ETV Bharat / state

দু'বেলাই খোলা থাকবে রেশন দোকান , জারি নির্দেশিকা - ration shop will be open day and night, kolkata

সকাল 8 টা থেকে বেলা 12 টা পর্যন্ত । আবার দু'ঘণ্টা বিরতির পর দুপুর 2টো থেকে রাত 8 টা পর্যন্ত রেশন দোকান খোলা থাকবে ।

ration shop will be open day and night, kolkata
রেশন দুর্নীতি রুখতে দু'বেলাই খোলা থাকবে দোকান , জারি হল নির্দেশিকা
author img

By

Published : Apr 23, 2020, 6:39 PM IST

কলকাতা, 23 এপ্রিল : অনেকে ঠিকমতো রেশন সামগ্রী পাচ্ছেন না । অনেক জায়গায় পরিমাণের থেকে কম দেওয়া হচ্ছে । প্রতিদিনই এই অভিযোগ উঠছে । তার উপর মাত্র কয়েক ঘণ্টা খোলা থাকায় রেশন দোকানের সামনে ভিড়ও হচ্ছে । এবার যাতে আরও বেশি মানুষ সামাজিক দূরত্ব মেনে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারেন, তাই দু'বেলাই রেশন দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আজ খাদ্যদপ্তরের নবনিযুক্ত সচিব পারভেজ সিদ্দিকি রেশন দোকানের খোলা রাখার সময় নিয়ে একটি নির্দেশিকা জারি করেছেন । সেখানে বলা হয়েছে, 24 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত প্রতিদিন রেশন দোকান খোলা থাকবে দু'বেলা । সকাল 8 টা থেকে 12 টা পর্যন্ত খোলা থাকবে দোকান । আবার দু'ঘণ্টা বিরতির পর দুপুর 2টো থেকে রাত 8 টা পর্যন্ত দোকান খোলা থাকবে । তবে 25 মে ইদ-উল-ফিতর উপলক্ষ্যে রেশন দোকান বন্ধ থাকবে । তবে জেলাশাসক এবং কলকাতা পৌরনিগমের কমিশনার স্থানীয় সুবিধা-অসুবিধা দেখে এই সময় পরিবর্তন করতে পারবেন ।

ration shop will be open day and night, kolkata
রেশন দুর্নীতি রুখতে দু'বেলাই খোলা থাকবে দোকান , জারি হল নির্দেশিকা

আগে যাঁরা 2 টাকা কেজি দরে চাল পেতেন তাঁরা সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে মাথাপিছু 5 কেজি করে চাল পাবেন ৷ একথা আগেই ঘোষণা করা হয়েছিল ৷ খাদ্যদপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল, আগে থেকেই রেশন সামগ্রী প্যাকেট করা থাকবে । সেই নির্দেশিকা অবশ্য খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, এতে দুর্নীতি হতে পারে ।

কলকাতা, 23 এপ্রিল : অনেকে ঠিকমতো রেশন সামগ্রী পাচ্ছেন না । অনেক জায়গায় পরিমাণের থেকে কম দেওয়া হচ্ছে । প্রতিদিনই এই অভিযোগ উঠছে । তার উপর মাত্র কয়েক ঘণ্টা খোলা থাকায় রেশন দোকানের সামনে ভিড়ও হচ্ছে । এবার যাতে আরও বেশি মানুষ সামাজিক দূরত্ব মেনে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারেন, তাই দু'বেলাই রেশন দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আজ খাদ্যদপ্তরের নবনিযুক্ত সচিব পারভেজ সিদ্দিকি রেশন দোকানের খোলা রাখার সময় নিয়ে একটি নির্দেশিকা জারি করেছেন । সেখানে বলা হয়েছে, 24 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত প্রতিদিন রেশন দোকান খোলা থাকবে দু'বেলা । সকাল 8 টা থেকে 12 টা পর্যন্ত খোলা থাকবে দোকান । আবার দু'ঘণ্টা বিরতির পর দুপুর 2টো থেকে রাত 8 টা পর্যন্ত দোকান খোলা থাকবে । তবে 25 মে ইদ-উল-ফিতর উপলক্ষ্যে রেশন দোকান বন্ধ থাকবে । তবে জেলাশাসক এবং কলকাতা পৌরনিগমের কমিশনার স্থানীয় সুবিধা-অসুবিধা দেখে এই সময় পরিবর্তন করতে পারবেন ।

ration shop will be open day and night, kolkata
রেশন দুর্নীতি রুখতে দু'বেলাই খোলা থাকবে দোকান , জারি হল নির্দেশিকা

আগে যাঁরা 2 টাকা কেজি দরে চাল পেতেন তাঁরা সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে মাথাপিছু 5 কেজি করে চাল পাবেন ৷ একথা আগেই ঘোষণা করা হয়েছিল ৷ খাদ্যদপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল, আগে থেকেই রেশন সামগ্রী প্যাকেট করা থাকবে । সেই নির্দেশিকা অবশ্য খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, এতে দুর্নীতি হতে পারে ।

For All Latest Updates

TAGGED:

ration shop
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.