ছ'টি আসনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপক নিয়োগ । আবেদনের শেষ তারিখ 22 জুলাই ।
আসন সংখ্যা :
আইন বিভাগে মোট 6টি শূন্যপদ । অ্যাসিট্যান্ট প্রফেসর পদে চারজনকে নিয়োগ করা হবে । এদের মধ্যে SC, ST, OBC-A কোটায় একজন করে এবং OBC-B কোটায় একজনকে নিয়োগ করা হবে । অ্যাসোসিয়েট প্রফেসর পদে SC কোটায় একজন ও প্রফেসর পদে SC ও ST কোটায় একজন করে নিয়োগ করা হবে ।
বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ও বেতন UGC-র গাইডলাই অনুযায়ী নির্ধারিত । বিশদে জানতে www.caluniv.ac.in ওয়েবসাইটে চোখ রাখুন ।
অ্যাপ্লিকেশন ফি :
SC ও ST প্রার্থীদের কাছ থেকে কোনও অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে না । OBC(A) ও OBC (B)-র জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফি । কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে । মোট সাতটি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে একটি ব্যাঙ্ক চালান জুড়তে হবে এবং তা নির্ধারিত সময়ে জমা দিতে হবে । আরও তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইট বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ুন ।
আবেদন করার প্রক্রিয়া :
আগ্রহী প্রার্থীরা www.caluniv.ac.in -এর মাধ্যমে আবেদন জানাতে পারেন । 22 জুলাই আবেদন করার শেষদিন । অনলাইনে আবেদন করলে একটি রেজিস্ট্রেশন / অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখা যাবে কম্পিউটারের পর্দায় । সেটির প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে । সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র তথা API (অ্যাকাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটর) ও প্রয়োজনীয় সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জুড়তে হবে ।
রাজ্য সরকারের নিয়মানুযায়ী বয়সে ছাড়, নম্বর ও অন্যান্য বিষয়ে সুবিধা দেওয়া হবে ।
গুরুত্বপূর্ণ তারিখ :
22 জুন থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ।
আবেদনের শেষ তারিখ 22 জুলাই ।
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, আরও বিস্তারিত জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।