ETV Bharat / state

Madhyamik Examination 2023: বাজেয়াপ্ত একাধিক মোবাইল, দোষীরা খুব শিগগিরি ধরা পড়বে; জানালেন রামানুজ - রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

এবছরের মাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তোলেন সুকান্ত মজুমদার ৷ তিনি ফাঁস হওয়া পৃষ্ঠাগুলি টুইট করেন ৷ সেই সময় পর্ষদ প্রধান রামানুজ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন এটি অন্তর্ঘাত ৷ ঘটনার তদন্তে শনিবার তিনি মোবাইল ফোন বাজেয়াপ্তের কথা জানালেন (WBBSE President Ramanuj Ganguly over Madhyamik Exam 2023) ৷

Madhyamik
রামানুজ গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Mar 5, 2023, 5:15 PM IST

কলকাতা, 4 মার্চ: মাধ্যমিক পরীক্ষা শেষ ৷ এবছর ইংরেজি পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তোলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ পরীক্ষা চলাকালীন তিনি প্রশ্নপত্রের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তা জানান ৷ এর জবাবে পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, এটি গুপ্ত অন্তর্ঘাত ৷ কিন্তু সামাজিক মাধ্যমে কে প্রথম ইংরেজি প্রশ্নপত্র আপলোড করেছিল ? শনিবার এ বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করলেন পর্ষদ চেয়ারম্যান (Ramanuj Ganguly over Madhyamik English Question Papaer leak) ৷

রামানুজ গঙ্গোপাধ্যায় (WBBSE President Ramanuj Ganguly) এদিন জানান, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সব মিলিয়ে ন'টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এর মধ্যে 7টি মিলেছে মালদা জেলা থেকে ৷ যদিও তিনি স্পষ্ট করে বলেননি, কার কাছ থেকে ফোনগুলি উদ্ধার হয়েছে ৷ আদৌ এই ফোনগুলি থেকেই প্রশ্নপত্র আপলোড করা হয়েছিল কি না ৷ প্রসঙ্গত, 23 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2023) শুরু হয়েছিল এবং শনিবার তা শেষ হয় ৷

24 ফেব্রুয়ারি দুপুর 12টার সময় ইংরেজি পরীক্ষা আরম্ভ হয় ৷ তিনঘণ্টার এই পরীক্ষা শেষ হয় বেলা 3টেয় ৷ জানা গিয়েছে, পরীক্ষা শুরুর দেড় ঘণ্টার মধ্যে 16 পৃষ্ঠার প্রশ্নপত্রের 3টি পৃষ্ঠা হোয়াটসঅ্যাপে আপলোড হয়ে ছড়িয়ে পড়ে ৷ সাংবাদিক বৈঠকে রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, "এই ছেলেখেলার উৎস মালদা ৷ কীভাবে তিনটি পৃষ্ঠা (ইংরেজি প্রশ্নপত্র) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, তা খোঁজার চেষ্টা করছি ৷ কিন্তু আমরা তদন্তকারী সংস্থা নয়, তাই এর বেশি কিছু বলতে পারব না ৷"

  • আজ মাধ্যমিকের ইংরেজি পরিক্ষা। সকল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরিক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে। pic.twitter.com/sVaNqJiJvE

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) February 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সুকান্তর টুইটে মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন ফাঁস নিয়ে জল্পনা, অন্তর্ঘাত বললেন পর্ষদ প্রধান

তিনি জানান, এই তথ্য মালদা জেলা প্রশাসনকে জানানো হয়েছে ৷ সাইবার ক্রাইম দফতর এ বিষয়ে তদন্ত করবে ৷ শনিবারও রামানুজ দাবি করেন, "এটি বিশ্বাসঘাতকতা ৷ এ সব করে কোনও ফল হবে না ৷ খুব কড়া ইলেকট্রনিক নজরদারির বন্দোবস্ত ছিল ৷ এ ধরনের অন্যায় কাজকর্ম খুব শিগগিরি ধরা পড়বে ৷ এরপর ষড়যন্ত্রকারীরা এরকম কিছু করার আগে ভাববে ৷" তিনি আরও জানান, এভাবে পিছন থেকে ছুরি মারলেও পরীক্ষা খুব ভালো ভাবে উতরে গিয়েছে ৷ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় প্রশ্নপত্রের সঙ্গে গ্রাফিক শিট ঠিকমতো দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে ৷ এ প্রসঙ্গে তিনি জানান, বোর্ড এই অভিযোগ খতিয়ে দেখবে ৷ মে মাসে ফলাফল প্রকাশ হবে বলে জানিয়েছেন রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ 6 লক্ষ 98 হাজার 627 জন পরীক্ষায় বসেছেন ৷

কলকাতা, 4 মার্চ: মাধ্যমিক পরীক্ষা শেষ ৷ এবছর ইংরেজি পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তোলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ পরীক্ষা চলাকালীন তিনি প্রশ্নপত্রের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তা জানান ৷ এর জবাবে পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, এটি গুপ্ত অন্তর্ঘাত ৷ কিন্তু সামাজিক মাধ্যমে কে প্রথম ইংরেজি প্রশ্নপত্র আপলোড করেছিল ? শনিবার এ বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করলেন পর্ষদ চেয়ারম্যান (Ramanuj Ganguly over Madhyamik English Question Papaer leak) ৷

রামানুজ গঙ্গোপাধ্যায় (WBBSE President Ramanuj Ganguly) এদিন জানান, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সব মিলিয়ে ন'টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এর মধ্যে 7টি মিলেছে মালদা জেলা থেকে ৷ যদিও তিনি স্পষ্ট করে বলেননি, কার কাছ থেকে ফোনগুলি উদ্ধার হয়েছে ৷ আদৌ এই ফোনগুলি থেকেই প্রশ্নপত্র আপলোড করা হয়েছিল কি না ৷ প্রসঙ্গত, 23 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2023) শুরু হয়েছিল এবং শনিবার তা শেষ হয় ৷

24 ফেব্রুয়ারি দুপুর 12টার সময় ইংরেজি পরীক্ষা আরম্ভ হয় ৷ তিনঘণ্টার এই পরীক্ষা শেষ হয় বেলা 3টেয় ৷ জানা গিয়েছে, পরীক্ষা শুরুর দেড় ঘণ্টার মধ্যে 16 পৃষ্ঠার প্রশ্নপত্রের 3টি পৃষ্ঠা হোয়াটসঅ্যাপে আপলোড হয়ে ছড়িয়ে পড়ে ৷ সাংবাদিক বৈঠকে রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, "এই ছেলেখেলার উৎস মালদা ৷ কীভাবে তিনটি পৃষ্ঠা (ইংরেজি প্রশ্নপত্র) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, তা খোঁজার চেষ্টা করছি ৷ কিন্তু আমরা তদন্তকারী সংস্থা নয়, তাই এর বেশি কিছু বলতে পারব না ৷"

  • আজ মাধ্যমিকের ইংরেজি পরিক্ষা। সকল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরিক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে। pic.twitter.com/sVaNqJiJvE

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) February 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সুকান্তর টুইটে মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন ফাঁস নিয়ে জল্পনা, অন্তর্ঘাত বললেন পর্ষদ প্রধান

তিনি জানান, এই তথ্য মালদা জেলা প্রশাসনকে জানানো হয়েছে ৷ সাইবার ক্রাইম দফতর এ বিষয়ে তদন্ত করবে ৷ শনিবারও রামানুজ দাবি করেন, "এটি বিশ্বাসঘাতকতা ৷ এ সব করে কোনও ফল হবে না ৷ খুব কড়া ইলেকট্রনিক নজরদারির বন্দোবস্ত ছিল ৷ এ ধরনের অন্যায় কাজকর্ম খুব শিগগিরি ধরা পড়বে ৷ এরপর ষড়যন্ত্রকারীরা এরকম কিছু করার আগে ভাববে ৷" তিনি আরও জানান, এভাবে পিছন থেকে ছুরি মারলেও পরীক্ষা খুব ভালো ভাবে উতরে গিয়েছে ৷ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় প্রশ্নপত্রের সঙ্গে গ্রাফিক শিট ঠিকমতো দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে ৷ এ প্রসঙ্গে তিনি জানান, বোর্ড এই অভিযোগ খতিয়ে দেখবে ৷ মে মাসে ফলাফল প্রকাশ হবে বলে জানিয়েছেন রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ 6 লক্ষ 98 হাজার 627 জন পরীক্ষায় বসেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.