কলকাতা, 24 নভেম্বর: দেব দীপাবলি উৎসবের জন্য আগামী রবিবার ও সোমবার চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। মূলত উত্তরপ্রদেশের বেনারসে দেব দীপাবলি বা দেব দেওয়ালি খুবই আড়ম্বরের সঙ্গে পালন করা হয়। তবে এই রাজ্যেও বিভিন্ন জায়গায় এই উৎসবটি পালিত হয়। যেহেতু মূলত বাজে কদমতলা ঘটেই প্রতিমা নিরঞ্জন করা হয় ওইদিন তাই আগামী 26 ও 27 নভেম্বর বেলা দু'টো থেকে রাত 9টা পর্যন্ত চক্ররেলের যাতাযায় নিয়ন্ত্রণ করা হয়েছে।
আগামী 26ও 27 নভেম্বর চক্র রেলের সূচি এক নজরে:
দু'টি সার্কুলার রেলওয়ের ইএমইউ লোকাল (30312 এবং 30314) কলকাতা স্টেশনে যাত্রা শেষ করবে। অন্যদিকে, আরও দুটি সার্কুলার রেলওয়ের ইএমইউ লোকাল (30331 এবং 30313) কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে । দু'জোড়া সার্কুলার রেলওয়ের ইএমইউ লোকাল (30122, 30123, 30154 এবং 30111) শিয়ালদহ (উত্তর) স্টেশন থেকে যাত্রা শুরু করবে । আবার শিয়ালদহ (উত্তর) স্টেশনেই যাত্রা শেষ করবে ।
এক জোড়া সার্কুলার রেলওয়ে ইএমইউ লোকাল (30711 এবং 30552) বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে আবার বালিগঞ্জ স্টেশন থেকেই যাত্রা শুরু করবে। এক জোড়া সার্কুলার রেলওয়ে ইএমইউ লোকালের (30112 এবং 30317) যাত্রাপথ কাঁকুড়গাছি রোড জং দিয়ে ঘোরানো হবে। এই দুটি লোকাল বালিগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আবার বালিগঞ্জ স্টেশনেই যাত্রা শেষ করবে। দুটি সার্কুলার রেলওয়ের ইএমইউ লোকাল (30135 এবং 30353) বালিগঞ্জ হয়ে যাতায়াত করবে। একটি 30332 সার্কুলার রেলওয়ে ইএমইউ লোকাল কাঁকুড়গাছি রোড জং-বালিগঞ্জ রুট হয়ে মাঝেরহাট স্টেশন পৌঁছবে।
আরও পড়ুন: