ETV Bharat / state

চুনী গোস্বামীর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহলও

চুনী গোস্বামীর মৃত্যুতে শোকপ্রকাশ রাজনৈতিক দলের নেতাদেরও ।

Remembrance to former footballer chuni goswami by political leaders in kolkata, west bengal
চুনী গোস্বামীর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনীতি মহল
author img

By

Published : May 1, 2020, 12:48 AM IST

কলকাতা, 30 এপ্রিল : চুনী গোস্বামীর মৃত্যু ভারতীয় ক্রীড়াজগতে ইন্দ্রপতন ৷ বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । চুনী গোস্বামী জীবিত নেই একথা ভেবে বুক ভারী হয়ে যাচ্ছে ৷ বললেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি । অন্যদিকে, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, " চুনী গোস্বামী ছিলেন বাঙালি ফুটবলারদের মধ্যে অন্যতম কৃতি খেলোয়াড় । "

adhir chowdhury
অধীর চৌধুরি

আজ অধীর চৌধুরি টুইটারে লেখেন, " চুনীদার সঙ্গে জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে বার্লিন একসঙ্গে ট্রেনে চড়ে গিয়েছি । ট্রেনের মধ্যে দেখা হয়েছিল । ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনাল একসঙ্গে দেখেছিলাম । চুনীদা লন্ডন গেল, সেখানেও এক হোটেলে আমরা ছিলাম । এত সহজ-সরল প্রাণবন্ত মানুষটা আর নেই ৷ ভাবতেই বুক ভারী হয়ে যাচ্ছে ।" সোমেন মিত্র বলেন, " ভারতীয় ক্রীড়া জগতের ইন্দ্রপতন । চলে গেলেন চুনী গোস্বামী । আমি সৌভাগ্যবান যে দর্শক হিসেবে আমি চুনী গোস্বামীর খেলা দেখেছি । তাঁর ক্রীড়াশৈলী ভারতীয় ফুটবলে এক অবিস্মরণীয় ইতিহাস । চুনীদার সঙ্গে খেলার মাঠ থেকে শুরু হয়ে আমার পরিচয় পরবর্তীকালে ব্যক্তিগত স্তরে চলে গেছিল । তাঁর মৃত্যুতে ভারতীয় ফুটবলের এক অপূরণীয় ক্ষতি হল । আমি প্রয়াত চুনী গোস্বামীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি ৷ তাঁর পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা । "

biman basu
বিমান বসু

বিমান বসু বলেন, "এত আধুনিক খেলোয়াড় খুব কম দেখেছি । মোহনবাগানের চুনী গোস্বামী, রেলওয়ের পি কে বন্দ্যোপাধ্যায় ৷ ইস্টবেঙ্গলের বলরাম । এরাই ছিলেন তখন সেরা । ক্রীড়াজগতে অপূরণীয় শূন্যতা তৈরি হল । "

কলকাতা, 30 এপ্রিল : চুনী গোস্বামীর মৃত্যু ভারতীয় ক্রীড়াজগতে ইন্দ্রপতন ৷ বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । চুনী গোস্বামী জীবিত নেই একথা ভেবে বুক ভারী হয়ে যাচ্ছে ৷ বললেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি । অন্যদিকে, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, " চুনী গোস্বামী ছিলেন বাঙালি ফুটবলারদের মধ্যে অন্যতম কৃতি খেলোয়াড় । "

adhir chowdhury
অধীর চৌধুরি

আজ অধীর চৌধুরি টুইটারে লেখেন, " চুনীদার সঙ্গে জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে বার্লিন একসঙ্গে ট্রেনে চড়ে গিয়েছি । ট্রেনের মধ্যে দেখা হয়েছিল । ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনাল একসঙ্গে দেখেছিলাম । চুনীদা লন্ডন গেল, সেখানেও এক হোটেলে আমরা ছিলাম । এত সহজ-সরল প্রাণবন্ত মানুষটা আর নেই ৷ ভাবতেই বুক ভারী হয়ে যাচ্ছে ।" সোমেন মিত্র বলেন, " ভারতীয় ক্রীড়া জগতের ইন্দ্রপতন । চলে গেলেন চুনী গোস্বামী । আমি সৌভাগ্যবান যে দর্শক হিসেবে আমি চুনী গোস্বামীর খেলা দেখেছি । তাঁর ক্রীড়াশৈলী ভারতীয় ফুটবলে এক অবিস্মরণীয় ইতিহাস । চুনীদার সঙ্গে খেলার মাঠ থেকে শুরু হয়ে আমার পরিচয় পরবর্তীকালে ব্যক্তিগত স্তরে চলে গেছিল । তাঁর মৃত্যুতে ভারতীয় ফুটবলের এক অপূরণীয় ক্ষতি হল । আমি প্রয়াত চুনী গোস্বামীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি ৷ তাঁর পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা । "

biman basu
বিমান বসু

বিমান বসু বলেন, "এত আধুনিক খেলোয়াড় খুব কম দেখেছি । মোহনবাগানের চুনী গোস্বামী, রেলওয়ের পি কে বন্দ্যোপাধ্যায় ৷ ইস্টবেঙ্গলের বলরাম । এরাই ছিলেন তখন সেরা । ক্রীড়াজগতে অপূরণীয় শূন্যতা তৈরি হল । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.