অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, স্টেনো, অ্যাসিস্ট্যান্ট এবং ম্যানেজার পদে লোক নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন । 128টি শূন্যপদের জন্য নিয়োগ হবে । পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের আওতায় নিয়োগ করা হবে । যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.mscwb.org -এ আবেদন করতে পারবেন ।
1. ডেপুটি জেনেরাল ম্যানেজার (ফাইন্যান্স)
শূন্যপদ : 3টি(অসংরক্ষিত-1টি, SC-1টি, ST-1টি)
শিক্ষাগত যোগ্যতা : i)ন্যূনতম 55 শতাংশ নম্বর নিয়ে সাম্মানিক স্নাতক/বি.ই./বি.টেক করে থাকতে হবে ।
ii) চার্টার্ড/কস্ট অ্যাকাউন্ট্যান্ট অথবা MBA(ফাইন্যান্স)/PGDBM(ফাইন্যান্স) ।
অভিজ্ঞতা : ওই পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 01.01.2020-র মধ্যে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর ।
2. ডেপুটি জেনেরাল ম্যানেজার
শূন্যপদ : 2টি(SC-1টি, ST-1টি)
শিক্ষাগত যোগ্যতা : i) ন্যূনতম 55 শতাংশ নম্বর নিয়ে সাম্মানিক স্নাতক/বি.ই./বি.টেক করে থাকতে হবে ।
ii) MBA/PGDBM ।
অভিজ্ঞতা : ম্যানেজার পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 01.01.2020 এর মধ্যে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর ।
3. অ্যাসিস্ট্যান্ট জেনেরেল ম্যানেজার
শূন্যপদ : 6টি(অসংরক্ষিত-3টি, OBC-1টি, SC-1টি, ST-1টি)
শিক্ষাগত যোগ্যতা : i) ন্যূনতম 50 শতাংশ নম্বর নিয়ে সাম্মানিক স্নাতক/বি.ই./বি.টেক করে থাকতে হবে ।
ii) MBA/PGDBM ।
অভিজ্ঞতা : ম্যানেজার পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 01.01.2020-র মধ্যে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর ।
4. ডিস্ট্রিক্ট ম্যানেজার
শূন্যপদ : 12টি(অসংরক্ষিত-6টি, OBC-2টি, SC-3টি, ST-1টি)
শিক্ষাগত যোগ্যতা : i) ন্যূনতম 50 শতাংশ নম্বর নিয়ে সাম্মানিক স্নাতক/বি.ই./বি.টেক করে থাকতে হবে ।
ii) MBA/PGDBM ।
অভিজ্ঞতা : ম্যানেজার পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 01.01.2020-র মধ্যে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর ।
5. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
শূন্যপদ : 2টি(SC-1টি, ST-1টি)
শিক্ষাগত যোগ্যতা : i) ন্যূনতম 55 শতাংশ নম্বর নিয়ে সাম্মানিক স্নাতক অথবা 50 শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর করে থাকতে হবে ।
ii) কম্পিউটারে ন্যূনতম জ্ঞান থাকতে হবে ।
অভিজ্ঞতা : ন্যূনতম দুবছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 01.01.2020-র মধ্যে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর ।
6. প্রোকিওরমেন্ট অফিসার
শূন্যপদ : 13টি(অসংরক্ষিত-6টি, OBC-2টি, SC-4টি, ST-1টি)
শিক্ষাগত যোগ্যতা : i) ন্যূনতম 55 শতাংশ নম্বর নিয়ে সাম্মানিক স্নাতক অথবা 50 শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর করে থাকতে হবে ।
ii) কম্পিউটারে ন্যূনতম জ্ঞান থাকতে হবে ।
অভিজ্ঞতা : ন্যূনতম দুবছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 01.01.2020-র মধ্যে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর ।
7. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(ফাইন্যান্স)
শূন্যপদ : 13টি(অসংরক্ষিত-6টি, OBC-2টি, SC-4টি, ST-1টি)
শিক্ষাগত যোগ্যতা : i) ন্যূনতম 55 শতাংশ নম্বর নিয়ে বাণিজ্যে সাম্মানিক স্নাতক অথবা 50 শতাংশ নম্বরসহ বাণিজ্যে স্নাতকোত্তর করে থাকতে হবে ।
ii) কম্পিউটারে ন্যূনতম জ্ঞান(ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং) থাকতে হবে ।
অভিজ্ঞতা : অ্যাকাউন্টিংয়ের কাজে দু'বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 01.01.2020 -র মধ্যে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর ।
8. অ্যাকাউন্টস অফিসার অ্যান্ড DDO
শূন্যপদ : 9টি(অসংরক্ষিত-4টি, OBC-2টি, SC-2টি, ST-1টি)
শিক্ষাগত যোগ্যতা : i) ন্যূনতম 55 শতাংশ নম্বর নিয়ে বাণিজ্যে সাম্মানিক স্নাতক অথবা 50 শতাংশ নম্বরসহ বাণিজ্যে স্নাতকোত্তর করে থাকতে হবে ।
ii) কম্পিউটারে ন্যূনতম জ্ঞান(ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং) থাকতে হবে ।
অভিজ্ঞতা : অ্যাকাউন্টিংয়ের কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 01.01.2020-র মধ্যে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর ।
9. কমার্সিয়াল ইন্সপেক্টর
শূন্যপদ : 28টি(অসংরক্ষিত-14টি, OBC-5টি, SC-7টি, ST-1টি)
শিক্ষাগত যোগ্যতা : i) ন্যূনতম 50 শতাংশ নম্বর নিয়ে সাম্মানিক স্নাতক ।
ii) কম্পিউটারে ন্যূনতম জ্ঞান থাকতে হবে ।
অভিজ্ঞতা : দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 01.01.2020 এর মধ্যে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর ।
10. স্টেনোগ্রাফার
শূন্যপদ : 4টি(অসংরক্ষিত-2টি, SC-1টি, ST-1টি)
শিক্ষাগত যোগ্যতা : i) ন্যূনতম 50 শতাংশ নম্বর নিয়ে ইংরেজিতে সাম্মানিক স্নাতক থাকতে হবে ।
ii) কম্পিউটারে ন্যূনতম জ্ঞান থাকতে হবে ।
অভিজ্ঞতা : দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 01.01.2020-র মধ্যে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর ।
11. অডিটর :
শূন্যপদ - 5টি ( অসংরক্ষিত - 2টি, OBC- 1টি, SC- 1টি, ST-1টি )
শিক্ষাগত যোগ্যতা - i) সাম্মানিকের সঙ্গে বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে । ন্যূনতম 50 শতাংশ নম্বর থাকতে হবে ।
ii ) কম্পিউটারে ন্যূনতম জ্ঞান( ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং) থাকতে হবে ।
অভিজ্ঞতা : অডিটিংয়ের কাজে দু'বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 01.01.2020-র মধ্যে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর ।
12. ল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - 1টি (অসংরক্ষিত)
শিক্ষাগত যোগ্যতা - i) ন্যূনতম 50 শতাংশ নম্বর নিয়ে আইন বিষয়ে সাম্মানিক স্নাতক ।
ii ) কম্পিউটারে ন্যূনতম জ্ঞান( ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং) থাকতে হবে ।
অভিজ্ঞতা : দু'বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 01.01.2020-র মধ্যে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর ।
13. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
শূন্যপদ - 1টি (SC)
শিক্ষাগত যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ।
অভিজ্ঞতা : তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 01.01.2020-র মধ্যে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর ।
14. সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
শূন্যপদ - 1টি (SC)
শিক্ষাগত যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ।
অভিজ্ঞতা : তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 01.01.2020-র মধ্যে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর ।
15. সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - 1টি (অসংরক্ষিত)
শিক্ষাগত যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ।
অভিজ্ঞতা : তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 01.01.2020-র মধ্যে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর ।
16. অ্যাসিস্ট্যান্ট গ্রেড-II
শূন্যপদ - 32টি (অসংরক্ষিত-17টি, OBC- 6টি, SC- 7টি, ST-2টি )
শিক্ষাগত যোগ্যতা - i) 55 শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ ।
ii) স্নাতক ।
iii) কম্পিউটারে ন্যূনতম জ্ঞান থাকতে হবে ।
বয়সসীমা : 01.01.2020-র মধ্যে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর ।
17. ক্যাশিয়ার
শূন্যপদ - 2টি (অসংরক্ষিত-1টি, SC- 1টি )
শিক্ষাগত যোগ্যতা - i) 50 শতাংশ নম্বর নিয়ে বাণিজ্যে স্নাতক হতে হবে ।
ii) কম্পিউটারে ন্যূনতম জ্ঞান থাকতে হবে ।
অভিজ্ঞতা : এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 01.01.2020-র মধ্যে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর ।
আবেদন ফি : 220 টাকা(SC/ST/PH প্রার্থীদের জন্য 70 টাকা )
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদনের শেষ তারিখ : 04.12.2020
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।