কলকাতা, 22 জুন : কলকাতা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন মহিলা সিভিক ভলান্টিয়ার । মহিলার অভিযোগ, তাঁকে বিয়ে করার ও স্থায়ী চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয় । বেহালার মহিলা থানায় দায়ের করা হয়েছে অভিযোগ । তদন্ত শুরু করেছে পুলিশ ।
কর্মসূত্রে টালিগঞ্জের ট্রাফিক গার্ড কনস্টেবল অশোক কুমার মার্জিতের সঙ্গে পরিচয় হয় ওই যুবতির । অভিযোগ, এরপর ওই কনস্টেবল তাঁকে বিয়ের ও স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দেন । প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করে ।
ওই যুবতি বলেন, "চাকরির প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি অশোক আমায় বলেছিল বিয়ে করবে । প্রথমে আমি না বলে দিই । পরে অনেক চাপাচাপির পর রাজি হই । এরপর আমাকে রাজারহাটে নিয়ে গিয়ে ধর্ষণ করে । পরে আমি বিয়ের জন্য চাপ দিলে জানায়, সে বিবাহিত । দুই মেয়ে আছে । তারপরেই আমি থানায় যাই । কিন্তু পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি । আমায় বেহালা মহিলা থানায় যেতে বলা হয় । তারপর আমি সেখানে গিয়ে অভিযোগ দায়ের করি ।"