন কমিশনের । রাজ্যপালের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয় । সাত মাস বাড়ানো হয় কমিশনের মেয়াদ। অর্থাৎ বেতন কমিশন কাজ করবে এ বছরের 31 ডিসেম্বর পর্যন্ত । এই সিদ্ধান্তে সরকারি কর্মীদের ক্ষোভ বাড়ে অনেকটাই । যদিও মেয়াদ বাড়ার পর চেয়ারম্যান আজ জানালেন, শীঘ্রই জমা পড়তে চলেছে রিপোর্ট । অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বাধীন বর্তমান কমিশন গঠিত হয় 2015 সালে । তারপর থেকে 7 বার বাড়ল কমিশনের মেয়াদ । তার জেরেই ক্ষোভে ফুঁসছেন কর্মীরা । যদিও কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই কর্মী সংগঠনগুলির দাবির শুনানি হয়ে গেছে । 25 টি দপ্তরের কাজও সম্পন্ন হয়েছে । কিন্তু হয়নি 26 টি দপ্তরের কাজ । 78 টি আধা সরকারি সংস্থার কাজও হয়নি । ফলে এই কাজগুলো করতে বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হয়েছিল । কিন্তু এই কাজ অত্যন্ত দ্রুত পে কমিশন সেরে ফেলবে বলে সূত্রের খবর ।

এবার লোকসভা নির্বাচনে রাজ্যের সরকারি কর্মীদের একটা বড় অংশ যে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেটা ফল দেখলেই পরিষ্কার হয়ে যাচ্ছে । আসলে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বকেয়ার জন্য দাবি করে আসছিলেন। বিশেষ করে বকেয়া DA নিয়ে রীতিমত ফুঁসছেন সরকারি কর্মীরা । গোদের উপর বিষফোঁড়ার মতো বেতন কমিশন কার্যকর না হওয়ার বিষয়টি রয়েছে । এই পরিস্থিতিতে দ্রুত বেতন কমিশন চালুর ব্যাপারে উদ্যোগী হয়েছে সরকার ।

Intro:কলকাতা, 13 জুন: অবশেষে জমা করতে চলেছে বেতন কমিশনের রিপোর্ট। আজ বেতন কমিশনের চেয়ারম্যান অভিযোগ সরকার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। বৈঠক শেষে অভিরুপ জানান, বৈঠক ভালো হয়েছে বেতন কমিশনের রিপোর্ট খুব শীঘ্রই জমা পড়বে রাজ্য সরকারের কাছে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হওয়ার পথে একধাপ এগোতে চলেছে।Body:গত ২৭ মে আরও একবার মেয়াদ বাড়ানো হয় রাজ্যের বেতন কমিশনের। রাজ্যপালের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়। এবার সাত মাস বাড়ানো হয় কমিশনের মেয়াদ। অর্থাৎ পে কমিশন কাজ করবে এ বছরের 31 ডিসেম্বর পর্যন্ত। এই সিদ্ধান্তে সরকারি কর্মীদের ক্ষোভ বাড়ে অনেকটাই। যদিও মেয়াদ বাড়ার পর এই অভিযোগ সরকার আজ জানালেন শিঘ্রই জমা পড়তে চলেছে রিপোর্ট।

অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বাধীন বর্তমান কমিশন গঠিত হয় ২০১৫ সালে। তারপর থেকে 7 বার বাড়ল কমিশনের মেয়াদ। তার জেরেই ক্ষোভে ফুঁসছেন কর্মীরা। যদিও কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই কর্মী সংগঠনগুলির দাবির শুনানি হয়ে গেছে। 25 টি দপ্তরের কাজও সম্পন্ন হয়েছে। কিন্তু হয়নি 26 টি দপ্তরের কাজ। 78 টি আধা সরকারি সংস্থার কাজ ও হয়নি। ফলে এই কাজগুলো করতে বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হয়েছিল। কিন্তু এই কাজ অত্যন্ত দ্রুত পে কমিশন সেরে ফেলবে বলে সূত্রের খবর।Conclusion:এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের সরকারি কর্মীদের একটা বড় অংশ হচ্ছে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেটা ফল দেখলেই পরিষ্কার হয়ে যাচ্ছে।আসলে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বকেয়ার জন্য দাবি করে আসছিলেন। বিশেষ করে বকেয়া DA নিয়ে রীতিমত ফুঁসছেন সরকারি কর্মীরা। গোদের উপর বিষফোঁড়ার মতো পে কমিশন কার্যকর না হওয়ার বিষয়টি রয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.