ETV Bharat / state

Panchayat Elections 2023: হিংসার সামগ্রিক পরিস্থিতি স্ক্রুটিনির পর পুনর্নির্বাচনের সিদ্ধান্ত: রাজীবা

author img

By

Published : Jul 8, 2023, 3:31 PM IST

Updated : Jul 8, 2023, 3:42 PM IST

যে কঠোরতা দেখা গিয়েছিল ভোট ঘোষণার দিন রাজীবার গলায় শনিবার কিন্তু সেই ঝাঁঝ শোনা যায়নি ৷ তবে প্রয়োজনে পুণর্নির্বাচন হবে বলেও জানান তিনি ৷ তবে সে ক্ষেত্রেও স্ক্রুটিনি না হওয়া পর্যন্ত কোন কোন জায়গায় এই পুণর্নির্বাচন হবে তা এখনই বলতে পারছে না কমিশন ৷

Etv Bharat
রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা

কলকাতা, 8 জুলাই: রাজ্যজুড়ে চলছে গণতন্ত্রের বৃহৎ যজ্ঞ ৷ তবে প্রাক নির্বাচন পর্বের মতো ভোটের দিনও বদল হল না হিংসার সেই ছবি, যা মনোনয়ন পর্ব থেকেই শুরু হয়েছিল ৷ সকাল থেকে যেখানে কার্যত দৌড়ে বেরোলেন খোদ রাজ্যপাল, সেখানে সকাল থেকে কার্যত নিখোঁজ ছিলেন খোদ রাজ্যের নির্বাচন কমিশনার ৷ ভোট শুরুর প্রায় চার ঘণ্টা পর সকাল সাড়ে 10টা নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের দফতরে ধীর গতিতে পৌঁছন রাজীবা সিনহা ৷ তারও প্রায় চার ঘণ্টা পর পঞ্চায়েত ভোট নিয়ে মুখ খুললেন রাজীবা ৷

ভোট ঘোষণার দিন যে দৃঢ়তা দেখা গিয়েছিল রাজীবার গলায়, শনিবার ভোটের দিন কিন্তু সেই ঝাঁঝ শোনা যায়নি ৷ বরং অনেকটাই ম্রিয়মান হয়ে রাজ্য নির্বাচন কমিশনার জানান, হাজারের উপর অভিযোগ এসেছে কমিশনের কাছে ৷ তবে তা নিয়ে কমিশনের যে বিশেষ কিছু করারও নেই তাও একইসঙ্গে জানিয়েছেন রাজীবা ৷ তবে সামগ্রিক পরিস্থিতি দেখে প্রয়োজনে পুনর্নির্বাচন হবে বলেও জানান তিনি ৷ তবে সে ক্ষেত্রেও স্ক্রুটিনি না-হওয়া পর্যন্ত কোন কোন জায়গায় এই পুনর্নির্বাচন হবে তা এখনই বলতে পারছে না কমিশন ৷

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কন্ট্রোল রুম খুলেছিল নির্বাচন কমিশন । আর সেখানেই সকাল থেকে একের পর এক ফোন আসতে থাকে । ভোট ঘিরে অভিযোগের পাহাড় জমে গিয়েছে কমিশনের দফতরে। আর দুপুরে তা নিয়েই মুখ খুললেন রাজীবা সিনহা। তবে এদিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশের কোর্টেই বল ঠেলেছেন রাজীবা । তিনি বলেন, "এক হাজার তিনশোর মতো অভিযোগ এসেছে ।

আইন-শৃঙ্খলা রাজ্যের অধীনে। অপরাধ ঘটলে প্রথমে মামলা দায়ের হয়। তারপর তদন্ত হয় । গ্রেফতার হয়। পুলিশের উচিত নিজেদেরই বিষয়গুলি নিয়ে পদক্ষেপ করা । আশাকরি পুলিশ ব্যবস্থা নেবে।" জায়গায় জায়গায় যে অশান্তির খবর সামনে আসছে, তা কি কমিশনের কাছে পৌঁছেছে ? প্রশ্নের উত্তরে রাজীবা সিনহা বলেন, "ঘন ঘন অভিযোগ আসছে। এ নিয়ে নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়। তবে অভিযোগ সামনে এসেছে। কমিশন সমাধানও করছে।" আগামী দিনেও অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: এবার বাসন্তী, বোমার আঘাতে খুন তৃণমূল কর্মী

শান্তিপূর্ণ ভোট কি রাজ্যে হচ্ছে? প্রশ্নের উত্তরে রাজীবা বলেন, "গণ্ডগোল, অশান্তির খবর এসেছে। এখনই কিছু বলতে পারব না ৷ যতক্ষণ না ভোট শেষ হচ্ছে ৷ যতক্ষণ না রিপোর্ট পাওয়া যাচ্ছে ৷" তাঁর জাবি, মানুষ নিজের মতামতের নিরিখে অভিযোগ জানান। সেগুলি কমিশন খতিয়ে দেখবে বলেও জানায় কমিশন। তবে এদিন রাজীবা সিনহা বলেন, "সবকিছু শান্তিপূর্ণ হয়েছে বলা সম্ভব নয়। আবার শুধু অশান্তিই হয়েছে, এমনও বলা যায় না।" যেমন যেমন অভিযোগ আসবে, তেমন তেমন ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজীবা।

কলকাতা, 8 জুলাই: রাজ্যজুড়ে চলছে গণতন্ত্রের বৃহৎ যজ্ঞ ৷ তবে প্রাক নির্বাচন পর্বের মতো ভোটের দিনও বদল হল না হিংসার সেই ছবি, যা মনোনয়ন পর্ব থেকেই শুরু হয়েছিল ৷ সকাল থেকে যেখানে কার্যত দৌড়ে বেরোলেন খোদ রাজ্যপাল, সেখানে সকাল থেকে কার্যত নিখোঁজ ছিলেন খোদ রাজ্যের নির্বাচন কমিশনার ৷ ভোট শুরুর প্রায় চার ঘণ্টা পর সকাল সাড়ে 10টা নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের দফতরে ধীর গতিতে পৌঁছন রাজীবা সিনহা ৷ তারও প্রায় চার ঘণ্টা পর পঞ্চায়েত ভোট নিয়ে মুখ খুললেন রাজীবা ৷

ভোট ঘোষণার দিন যে দৃঢ়তা দেখা গিয়েছিল রাজীবার গলায়, শনিবার ভোটের দিন কিন্তু সেই ঝাঁঝ শোনা যায়নি ৷ বরং অনেকটাই ম্রিয়মান হয়ে রাজ্য নির্বাচন কমিশনার জানান, হাজারের উপর অভিযোগ এসেছে কমিশনের কাছে ৷ তবে তা নিয়ে কমিশনের যে বিশেষ কিছু করারও নেই তাও একইসঙ্গে জানিয়েছেন রাজীবা ৷ তবে সামগ্রিক পরিস্থিতি দেখে প্রয়োজনে পুনর্নির্বাচন হবে বলেও জানান তিনি ৷ তবে সে ক্ষেত্রেও স্ক্রুটিনি না-হওয়া পর্যন্ত কোন কোন জায়গায় এই পুনর্নির্বাচন হবে তা এখনই বলতে পারছে না কমিশন ৷

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কন্ট্রোল রুম খুলেছিল নির্বাচন কমিশন । আর সেখানেই সকাল থেকে একের পর এক ফোন আসতে থাকে । ভোট ঘিরে অভিযোগের পাহাড় জমে গিয়েছে কমিশনের দফতরে। আর দুপুরে তা নিয়েই মুখ খুললেন রাজীবা সিনহা। তবে এদিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশের কোর্টেই বল ঠেলেছেন রাজীবা । তিনি বলেন, "এক হাজার তিনশোর মতো অভিযোগ এসেছে ।

আইন-শৃঙ্খলা রাজ্যের অধীনে। অপরাধ ঘটলে প্রথমে মামলা দায়ের হয়। তারপর তদন্ত হয় । গ্রেফতার হয়। পুলিশের উচিত নিজেদেরই বিষয়গুলি নিয়ে পদক্ষেপ করা । আশাকরি পুলিশ ব্যবস্থা নেবে।" জায়গায় জায়গায় যে অশান্তির খবর সামনে আসছে, তা কি কমিশনের কাছে পৌঁছেছে ? প্রশ্নের উত্তরে রাজীবা সিনহা বলেন, "ঘন ঘন অভিযোগ আসছে। এ নিয়ে নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়। তবে অভিযোগ সামনে এসেছে। কমিশন সমাধানও করছে।" আগামী দিনেও অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: এবার বাসন্তী, বোমার আঘাতে খুন তৃণমূল কর্মী

শান্তিপূর্ণ ভোট কি রাজ্যে হচ্ছে? প্রশ্নের উত্তরে রাজীবা বলেন, "গণ্ডগোল, অশান্তির খবর এসেছে। এখনই কিছু বলতে পারব না ৷ যতক্ষণ না ভোট শেষ হচ্ছে ৷ যতক্ষণ না রিপোর্ট পাওয়া যাচ্ছে ৷" তাঁর জাবি, মানুষ নিজের মতামতের নিরিখে অভিযোগ জানান। সেগুলি কমিশন খতিয়ে দেখবে বলেও জানায় কমিশন। তবে এদিন রাজীবা সিনহা বলেন, "সবকিছু শান্তিপূর্ণ হয়েছে বলা সম্ভব নয়। আবার শুধু অশান্তিই হয়েছে, এমনও বলা যায় না।" যেমন যেমন অভিযোগ আসবে, তেমন তেমন ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজীবা।

Last Updated : Jul 8, 2023, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.