ETV Bharat / state

Mamata Visits Chennai: লোকসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি, চেন্নাই যাওয়ার আগে বললেন মমতা - লোকসভা নির্বাচন 2024

লোকসভা ভোটে (2024 Lok Sabha polls) গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি ৷ চেন্নাই (Mamata Visits Chennai) যাওয়ার আগে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

Regional parties will play important role in 2024 Lok Sabha polls, Mamata Banerjee says before leaving for Chennai
লোকসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি, চেন্নাই যাওয়ার আগে বললেন মমতা
author img

By

Published : Nov 2, 2022, 3:01 PM IST

কলকাতা, 2 নভেম্বর: 2024-এর লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha polls) গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি (Regional parties)। চেন্নাই (Mamata Visits Chennai) যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে এ কথাই বলে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, এ দিনের বৈঠক সৌজন্য বৈঠক ৷ এখানে রাজনীতির কোনও আলাদা করে বিষয় নেই । তবে দুজন রাজনৈতিক ব্যক্তি যখন মুখোমুখি হন, তখন রাজনৈতিক আলোচনা হবে না এ কথাও বলা যায় না ।

এখনও পর্যন্ত যা খবর, এই সফরে ডিএমকে সুপ্রিমো স্তালিনের সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী । যদিও এই বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে দু'পক্ষের তরফ থেকে আগেভাগে তেমন কিছু আভাস পাওয়া যায়নি । তবে, দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে কোনও রাজনৈতিক আলোচনা হবে না, এই সম্ভাবনা ক্ষীণ । স্বভাবতই, স্তালিন-মমতা সাক্ষাৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ।

আরও পড়ুন: চেন্নাই সফরে মুখ্যমন্ত্রী, মমতা-স্তালিন সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা

অতীতেও পূর্ব ও দক্ষিণের দু'টি অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের আলোচনায় জাতীয় স্তরে আঞ্চলিক দলগুলির জোট প্রসঙ্গের কথা উঠে এসেছে । রাষ্ট্রপতি নির্বাচনের আগেও মমতা ও স্তালিনের মধ্যে কথা হয়েছিল । প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে আগেই 'আঞ্চলিক জোটের' ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেছিলেন, "আমি চাই 2024-এর মধ্যে দেশের সব আঞ্চলিক দল ঐক্যবদ্ধ হোক, লড়াই করুক এবং বিজেপিকে পরাজিত করুক ।"

কলকাতা, 2 নভেম্বর: 2024-এর লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha polls) গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি (Regional parties)। চেন্নাই (Mamata Visits Chennai) যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে এ কথাই বলে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, এ দিনের বৈঠক সৌজন্য বৈঠক ৷ এখানে রাজনীতির কোনও আলাদা করে বিষয় নেই । তবে দুজন রাজনৈতিক ব্যক্তি যখন মুখোমুখি হন, তখন রাজনৈতিক আলোচনা হবে না এ কথাও বলা যায় না ।

এখনও পর্যন্ত যা খবর, এই সফরে ডিএমকে সুপ্রিমো স্তালিনের সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী । যদিও এই বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে দু'পক্ষের তরফ থেকে আগেভাগে তেমন কিছু আভাস পাওয়া যায়নি । তবে, দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে কোনও রাজনৈতিক আলোচনা হবে না, এই সম্ভাবনা ক্ষীণ । স্বভাবতই, স্তালিন-মমতা সাক্ষাৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ।

আরও পড়ুন: চেন্নাই সফরে মুখ্যমন্ত্রী, মমতা-স্তালিন সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা

অতীতেও পূর্ব ও দক্ষিণের দু'টি অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের আলোচনায় জাতীয় স্তরে আঞ্চলিক দলগুলির জোট প্রসঙ্গের কথা উঠে এসেছে । রাষ্ট্রপতি নির্বাচনের আগেও মমতা ও স্তালিনের মধ্যে কথা হয়েছিল । প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে আগেই 'আঞ্চলিক জোটের' ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেছিলেন, "আমি চাই 2024-এর মধ্যে দেশের সব আঞ্চলিক দল ঐক্যবদ্ধ হোক, লড়াই করুক এবং বিজেপিকে পরাজিত করুক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.