অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট, সুপারভাইজ়ার ও অ্যাসিস্ট্যান্ট পদের মোট 49টি শূন্যপদে নিয়োগ করতে চলছে ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন(WBCSC) । যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা WBCSC-র অফিশিয়াল ওয়েবসাইট http://www.webcsc.org-এ আবেদন করতে পারবেন । প্রার্থীর বয়স 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলেই আবেদন করতে পারবেন । তবে SC/ST/OBC এর ক্ষেত্রে পাঁচ বছর ছাড় রয়েছে । আবেদন ফি 650 টাকা । SC/ST -এর ক্ষেত্রে 250 টাকা ।
1. গ্রেড-II
শূন্যপদ : 2টি(SC-01, ST-01)
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটারে ন্যূনতম জ্ঞানসহ যেকোন বিষয়ে স্নাতক ।
বেতনকাঠামো : 62,042 টাকা প্রতি মাসে ।
2. গ্রেড-II
শূন্যপদ : 1টি(ST-01)
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটারে ন্যূনতম জ্ঞানসহ B.Com. ।
বেতনকাঠামো : 46,672 টাকা প্রতি মাসে ।
3. অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-III
শূন্যপদ : 2টি(অসংরক্ষিত)
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটারে ন্যূনতম জ্ঞানসহ B.Com. ।
বেতনকাঠামো : 21,842 টাকা প্রতি মাসে ।
4. অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট
শূন্যপদ : 2টি(অসংরক্ষিত)
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটারে ন্যূনতম জ্ঞানসহ B.Com. ।
বেতনকাঠামো : 16,120 টাকা প্রতি মাসে ।
5. অ্যাসিস্ট্যান্ট/সুপারভাইজ়ার/ক্যাশিয়ার গ্রেড-III
শূন্যপদ : 10টি(অসংরক্ষিত-05,OBC-02, SC-02, ST-01)
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটারে ন্যূনতম জ্ঞানসহ B.Com. ।
বেতনকাঠামো : 16,120 টাকা প্রতি মাসে ।
6. গ্রেড-III
শূন্যপদ : 15টি(OBC-05, SC-09, ST-01)
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটারে ন্যূনতম জ্ঞানসহ যেকোন বিষয়ে স্নাতক ।
বেতনকাঠামো : 23,256 টাকা প্রতি মাসে ।
7. সেল-কাম-জেনারেল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ : 3টি(অসংরক্ষিত-02,SC-01)
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটারে ন্যূনতম জ্ঞানসহ যেকোন বিষয়ে স্নাতক ।
বেতনকাঠামো : 18,241 টাকা প্রতি মাসে ।
8. গ্রেড-III
শূন্যপদ : 11টি(অসংরক্ষিত)
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটারে ন্যূনতম জ্ঞানসহ যেকোন বিষয়ে স্নাতক । সঙ্গে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে নেপালি ভাষা থাকতে হবে ।
বেতনকাঠামো : 28,701 টাকা প্রতি মাসে ।
9. ফিল্ড অফিসার
শূন্যপদ : 1টি(অসংরক্ষিত)
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটারে ন্যূনতম জ্ঞানসহ উচ্চমাধ্যমিক পাশ ।
বেতনকাঠামো : 11,065 টাকা প্রতি মাসে ।
10. অফিস অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ : 1টি(অসংরক্ষিত)
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটারে ন্যূনতম জ্ঞানসহ মাধ্যমিক পাশ ।
বেতনকাঠামো : 19,500 টাকা প্রতি মাসে ।
11. অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ C পোস্ট
শূন্যপদ : 1টি(অসংরক্ষিত)
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটারে ন্যূনতম জ্ঞানসহ মাধ্যমিক পাশ ।
বেতনকাঠামো : 19,500 টাকা প্রতি মাসে ।
অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে । পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় WBCSC-র অফিশিয়াল ওয়েবসাইট http://www.webcsc.org-এ জানিয়ে দেওয়া হবে । আবেদনের শেষ তারিখ 28 ডিসেম্বর ।
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।