ETV Bharat / state

By-Election : উপনির্বাচনকে স্বাগত তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের, সতর্ক প্রতিক্রিয়া বিজেপির - by election

অক্টোবরের 3 তারিখে ফল ঘোষণা হবে ৷ তাই উপনির্বাচনে ভবানীপুর আসন থেকে জিতলেই নিজের মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখতে কোনও বাধা থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

By-Election
By-Election
author img

By

Published : Sep 4, 2021, 3:08 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর : অবশেষে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থেকে কাজ চালিয়ে যাওয়ার জন্য 5 নভেম্বর পর্যন্ত সময় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ৷ যেহেতু অক্টোবরের 3 তারিখে ফল ঘোষণা হবে তাই উপনির্বাচনে ভবানীপুর আসন থেকে জিতলেই নিজের মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখতে কোনও বাধা থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

স্বভাবতই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে খুশি তৃণমূল কংগ্রেস । এই বিষয়ে ইটিভি ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তৃণমূল কংগ্রেস মুখপাত্র এবং বিধায়ক তাপস রায় বলেন, "ভোটটা গণতান্ত্রিক নিয়মে হওয়ারই ছিল । বরং নির্বাচন কমিশন কিছুটা সময় নিল । দেরিতে হলেও উৎসবের মরসুমের আগে ভোট সম্পন্ন করার জন্য ধন্যবাদ কমিশনকে দিতেই হবে । আর আমরা সারা বছর ভোটের জন্য প্রস্তুত থাকি । তাই এই ঘোষণায় নির্দিষ্ট দিনে ভোট করতে কোনও অসুবিধা হবে না ৷’’

নির্বাচন কমিশনের এই ঘোষণায় খুশি কংগ্রেস এবং সিপিআই (এম) নেতৃত্বও । কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার বললেন "ভোটের ঘোষণাকে স্বাগত জানাচ্ছি । উপনির্বাচন হলেও ভোট যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় তা সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকেই ৷" সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেবের মতে, 6 মাসের মধ্যেই উপনির্বাচন সম্পন্ন করতে হবে ৷ এটাই সাংবিধানিক ট্রাডিশন । তাঁর কথায়, "অন্যায়ভাবে নির্বাচন আটকানোর চেষ্টা করছিল । এটা ঠিক হচ্ছিল না । এখন করোনা প্রোটোকল মেনে অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন হোক, এটাই কামনা করি ৷"

আরও পড়ুন : By-Election : 30 সেপ্টেম্বর ভোট ভবানীপুরে, গণনা 3 অক্টোবর

সিপিআই(এম)-এর আরও এক কেন্দ্রীয় কমিটির সদস্য এবং প্রাক্তন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘যদিও সময়মতো উপনির্বাচন হচ্ছে বলে এটা খুশির কথা । তবে এবার আশা করব, যেন রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের পৌরসভাগুলির ভোটগ্রহণ করানোর জন্য উদ্যোগী হয় ৷"

কংগ্রেস, সিপিএম স্বাগত জানালেও এই উপনির্বাচনের দিন ঘোষণা নিয়ে সতর্ক রাজ্য বিজেপি ৷ রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের কথায়, "এই সিদ্ধান্ত নিশ্চয় ভাবনা চিন্তা করেই নির্বাচন কমিশন নিয়েছে । তাই আমরা এই সিদ্ধান্তকে শিরোধার্য করছি এবং সম্মানের সঙ্গে গ্রহণ করছি । আমাদের দল সম্পূর্ণভাবে প্রস্তুত আছে । আশা করব করোনাবিধি মেনে যেন হিংসাবিহীন একটা নির্বাচন হয় ।"

কলকাতা, 4 সেপ্টেম্বর : অবশেষে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থেকে কাজ চালিয়ে যাওয়ার জন্য 5 নভেম্বর পর্যন্ত সময় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ৷ যেহেতু অক্টোবরের 3 তারিখে ফল ঘোষণা হবে তাই উপনির্বাচনে ভবানীপুর আসন থেকে জিতলেই নিজের মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখতে কোনও বাধা থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

স্বভাবতই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে খুশি তৃণমূল কংগ্রেস । এই বিষয়ে ইটিভি ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তৃণমূল কংগ্রেস মুখপাত্র এবং বিধায়ক তাপস রায় বলেন, "ভোটটা গণতান্ত্রিক নিয়মে হওয়ারই ছিল । বরং নির্বাচন কমিশন কিছুটা সময় নিল । দেরিতে হলেও উৎসবের মরসুমের আগে ভোট সম্পন্ন করার জন্য ধন্যবাদ কমিশনকে দিতেই হবে । আর আমরা সারা বছর ভোটের জন্য প্রস্তুত থাকি । তাই এই ঘোষণায় নির্দিষ্ট দিনে ভোট করতে কোনও অসুবিধা হবে না ৷’’

নির্বাচন কমিশনের এই ঘোষণায় খুশি কংগ্রেস এবং সিপিআই (এম) নেতৃত্বও । কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার বললেন "ভোটের ঘোষণাকে স্বাগত জানাচ্ছি । উপনির্বাচন হলেও ভোট যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় তা সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকেই ৷" সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেবের মতে, 6 মাসের মধ্যেই উপনির্বাচন সম্পন্ন করতে হবে ৷ এটাই সাংবিধানিক ট্রাডিশন । তাঁর কথায়, "অন্যায়ভাবে নির্বাচন আটকানোর চেষ্টা করছিল । এটা ঠিক হচ্ছিল না । এখন করোনা প্রোটোকল মেনে অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন হোক, এটাই কামনা করি ৷"

আরও পড়ুন : By-Election : 30 সেপ্টেম্বর ভোট ভবানীপুরে, গণনা 3 অক্টোবর

সিপিআই(এম)-এর আরও এক কেন্দ্রীয় কমিটির সদস্য এবং প্রাক্তন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘যদিও সময়মতো উপনির্বাচন হচ্ছে বলে এটা খুশির কথা । তবে এবার আশা করব, যেন রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের পৌরসভাগুলির ভোটগ্রহণ করানোর জন্য উদ্যোগী হয় ৷"

কংগ্রেস, সিপিএম স্বাগত জানালেও এই উপনির্বাচনের দিন ঘোষণা নিয়ে সতর্ক রাজ্য বিজেপি ৷ রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের কথায়, "এই সিদ্ধান্ত নিশ্চয় ভাবনা চিন্তা করেই নির্বাচন কমিশন নিয়েছে । তাই আমরা এই সিদ্ধান্তকে শিরোধার্য করছি এবং সম্মানের সঙ্গে গ্রহণ করছি । আমাদের দল সম্পূর্ণভাবে প্রস্তুত আছে । আশা করব করোনাবিধি মেনে যেন হিংসাবিহীন একটা নির্বাচন হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.