কলকাতা, 15 এপ্রিল : নববর্ষকে স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে আজ মুছে যাক মনের কালিমা ৷ এই বার্তা নিয়েই বাংলার বিভিন্ন জেলার শিল্প ও সংস্কৃতির এক টুকরো ছবি তৈরি হয় যাদবপুরের সুলেখা মোড়ে ।
মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্রের উদ্যোগে অন্যান্য বছরের মতো এবারেও গাঙ্গুলিবাগান থেকে সুলেখা মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় (Rally of Mangal Sova Yatra on Bengali New Year 2022)। মাঝে করোনার জন্য 2020 সালে এটা বন্ধ থাকলেও গত বছর ছোট করে পালিত হয় ৷ আর এবার করোনা পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিক হতেই ফের নববর্ষে উৎসবের মেজাজে মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্র ৷
আরও পড়ুন : Hal khata in Digital Era : ডিজিটালের গ্রাসে নববর্ষে অস্তিত্ব সংকটে হালখাতা
এই বর্ণাঢ্য শোভাযাত্রায় বাংলার বিভিন্ন জেলার বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে । বাংলা সম্প্রীতি ও অসাম্প্রদায়িক লোকায়ত ঐতিহ্যের এই উৎসবকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের শিরোপা দিয়েছে । সাংস্কৃতিক ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রার উপর গুরুত্ব দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় এই শোভাযাত্রার ।
আরও পড়ুন : Bengali New Year : রাত পোহালেই শুরু নতুন বছর, বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা