ETV Bharat / state

Abhishek Banerjee : ইডির বাধা ! ব্যাঙ্কক যাওয়া হল না অভিষেকের শ্যালিকার - ED to interrogate menaka gambhir

তিনি ব্যাঙ্কক যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে আসেন ৷ হঠাৎ তাঁকে আটক করে অভিবাসন দফতরের আধিকারিকেরা ৷ মেনকা গম্ভীর সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার বোন (ED interrogates Sister of Rujira Banerjee) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 11, 2022, 6:49 AM IST

Updated : Sep 11, 2022, 7:41 AM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: ব্যাঙ্কক যাওয়া হল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের ৷ জানা গিয়েছে শনিবার রাতে তিনি কলকাতা বিমানবন্দরে আসেন ৷ সেখান থেকে ব্যাংককে রওনা দেওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সভাপতির আত্মীয়ের ৷ বিমান ছাড়ার কথা ছিল রাত 9.08 মিনিট ৷ সময়ের আগেই তিনি বিমানবন্দরে পৌঁছন ৷ সেখানে আসা মাত্র অভিবাসন দফতর থেকে রুজিরার বোন মেনকার সঙ্গে যোগাযোগ করা হয় । তাঁকে বিমানে উঠতে বারণ করেন আধিকারিকরা । জানানো হয়, তিনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না ৷ এরপরে দফতর ইডি আধিকারিকদের বিষয়টি জানানো হয় ৷ পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বিমানবন্দরে এসে মেনকার সঙ্গে কথা বলেন ৷ শেষমেশ বিমানবন্দর থেকে ফিরে যান মেনকা (In Law of Abhishek Banerjee detained at Kolkata airport over Coal smuggling Case) ৷

5 সেপ্টেম্বর কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) জিজ্ঞাসাবাদের জন্য মেনকাকে দিল্লিতে ডেকে পাঠায় ইডি ৷ দিল্লি তলবের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেকের শ্যালিকা ৷ কেন তাঁকে দিল্লিতে ডাকা হচ্ছে ? কলকাতায় ইডির অফিস বা তাঁর বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হোক, হাইকোর্টে এই আবেদন করেছিলেন মেনকা গম্ভীর । পাশাপাশি, তাঁর বিরুদ্ধে যাতে কোনও কঠোর পদক্ষেপ করা না হয়, সেই আবেদনও জানান রুজিরার বোন (sister in law of Abhishek Banerjee in Kolkata) ৷

আরও পড়ুন: অভিষেকের রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টে, বাধা নেই বিদেশযাত্রাতেও

30 অগস্ট, মঙ্গলবার তাঁর এই আবেদনে মান্যতা দিয়ে হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) নির্দেশ দেয়, কয়লাপাচার কাণ্ডে জেরা করতে হলে তা কলকাতাতেই করতে হবে (Calcutta High Court orders ED to interrogate sister in law of Abhishek Banerjee in Kolkata) ৷

2 সেপ্টেম্বর, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Scam) দু’দফায় মোট সাড়ে ছ'ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন দিল্লি থেকে আসা ইডির (ED) আধিকারিকরা । সূত্রের খবর, এই জিজ্ঞাসাবাদ পর্বে কয়লাপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালা ওরফে অনুপ মাজির বয়ানের (Anup Maji statement) সঙ্গে অভিষেকের বক্তব্যের কোনও মিল খুঁজে পাননি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । তাঁর বয়ান লিখিত আকারে রেকর্ড করেন ইডির দু’ই আধিকারিক । এমনটাই জানা গিয়েছে তদন্তকারী সংস্থার সূত্র থেকে ৷

আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদের দিনই কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপির হাতের পুতুল বলে সরব তৃণমূল

কলকাতা, 11 সেপ্টেম্বর: ব্যাঙ্কক যাওয়া হল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের ৷ জানা গিয়েছে শনিবার রাতে তিনি কলকাতা বিমানবন্দরে আসেন ৷ সেখান থেকে ব্যাংককে রওনা দেওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সভাপতির আত্মীয়ের ৷ বিমান ছাড়ার কথা ছিল রাত 9.08 মিনিট ৷ সময়ের আগেই তিনি বিমানবন্দরে পৌঁছন ৷ সেখানে আসা মাত্র অভিবাসন দফতর থেকে রুজিরার বোন মেনকার সঙ্গে যোগাযোগ করা হয় । তাঁকে বিমানে উঠতে বারণ করেন আধিকারিকরা । জানানো হয়, তিনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না ৷ এরপরে দফতর ইডি আধিকারিকদের বিষয়টি জানানো হয় ৷ পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বিমানবন্দরে এসে মেনকার সঙ্গে কথা বলেন ৷ শেষমেশ বিমানবন্দর থেকে ফিরে যান মেনকা (In Law of Abhishek Banerjee detained at Kolkata airport over Coal smuggling Case) ৷

5 সেপ্টেম্বর কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) জিজ্ঞাসাবাদের জন্য মেনকাকে দিল্লিতে ডেকে পাঠায় ইডি ৷ দিল্লি তলবের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেকের শ্যালিকা ৷ কেন তাঁকে দিল্লিতে ডাকা হচ্ছে ? কলকাতায় ইডির অফিস বা তাঁর বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হোক, হাইকোর্টে এই আবেদন করেছিলেন মেনকা গম্ভীর । পাশাপাশি, তাঁর বিরুদ্ধে যাতে কোনও কঠোর পদক্ষেপ করা না হয়, সেই আবেদনও জানান রুজিরার বোন (sister in law of Abhishek Banerjee in Kolkata) ৷

আরও পড়ুন: অভিষেকের রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টে, বাধা নেই বিদেশযাত্রাতেও

30 অগস্ট, মঙ্গলবার তাঁর এই আবেদনে মান্যতা দিয়ে হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) নির্দেশ দেয়, কয়লাপাচার কাণ্ডে জেরা করতে হলে তা কলকাতাতেই করতে হবে (Calcutta High Court orders ED to interrogate sister in law of Abhishek Banerjee in Kolkata) ৷

2 সেপ্টেম্বর, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Scam) দু’দফায় মোট সাড়ে ছ'ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন দিল্লি থেকে আসা ইডির (ED) আধিকারিকরা । সূত্রের খবর, এই জিজ্ঞাসাবাদ পর্বে কয়লাপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালা ওরফে অনুপ মাজির বয়ানের (Anup Maji statement) সঙ্গে অভিষেকের বক্তব্যের কোনও মিল খুঁজে পাননি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । তাঁর বয়ান লিখিত আকারে রেকর্ড করেন ইডির দু’ই আধিকারিক । এমনটাই জানা গিয়েছে তদন্তকারী সংস্থার সূত্র থেকে ৷

আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদের দিনই কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপির হাতের পুতুল বলে সরব তৃণমূল

Last Updated : Sep 11, 2022, 7:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.