ETV Bharat / state

"ধর্মীয় রাজনীতি যেন শুরু না হয়", শরণার্থীদের নাগরিকত্ব ইস্যুতে মত কুণালের

author img

By

Published : May 29, 2021, 6:31 PM IST

এই মানুষদের ভোটেই নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন । অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে । যাঁদের প্যান কার্ড, ভোটার কার্ড ও আধার কার্ড আছে, তাঁরা এই দেশের নাগরিক । বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷

কুণাল ঘোষ
কুণাল ঘোষ

কলকাতা, 29 মে : পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আসা শরনার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । তিন প্রতিবেশী দেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া নিয়ে আজ নোটিস জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক ।

নাগরিকত্বের জন্য শরণার্থীরা আবেদন করতে পারেন । আবেদন করতে পারেন হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ ও খ্রিস্টান শরণার্থীরা । গুজরাত, ছত্তিশগড়, রাজস্থান, পঞ্জাব ও হরিয়ানার 13টি জেলায় থাকা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য জেলাশাসকদের ক্ষমতা দেওয়া হয়েছে ।

এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "বিষয়টি নিয়ে দল যথাযথভাবে আলোচনা করে মানুষকে জানাবে । তবে এটাই বলব এখন করোনার সময় ৷ এটা নিয়ে যেন কোনও ধর্মীয় রাজনীতি শুরু না হয় । যাঁরা ভোটার তালিকায় আছেন, যাঁদের প্যান কার্ড আছে, আধার কার্ড আছে... 2019 সালের ভোটে একটি কেন্দ্রীয় সরকার নির্বাচিত হয়েছে । তাঁদের যেন আর নাগরিকত্বের মধ্যে পড়তে না হয় । তাঁরা নাগরিক বলেই কেন্দ্রীয় সরকার নির্বাচিত হয়েছে । এই মানুষদের ভোটেই নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন । অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে । যাঁদের প্যান কার্ড, ভোটার কার্ড ও আধার কার্ড আছে, তাঁরা এই দেশের নাগরিক । পরবর্তী সময়ে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের শীর্ষ নেতৃত্ব আলোচনা করে পরিবর্তী পদক্ষেপ জানাবেন ৷"

এই বিষয়ে বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "যে বিজ্ঞপ্তিটি রয়েছে, এটি নতুন কোনও ঘটনা নয় । 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে এটি ইস্যু করা হয়েছে । যে ফর্মটি দেওয়া হয়েছে, সেটি পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে পাসপোর্ট নিয়ে যাঁরা ভারতে এসেছেন, এখানে এসে যাঁরা লং টার্ম ভিসার আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে এটি প্রযোজ্য ৷"

কলকাতা, 29 মে : পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আসা শরনার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । তিন প্রতিবেশী দেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া নিয়ে আজ নোটিস জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক ।

নাগরিকত্বের জন্য শরণার্থীরা আবেদন করতে পারেন । আবেদন করতে পারেন হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ ও খ্রিস্টান শরণার্থীরা । গুজরাত, ছত্তিশগড়, রাজস্থান, পঞ্জাব ও হরিয়ানার 13টি জেলায় থাকা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য জেলাশাসকদের ক্ষমতা দেওয়া হয়েছে ।

এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "বিষয়টি নিয়ে দল যথাযথভাবে আলোচনা করে মানুষকে জানাবে । তবে এটাই বলব এখন করোনার সময় ৷ এটা নিয়ে যেন কোনও ধর্মীয় রাজনীতি শুরু না হয় । যাঁরা ভোটার তালিকায় আছেন, যাঁদের প্যান কার্ড আছে, আধার কার্ড আছে... 2019 সালের ভোটে একটি কেন্দ্রীয় সরকার নির্বাচিত হয়েছে । তাঁদের যেন আর নাগরিকত্বের মধ্যে পড়তে না হয় । তাঁরা নাগরিক বলেই কেন্দ্রীয় সরকার নির্বাচিত হয়েছে । এই মানুষদের ভোটেই নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন । অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে । যাঁদের প্যান কার্ড, ভোটার কার্ড ও আধার কার্ড আছে, তাঁরা এই দেশের নাগরিক । পরবর্তী সময়ে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের শীর্ষ নেতৃত্ব আলোচনা করে পরিবর্তী পদক্ষেপ জানাবেন ৷"

এই বিষয়ে বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "যে বিজ্ঞপ্তিটি রয়েছে, এটি নতুন কোনও ঘটনা নয় । 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে এটি ইস্যু করা হয়েছে । যে ফর্মটি দেওয়া হয়েছে, সেটি পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে পাসপোর্ট নিয়ে যাঁরা ভারতে এসেছেন, এখানে এসে যাঁরা লং টার্ম ভিসার আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে এটি প্রযোজ্য ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.