কলকাতা, 8 অক্টোবর: যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে যখন কলকাতা, হাওড়া সহ একাধিক জায়গা উত্তপ্ত তখনই হাথরসের ঘটনার বিরুদ্ধে পথে নামল দক্ষিণ কলকাতা তৃণমূল মহিলা কংগ্রেস । যাদবপুর থানা থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল করে তারা ৷
হাতে ব্যানার ও মোমবাতি নিয়ে মিছিলে সামিল হন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা ৷ মিছিলের নেতৃত্বে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য । এছাড়া ছিলেন সাংসদ মালা রায়, দক্ষিণ কলকাতা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চৈতালি চট্টোপাধ্যায় সহ অন্যরা ৷
এর আগে এই ঘটনার প্রতিবাদে পদযাত্রা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । এছাড়াও বলেছিলেন, "দেশজুড়ে দলিতদের উপর অত্যাচার হচ্ছে । দলিতরা এখন কাঁদছে । ভোট এলে বাইরে থেকে খাবার এনে দলিতের ঘরে বসে ওরা খাবার খায় । আর এখন দলিতদের উপর অত্যাচার করছে ।"
পরিবারের অনুপস্থিতিতেই হাথরসের নির্যাতিতার শেষকৃত্য সেরে ফেলার অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে । এই বিষয়ে মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছিলেন, " বর্বরোচিত ও লজ্জাজনক ঘটনার নিন্দার জন্য মুখে কোনও ভাষা নেই । তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল । পরিবারের অনুপস্থিতিতে ওই যুবতির শেষকৃত্য আরও লজ্জাজনক । ভোটের জন্য যারা স্লোগান ও মিথ্যা প্রতিশ্রুতি দেয় , তাদের মুখোশ খুলে গেছে । "