কলকাতা, 24 অক্টোবর: সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি বলে দিচ্ছে ঘূর্ণিঝড় আসছে। তাছাড়া আজ কালীপুজো। বাজাদরেও কিছুটা পরিবর্তন দেখা গিয়েছে । দাম কমেছে বেশির ভাগ সবজির । তবে মাছ ও মাংসের দামে বদল হয়নি খুব একটা (kolkata Market Price)।
কাঁচা সবজি
• জ্যোতি আলু: ২৮ টাকা কিলো
• চন্দ্রমুখি আলু: ৪০ টাকা কিলো
• আদা: প্রতি কিলো ১০০ টাকা
• রসুন: প্রতি কিলো ৯০ টাকা
• পেঁয়াজ: প্রতি কিলো ২৪ টাকা
• উচ্ছে: প্রতি কিলো ৫০ টাকা
• কলা: প্রতি পিস ৭- ৮ টাকা
• বেগুন: ৫০ টাকা কিলো
• পটল: প্রতি কিলো ৩০ টাকা
• মাচা পটল: ৬০ টাকা
• পাকা পটল: ১০০ টাকা কিলো
• কুদরি: প্রতি কিলো ৩৫ টাকা
• গাঁটি কচু: প্ৰতি কিলো ৫০ টাকা
• লালবিট: ৩০ টাকা কিলো
• কাঁকরোল: প্রতি কিলো ৫০ টাকা
• ঝিঙ্গা: প্রতি কিলো ৬০ টাকা
• ঢেঁড়স: প্রতি কিলো ৫০ টাকা
• কুমড়ো: প্রতি কিলো ৪০ টাকা
• লাউ: প্রতি পিস ৪০ টাকা
• টমেটো: প্রতি কিলো ৮০ টাকা
• পেঁপে: প্রতি কিলো ১৫ টাকা
• চিচিঙ্গা: প্রতি কিলো ৪০ টাকা
• ওল: প্রতি কিলো ৪০ টাকা
• শসা: প্রতি কিলো ৭০ টাকা
• বাঁধাকপি: প্রতি কিলো ৪০ টাকা
• ফুলকপি: প্রতি কিলো ৪০ টাকা
• বরবটি: প্রতি কিলো ৬০ টাকা
• শিম: প্রতি কিলো ১০০ টাকা
• বিন: প্রতি কিলো ১০০ টাকা
• গাজর: প্রতি কিলো ৯০ টাকা
• মুলো: প্রতি কিলো ৩০ টাকা
• ক্যাপসিকাম: প্রতি কিলো ১৭০ টাকা
• সজনে ডাটা: প্রতি কিলো ১০০ টাকা
• কাঁচা লংকা: প্রতি কিলো ১০০ টাকা
• পাতি লেবু: ৩-৫ টাকা পিস
• লোটে শাক: ৫ আঁটি
• কলমি শাক: ৫ আঁটি
• কুলেখাঁড়া: ৫ আঁটি
• পুঁই শাক: ৮-১২ টাকা কিলো
আরও পড়ুন: বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, সিত্রাংয়ের জেরে মাটি হতে পারে আলোর উৎসব
মাছ
• রুই: ১৮০-২৫০ টাকা কিলো
• কাতলা: ২৫০-৪৫০ টাকা কিলো
• ভেটকি: ৩৫০-৪৪০ টাকা কিলো
• ইলিশ: ৫০০-১৩০০ টাকা কিলো
• তেলাপিয়া: ১০০-১৫০ টাকা কিলো
• বাটা: ১২০-১৫০ টাকা কিলো
• ভোলা: ১২০-২০০ টাকা কিলো
• ট্যাংরা: ৩৫০-৪২০ টাকা কিলো
• মৌরালা: ২২০-২৮০ টাকা কিলো
• পাবদা: ৩৮০-৭২০ টাকা কিলো
• পমফ্রেট: ৩৭০-৬০০ টাকা কিলো
• পার্শে: ৩৫০-৪০০ টাকা কিলো
• গলদা চিংড়ি: ৬০০-৭৫০ টাকা কিলো
• বাগদা চিংড়ি: ২০০-৪০০ টাকা কিলো
ডিম
• পোল্ট্রি: ১১ টাকা জোড়া
• দেশি মুরগি: ১৬-১৭ টাকা জোড়া
• হাঁস:১৮-২০ টাকা জোড়া
মাংস
• পোল্ট্রি: কাটা ২০০ টাকা কিলো
• পোল্ট্রি: গোটা ১৪০ টাকা কিলো
• ব্রয়লার: কাটা ১৬০ টাকা কিলো
• ব্রয়লার: গোটা ১৬০ টাকা কিলো
• ছাগল: ৭৮০ টাকা কিলো