ETV Bharat / state

Nusrat Jahan: নুসরতের থেকে চাওয়া হল নথি, তলব করা হল সংস্থার ডিরেক্টরকে

ED Seeks Details of Flat from Nusrat Jahan: ফ্ল্যাট দুর্নীতি মামলায় তারকা সাংসদ নুসরত জাহানের কাছ থেকে আরও নথি চাইল ইডি। সেইসঙ্গে সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকে আগামী সপ্তাহে ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে ইডি মারফত জানা গিয়েছে।

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 8:56 PM IST

Updated : Sep 20, 2023, 10:58 PM IST

নুসরত জাহান
Nusrat Jahan

কলকাতা, 20 সেপ্টেম্বর: উত্তর 24 পরগনার রাজারহাটে ফ্ল্যাট প্রতারনার ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে সম্মুখীন হতে হয়েছে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে। সম্প্রতি নুসরত জাহান তাঁর একাধিক নথিপত্র সমেত সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন। আর এবার এই প্রতারণার মামলায় অতিরিক্ত নথিপত্র নুসরত জাহানের কাছ থেকে চাইলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। পাশাপাশি সংস্থা ডিরেক্টর রাকেশ সিংকে আগামী সপ্তাহে তলব করা হয়েছে বলে ইডি সূত্রের খবর।

উত্তর 24 পরগনার রাজারহাটে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ ওঠে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধ। সম্প্রতি বিজেপির শঙ্কুদেব পণ্ডা এই ঘটনার প্রতারিতদের সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে গিয়ে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি গড়িয়াহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে, কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা একটি রিপোর্ট প্রকাশ করেন। এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা সংসদ নুসরত জাহানকে প্রায় 6 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন।

রেকর্ড করা হয় তাঁর বয়ান। নুসরতকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তলব করার পর তড়িঘড়ি কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, কোনও প্রকারের দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তিনি বলেন, "ওই কোম্পানি থেকে তিনি কয়েক কোটি টাকা ঋণ নিয়েছিলেন। যেটা তিনি সুদে-আসলে মিটিয়ে দিয়েছেন।" এরপরেই ঋণ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকরা নুসরাত জাহানকে প্রশ্ন করলেই তিনি কোনও উত্তর না-দিয়েই সেখান থেকে চলে যান।

পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকে এর আগেও তলব করেছিল ইডি। তবে তিনি প্রথমবার হাজিরা দেননি। তবে এবারে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে যাবেন কি না, সেই বিষয়ে স্পষ্টভাবে কিছুই বলা সম্ভব নয়। কারণ এই বিষয় সংস্থার ডিরেক্টর রাকেশ সিংয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: 'সব প্রশ্নের উত্তর দিয়েছি', সাড়ে 6 ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরিয়ে বললেন নুসরত

কলকাতা, 20 সেপ্টেম্বর: উত্তর 24 পরগনার রাজারহাটে ফ্ল্যাট প্রতারনার ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে সম্মুখীন হতে হয়েছে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে। সম্প্রতি নুসরত জাহান তাঁর একাধিক নথিপত্র সমেত সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন। আর এবার এই প্রতারণার মামলায় অতিরিক্ত নথিপত্র নুসরত জাহানের কাছ থেকে চাইলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। পাশাপাশি সংস্থা ডিরেক্টর রাকেশ সিংকে আগামী সপ্তাহে তলব করা হয়েছে বলে ইডি সূত্রের খবর।

উত্তর 24 পরগনার রাজারহাটে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ ওঠে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধ। সম্প্রতি বিজেপির শঙ্কুদেব পণ্ডা এই ঘটনার প্রতারিতদের সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে গিয়ে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি গড়িয়াহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে, কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা একটি রিপোর্ট প্রকাশ করেন। এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা সংসদ নুসরত জাহানকে প্রায় 6 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন।

রেকর্ড করা হয় তাঁর বয়ান। নুসরতকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তলব করার পর তড়িঘড়ি কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, কোনও প্রকারের দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তিনি বলেন, "ওই কোম্পানি থেকে তিনি কয়েক কোটি টাকা ঋণ নিয়েছিলেন। যেটা তিনি সুদে-আসলে মিটিয়ে দিয়েছেন।" এরপরেই ঋণ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকরা নুসরাত জাহানকে প্রশ্ন করলেই তিনি কোনও উত্তর না-দিয়েই সেখান থেকে চলে যান।

পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকে এর আগেও তলব করেছিল ইডি। তবে তিনি প্রথমবার হাজিরা দেননি। তবে এবারে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে যাবেন কি না, সেই বিষয়ে স্পষ্টভাবে কিছুই বলা সম্ভব নয়। কারণ এই বিষয় সংস্থার ডিরেক্টর রাকেশ সিংয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: 'সব প্রশ্নের উত্তর দিয়েছি', সাড়ে 6 ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরিয়ে বললেন নুসরত

Last Updated : Sep 20, 2023, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.