ETV Bharat / state

আগামীকাল জোড়াসাঁকোর 200 নম্বর বুথে পুনর্নির্বাচন - kolkata

আগামীকাল জোড়াসাঁকোর 200 নম্বর বুথে ভোটগ্রহণ হবে । আপাতত আর কোনও বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা নেই ।

ফাইল ফোটো
author img

By

Published : May 21, 2019, 10:43 AM IST

কলকাতা, 21 মে : সপ্তম দফার ভোটে একটি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন । উত্তর কলকাতার জোড়াসাঁকো বিধানসভা এলাকার 200 নম্বর বুথে হবে পুনর্নির্বাচন ।

আগামীকাল জোড়াসাঁকোর 200 নম্বর বুথে ভোটগ্রহণ হবে । সব ঠিক থাকলে আর কোনও বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা নেই ।
ভাটপাড়া বিধানসভাসহ একাধিক কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিরোধীরা। কিন্তু স্ক্রুটিনিতে সেই দাবির যৌক্তিকতা খুঁজে পায়নি কমিশন।

আপাতত, সপ্তম দফা ভোটের একটি বুথেই হচ্ছে পুনর্নির্বাচন ।

কলকাতা, 21 মে : সপ্তম দফার ভোটে একটি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন । উত্তর কলকাতার জোড়াসাঁকো বিধানসভা এলাকার 200 নম্বর বুথে হবে পুনর্নির্বাচন ।

আগামীকাল জোড়াসাঁকোর 200 নম্বর বুথে ভোটগ্রহণ হবে । সব ঠিক থাকলে আর কোনও বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা নেই ।
ভাটপাড়া বিধানসভাসহ একাধিক কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিরোধীরা। কিন্তু স্ক্রুটিনিতে সেই দাবির যৌক্তিকতা খুঁজে পায়নি কমিশন।

আপাতত, সপ্তম দফা ভোটের একটি বুথেই হচ্ছে পুনর্নির্বাচন ।

Intro:কলকাতা, ২০ মে: ভাটপাড়ায় আজ জারি হয়েছে ১৪৪, দাবি মদনের। রিপোলের চাইতে শান্তির দাবি করেছি। তবে ৫ বুথে রিপোল চেয়েছেন তিনি।
Body:ভাটপাড়া উপনির্বাচনে যা হয়েছে তারপর দশ বারোটা দেশ থেকে ফোন পেয়েছি। তারা বলছে এই অবস্থা পশ্চিমবঙ্গের।
অর্জুন সিং নিজে মারপিট করে মাইকে প্রচার করে বলছে মদন এই সব করেছে। গাড়ি ঘুড়িয়েছি মিডিয়াকে বাচাতে। সে সময় মুসলিম ছেলেরা ছিল তারাও বিপদে পরত। তাই চলে এসেছিলাম। হঠাৎ দেখি সেন্ট্রাল ফোর্স এল।কোথায় লুকিয়ে ছিল ফোর্স? সারারাত ধরে হিন্দু বাড়িতে মোবাইল লুট হয়েছে। আমায় বলছে, আমি নাকি মোবাইল নিয়েছি?. আমার সংগে কোন বাইরের লোকেরা ছিলনা। এই মুহূর্তে গোটা ভাটপাড়া অগ্নিগর্ভ। ভোটারদের প্রান বিপন্ন। দাংগা চলছে। মোমিনপাড়া, রেল সাইডের জায়গায় অশান্তি। CRPF বেধরক মেরেছে। আজ পর্যবেক্ষক ৯টি জায়গায় অশান্তির কথা বলেছেন বাকি গুলি ক্লিন চিট দিয়েছে। কি নির্বাচন করবে কমিশন? ভাটপাড়ায় অবদথার উন্নতি নাহয়, না যদি আমায় ঢুকতে দেয় তাহলে সত্যাগ্রহ করব।Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.