ETV Bharat / state

রাজ্যে কোরোনা আক্রান্তের হার নিম্নগামী, মন্তব্য স্বরাষ্ট্র সচিবের - covid 19

পশ্চিমবঙ্গে সাতদিন আগে কোরোনা আক্রান্তের হার ছিল 4.69 শতাংশ ৷ বর্তমানে তা কমে হয়েছে 3.33 শতাংশ ৷ নতুন করে গত 24 ঘণ্টায় 115 জন কোরোনা আক্রান্তের হদিস পাওয়া গেছে ৷

image
নবান্ন
author img

By

Published : May 16, 2020, 5:43 PM IST

কলকাতা, 16 মে : দেশজুড়ে হু হু করে বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা 85 হাজার ছাড়িয়েছে ৷ তবে পশ্চিমবঙ্গে সংক্রমণের হারে কিছুটা হ্রাস পেয়েছে ৷ এমনই আশার বাণী শোনালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷

সাত দিন আগে রাজ্যে কোরোনা আক্রান্তের হার ছিল 4.69 শতাংশ ৷ বর্তমানে তা কমে হয়েছে 3.33 শতাংশ ৷ নতুন করে গত 24 ঘণ্টায় 115 জন কোরোনা আক্রান্তের হদিস পাওয়া গেছে ৷ আজ আলাপনবাবু আরও জানান গত 24 ঘণ্টায় 63 জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৷ মৃত্যু হয়েছে 7 জনের ৷ অর্থাৎ রাজ্যে চিকিৎসার পর কোরোনা মুক্ত হয়েছেন ৮৯২ জন । বর্তমানে রাজ্যে অ্যাকটিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 1452 জন ৷

আজ সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব জানান, এখনও পর্যন্ত রাজ্যে মোট 77288 জনের স্যাম্পেল টেস্ট করা হয়েছে ৷ পরিযায়ী শ্রমিকদের কথা বলতে গিয়ে তিনি বলেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে মোট 2 লাখ 92 হাজার 395 জন ঘরে ফেরার জন্য আবেদন করেছেন ৷ রাজ্য সরকার তাদের তালিকা তৈরি করে সংশ্লিস্ট রাজ্যে পাঠিয়েছে ৷ শ্রমিকদের নিয়ে যে 7 টি স্পেশাল ট্রেন রাজ্যে আসার কথা ছিল তার মধ্যে গত কাল দুটি ট্রেন রাজ্যে এসেছে ৷ আজ একটি ও আগামীকাল আরও দুটি ট্রেন আসার কথা ৷

এছাড়া বিদেশে যাঁরা আটকে পড়েছেন তাদের নিয়েও বিশেষ বিমান কলকাতা বিমান বন্দরে নামার অনুমতি দিয়েছে রাজ্য সরকার৷ 18 মে প্রথম বিমান আসছে কলকাতায় ৷ বিমানের সমস্ত যাত্রীদের বাধ্যতামূলকভাবে কোয়ারানটিনে থাকতে হবে ৷ সেক্ষেত্রে বিনামূল্যে সরকারি কোয়ারানটিনের ব্যবস্থা করা হবে ৷ এছাড়া ব্যক্তিগত উদ্যোগেও কোয়ারানটিনে থাকতে পারেন যাত্রীরা ৷

কলকাতা, 16 মে : দেশজুড়ে হু হু করে বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা 85 হাজার ছাড়িয়েছে ৷ তবে পশ্চিমবঙ্গে সংক্রমণের হারে কিছুটা হ্রাস পেয়েছে ৷ এমনই আশার বাণী শোনালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷

সাত দিন আগে রাজ্যে কোরোনা আক্রান্তের হার ছিল 4.69 শতাংশ ৷ বর্তমানে তা কমে হয়েছে 3.33 শতাংশ ৷ নতুন করে গত 24 ঘণ্টায় 115 জন কোরোনা আক্রান্তের হদিস পাওয়া গেছে ৷ আজ আলাপনবাবু আরও জানান গত 24 ঘণ্টায় 63 জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৷ মৃত্যু হয়েছে 7 জনের ৷ অর্থাৎ রাজ্যে চিকিৎসার পর কোরোনা মুক্ত হয়েছেন ৮৯২ জন । বর্তমানে রাজ্যে অ্যাকটিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 1452 জন ৷

আজ সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব জানান, এখনও পর্যন্ত রাজ্যে মোট 77288 জনের স্যাম্পেল টেস্ট করা হয়েছে ৷ পরিযায়ী শ্রমিকদের কথা বলতে গিয়ে তিনি বলেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে মোট 2 লাখ 92 হাজার 395 জন ঘরে ফেরার জন্য আবেদন করেছেন ৷ রাজ্য সরকার তাদের তালিকা তৈরি করে সংশ্লিস্ট রাজ্যে পাঠিয়েছে ৷ শ্রমিকদের নিয়ে যে 7 টি স্পেশাল ট্রেন রাজ্যে আসার কথা ছিল তার মধ্যে গত কাল দুটি ট্রেন রাজ্যে এসেছে ৷ আজ একটি ও আগামীকাল আরও দুটি ট্রেন আসার কথা ৷

এছাড়া বিদেশে যাঁরা আটকে পড়েছেন তাদের নিয়েও বিশেষ বিমান কলকাতা বিমান বন্দরে নামার অনুমতি দিয়েছে রাজ্য সরকার৷ 18 মে প্রথম বিমান আসছে কলকাতায় ৷ বিমানের সমস্ত যাত্রীদের বাধ্যতামূলকভাবে কোয়ারানটিনে থাকতে হবে ৷ সেক্ষেত্রে বিনামূল্যে সরকারি কোয়ারানটিনের ব্যবস্থা করা হবে ৷ এছাড়া ব্যক্তিগত উদ্যোগেও কোয়ারানটিনে থাকতে পারেন যাত্রীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.