ETV Bharat / state

৩ চিকিৎসকের রেজিস্ট্রেশন ৩ মাস বাতিল, ক্ষুব্ধ কুহেলির পরিবার

author img

By

Published : Nov 9, 2019, 8:47 AM IST

চারমাসের শিশুকন্যা কুহেলি চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় তিন চিকিৎসকের রেজিস্ট্রেশন তিনমাসের জন্য বাতিল করা হয়েছে ৷ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কুহেলির বাবা-মা ৷

কুহেলি চক্রবর্তী


কলকাতা, 9 নভেম্বর : চিকিৎসায় অবহেলায় চারমাসের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে । এমন অভিযোগে তিন চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর তিনমাসের জন্য বাতিল করল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল । যদিও, মৃত ওই শিশুর বাবা জানিয়েছেন, এই শাস্তি যথাযথ নয় বলে তাঁরা মনে করছেন । অভিযুক্ত চিকিৎসকদের আরও বেশি শাস্তির দাবিতে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান ৷

চারমাসের মৃত ওই শিশুকন্যার নাম কুহেলি চক্রবর্তী । উলটোডাঙার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে 2017-র 19 এপ্রিল ঠাকুরপুকুরের বাসিন্দা এই শিশুকন্যার মৃত্যু হয় । এই ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন পরিজনরা । চার চিকিৎসকের বিরুদ্ধে তাঁরা অভিযোগ দায়ের করেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে । অবশেষে, তিন চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর তিনমাসের জন্য বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল । 1 নভেম্বর এই নির্দেশ ইশু করেছে কাউন্সিল । শুক্রবার (8 নভেম্বর) এই নির্দেশ সংক্রান্ত বিষয়টি কাউন্সিলের চিঠির মাধ্যমে জানতে পারেন মৃত ওই শিশুর বাবা অভিজিৎ চক্রবর্তী ।

কাউন্সিল সূত্রে খবর, অভিযুক্ত চার চিকিৎসকের মধ্যে একজনের বিরুদ্ধে তথ্য প্রমাণ মেলেনি । ওই চিকিৎসকের নামে চার্জগঠন করা হয়নি । বাকি তিন চিকিৎসক যেদিন থেকে কাউন্সিলের এই নির্দেশের কপি চিঠির মাধ্যমে জানতে পারবেন, সেদিন থেকে পরবর্তী তিনমাসের জন্য তাঁদের রেজিস্ট্রেশন নম্বর বাতিল হিসাবে গণ্য করা হবে । এই নির্দেশের চিঠি ওই তিন চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে বলেও জানা গেছে । এই নির্দেশের বিষয়ে অভিজিৎ চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "কাউন্সিলের এই সিদ্ধান্তে আমরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ । একদম সন্তুষ্ট নই ।"

একইসঙ্গে তিনি বলেন, "আড়াই বছর ধরে শুনানি হয়েছে ৷ চিকিৎসকদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে ৷ তারপরও এই রায় দেওয়া হবে, তা আমরা ভাবতে পারিনি । এটা একটা সান্ত্বনা পুরস্কার দেওয়ার মতো । এর ফলে অপরাধ আরও বাড়বে ।" তাঁদের পদক্ষেপের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "এই নির্দেশ রিভিউ করার জন্য আমরা আবেদন জানাব । রিভিউ করা হলে শাস্তির মেয়াদ বাড়বে ছাড়া কমবে না । এই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখা করব ।" অভিযুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধে চার্জগঠন না করা এবং তিন চিকিৎসকের বিরুদ্ধে তিনমাসের শাস্তির নির্দেশ সন্দেহজনক বলেও মন্তব্য করেন তিনি ।


কলকাতা, 9 নভেম্বর : চিকিৎসায় অবহেলায় চারমাসের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে । এমন অভিযোগে তিন চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর তিনমাসের জন্য বাতিল করল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল । যদিও, মৃত ওই শিশুর বাবা জানিয়েছেন, এই শাস্তি যথাযথ নয় বলে তাঁরা মনে করছেন । অভিযুক্ত চিকিৎসকদের আরও বেশি শাস্তির দাবিতে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান ৷

চারমাসের মৃত ওই শিশুকন্যার নাম কুহেলি চক্রবর্তী । উলটোডাঙার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে 2017-র 19 এপ্রিল ঠাকুরপুকুরের বাসিন্দা এই শিশুকন্যার মৃত্যু হয় । এই ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন পরিজনরা । চার চিকিৎসকের বিরুদ্ধে তাঁরা অভিযোগ দায়ের করেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে । অবশেষে, তিন চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর তিনমাসের জন্য বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল । 1 নভেম্বর এই নির্দেশ ইশু করেছে কাউন্সিল । শুক্রবার (8 নভেম্বর) এই নির্দেশ সংক্রান্ত বিষয়টি কাউন্সিলের চিঠির মাধ্যমে জানতে পারেন মৃত ওই শিশুর বাবা অভিজিৎ চক্রবর্তী ।

কাউন্সিল সূত্রে খবর, অভিযুক্ত চার চিকিৎসকের মধ্যে একজনের বিরুদ্ধে তথ্য প্রমাণ মেলেনি । ওই চিকিৎসকের নামে চার্জগঠন করা হয়নি । বাকি তিন চিকিৎসক যেদিন থেকে কাউন্সিলের এই নির্দেশের কপি চিঠির মাধ্যমে জানতে পারবেন, সেদিন থেকে পরবর্তী তিনমাসের জন্য তাঁদের রেজিস্ট্রেশন নম্বর বাতিল হিসাবে গণ্য করা হবে । এই নির্দেশের চিঠি ওই তিন চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে বলেও জানা গেছে । এই নির্দেশের বিষয়ে অভিজিৎ চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "কাউন্সিলের এই সিদ্ধান্তে আমরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ । একদম সন্তুষ্ট নই ।"

একইসঙ্গে তিনি বলেন, "আড়াই বছর ধরে শুনানি হয়েছে ৷ চিকিৎসকদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে ৷ তারপরও এই রায় দেওয়া হবে, তা আমরা ভাবতে পারিনি । এটা একটা সান্ত্বনা পুরস্কার দেওয়ার মতো । এর ফলে অপরাধ আরও বাড়বে ।" তাঁদের পদক্ষেপের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "এই নির্দেশ রিভিউ করার জন্য আমরা আবেদন জানাব । রিভিউ করা হলে শাস্তির মেয়াদ বাড়বে ছাড়া কমবে না । এই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখা করব ।" অভিযুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধে চার্জগঠন না করা এবং তিন চিকিৎসকের বিরুদ্ধে তিনমাসের শাস্তির নির্দেশ সন্দেহজনক বলেও মন্তব্য করেন তিনি ।

Intro:কলকাতা, ৮ নভেম্বর: চিকিৎসায় অবহেলায় চার মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। এমন অভিযোগে তিন চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর তিন মাসের জন্য বাতিল করল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। যদিও, মৃত ওই শিশুর বাবা জানিয়েছেন, এই শাস্তি যথাযথ নয় বলে তাঁরা মনে করছেন। এই কারণে, অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে আরও বেশি শাস্তির প্রার্থনা জানিয়ে, কাউন্সিলের এই নির্দেশ যাতে পুনর্বিবেচনা করা হয়, তার জন্য তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কথা বলতে চাইছেন।
Body:চার মাসের মৃত ওই শিশুকন্যার নাম কুহেলি চক্রবর্তী। উল্টোডাঙ্গার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ২০১৭-র ১৯ এপ্রিল ঠাকুরপুকুরের বাসিন্দা এই শিশুকন্যার মৃত্যু হয়। এই ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন পরিজনরা। চার চিকিৎসকের বিরুদ্ধে তাঁরা অভিযোগ দায়ের করেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে। অবশেষে, তিন চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর তিন মাসের জন্য বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। গত পয়লা নভেম্বর এই নির্দেশ ইস্যু করেছে কাউন্সিল। শুক্রবার, আট নভেম্বর এই নির্দেশ সংক্রান্ত বিষয়টি কাউন্সিলের চিঠির মাধ্যমে জানতে পারেন মৃত ওই শিশুর বাবা অভিজিৎ চক্রবর্তী।

কাউন্সিল সূত্রে খবর, অভিযুক্ত চার চিকিৎসকের মধ্যে একজনের বিরুদ্ধে তথ্য প্রমাণ মেলেনি। ওই চিকিৎসকের নামে চার্জ গঠন করা হয়নি। বাকি তিন চিকিৎসক যেদিন থেকে কাউন্সিলের এই নির্দেশর কপি চিঠির মাধ্যমে জানতে পারবেন, সেদিন থেকে পরবর্তী তিন মাসের জন্য তাঁদের রেজিস্ট্রেশন নম্বর বাতিল হিসাবে গণ্য করা হবে। এই নির্দেশের চিঠি ওই তিন চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। এই নির্দেশের বিষয়ে অভিজিৎ চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "কাউন্সিলের এই সিদ্ধান্তে আমরা প্রচন্ডভাবে ক্ষুব্ধ। একদম সন্তুষ্ট নই।" Conclusion:একই সঙ্গে তিনি বলেন, "আড়াই বছর ধরে শুনানির পরে, চিকিৎসকদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ থাকার পরেও এই রায় দেওয়া হবে, তা আমরা ভাবতে পারিনি। এটা একটা সান্ত্বনা পুরস্কার দেওয়ার মতো। এর ফলে অপরাধ আরও বাড়বে।" তাঁদের পদক্ষেপের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "এই নির্দেশ রিভিউ করার জন্য আমরা আবেদন জানাব। রিভিউ করা হলে শাস্তির মেয়াদ বাড়বে ছাড়া কমবে না। এই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখা করব।" অভিযুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধে চার্জ গঠন না করা এবং তিন চিকিৎসকের বিরুদ্ধে তিন মাসের শাস্তির নির্দেশ সন্দেহজনক বলেও মন্তব্য করেন তিনি।
_______


ছবি:
wb_kol_01a_wbmc_docs_pic_7203421
থেকে
wb_kol_01c_wbmc_docs_pic_7203421
অর্ডারের কপির ছবি

wb_kol_01d_wbmc_docs_pic_7203421
মৃত শিশুর ছবি




ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.