ETV Bharat / state

বিজেপিতে যাওয়ার জল্পনার মাঝেও নেত্রীকে ভুললেন না রাজীব - West Bengal Assembly Election 2021

31 জানুয়ারি হাওড়ার ডুমুরজোলায় অমিত শাহর সভা রয়েছে । তার আগে দলের প্রাথমিক সদস্যপদও ত্যাগ করতে পারেন রাজীব । সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে ।

Rajib Banerjee resigns
বিধায়ক পদে ইস্তফা রাজীবের
author img

By

Published : Jan 29, 2021, 7:18 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : জল্পনা চলছিল অনেকদিন ধরেই । কিছুদিন আগে মমতার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন । এবার বিধায়ক পদ ছাড়তে চেয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র জমা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

আজ দুপুর 12 টা 45 মিনিট নাগাদ বিধানসভায় পৌঁছান সদ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা রাজীব বন্দ্যোপাধ্যায় । মন্ত্রিসভা থেকে আগেই পদত্যাগ করেছিলেন, আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি । ইস্তফা দিয়েই বিধানসভায় নিজের ঘরে গেলেন রাজীব । সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

জানিয়ে গেলেন মানুষের সঙ্গেই তিনি থাকবেন । মানুষের জন্য কাজ করবেন । কোন একটি রাজনৈতিক দলে থেকেই তিনি কাজ করবেন, এমন বার্তাও দিলেন । মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তাঁকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর প্রতি যে তিনি কৃতজ্ঞ তা জানিয়ে দিলেন রাজীব । বললেন, "মাননীয়া নেত্রীর প্রতি আমি চির কৃতজ্ঞ । তাঁর ছবি আমার মাথার পিছনে থাকে । তাই সঙ্গে নিয়ে বেরিয়েছি ।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে এলেন রাজীব

পাশাপাশি, 31 জানুয়ারি অমিত শাহর সভা থেকে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও জিইয়ে রাখলেন তিনি। বললেন, "আমি এখনও একটি দলের সদস্য । মানুষের হয়ে কাজ করতে গেলে একটি দলের ছত্রছায়ায় থাকতে হবে । সংসদীয় গণতন্ত্রে নির্দল হয়ে কাজ করা যায় না । আগামীকাল আমি আমার সিদ্ধান্ত জানাব ।"

আরও পড়ুন : ইস্তফা দিয়ে "মাদার ফিগার" মমতার ছবি হাতে বিধানসভা ছাড়লেন রাজীব

নিজের ইস্তফা প্রসঙ্গে বলেন, "অধ্যক্ষ কিছু প্রশ্ন করছিলেন । তিনি আইনানুগ বিষয়টি পরীক্ষা করবেন । পরীক্ষা করে জানাবেন । আমি নিয়ম মেনে অধ্যক্ষের কাছে বিধায়ক পদে ইস্তফা জমা দিয়েছি ।" একইসঙ্গে ধন্যবাদ জানান ডোমজুড় বিধানসভা কেন্দ্রে মানুষদের । আগামীদিনেও ডোমজুড়ের মানুষের পাশে থেকে কাজ করার আশা রেখে গেলেন ।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দূরত্ব বাড়ছিল তৃণমূলের । সূত্রের খবর, হাওড়ায় অরূপ রায়ের সঙ্গে তাঁর দ্বন্দ্বের কারণেই তৃণমূলের থেকে দূরত্ব বাড়াচ্ছিলেন রাজীব । তারপর বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা । সেই থেকেই জল্পনা চলছিল । এরপর আজ বিধানসভায় অধ্যক্ষের ঘরে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে এলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

রাজীব-অরূপ বরফ গলানোর জন্য দলের তরফে বিভিন্ন ভাবে চেষ্টা করা হয়েছিল । রাজীবের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও বৈঠক হয় । বৈঠকে ছিলেন প্রশান্ত কিশোরও । কিন্তু কোনওকিছুতেই মন ভোলানো গেল না রাজীবের । সূত্রের খবর, 31 জানুয়ারি ডুমুরজোলায় অমিত শাহর সভা থেকে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি । বিজেপিতে নাম লেখাতে পারেন রাজীব ঘনিষ্ঠ বৈশালি ডালমিয়াও ।

কলকাতা, 29 জানুয়ারি : জল্পনা চলছিল অনেকদিন ধরেই । কিছুদিন আগে মমতার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন । এবার বিধায়ক পদ ছাড়তে চেয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র জমা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

আজ দুপুর 12 টা 45 মিনিট নাগাদ বিধানসভায় পৌঁছান সদ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা রাজীব বন্দ্যোপাধ্যায় । মন্ত্রিসভা থেকে আগেই পদত্যাগ করেছিলেন, আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি । ইস্তফা দিয়েই বিধানসভায় নিজের ঘরে গেলেন রাজীব । সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

জানিয়ে গেলেন মানুষের সঙ্গেই তিনি থাকবেন । মানুষের জন্য কাজ করবেন । কোন একটি রাজনৈতিক দলে থেকেই তিনি কাজ করবেন, এমন বার্তাও দিলেন । মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তাঁকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর প্রতি যে তিনি কৃতজ্ঞ তা জানিয়ে দিলেন রাজীব । বললেন, "মাননীয়া নেত্রীর প্রতি আমি চির কৃতজ্ঞ । তাঁর ছবি আমার মাথার পিছনে থাকে । তাই সঙ্গে নিয়ে বেরিয়েছি ।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে এলেন রাজীব

পাশাপাশি, 31 জানুয়ারি অমিত শাহর সভা থেকে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও জিইয়ে রাখলেন তিনি। বললেন, "আমি এখনও একটি দলের সদস্য । মানুষের হয়ে কাজ করতে গেলে একটি দলের ছত্রছায়ায় থাকতে হবে । সংসদীয় গণতন্ত্রে নির্দল হয়ে কাজ করা যায় না । আগামীকাল আমি আমার সিদ্ধান্ত জানাব ।"

আরও পড়ুন : ইস্তফা দিয়ে "মাদার ফিগার" মমতার ছবি হাতে বিধানসভা ছাড়লেন রাজীব

নিজের ইস্তফা প্রসঙ্গে বলেন, "অধ্যক্ষ কিছু প্রশ্ন করছিলেন । তিনি আইনানুগ বিষয়টি পরীক্ষা করবেন । পরীক্ষা করে জানাবেন । আমি নিয়ম মেনে অধ্যক্ষের কাছে বিধায়ক পদে ইস্তফা জমা দিয়েছি ।" একইসঙ্গে ধন্যবাদ জানান ডোমজুড় বিধানসভা কেন্দ্রে মানুষদের । আগামীদিনেও ডোমজুড়ের মানুষের পাশে থেকে কাজ করার আশা রেখে গেলেন ।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দূরত্ব বাড়ছিল তৃণমূলের । সূত্রের খবর, হাওড়ায় অরূপ রায়ের সঙ্গে তাঁর দ্বন্দ্বের কারণেই তৃণমূলের থেকে দূরত্ব বাড়াচ্ছিলেন রাজীব । তারপর বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা । সেই থেকেই জল্পনা চলছিল । এরপর আজ বিধানসভায় অধ্যক্ষের ঘরে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে এলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

রাজীব-অরূপ বরফ গলানোর জন্য দলের তরফে বিভিন্ন ভাবে চেষ্টা করা হয়েছিল । রাজীবের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও বৈঠক হয় । বৈঠকে ছিলেন প্রশান্ত কিশোরও । কিন্তু কোনওকিছুতেই মন ভোলানো গেল না রাজীবের । সূত্রের খবর, 31 জানুয়ারি ডুমুরজোলায় অমিত শাহর সভা থেকে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি । বিজেপিতে নাম লেখাতে পারেন রাজীব ঘনিষ্ঠ বৈশালি ডালমিয়াও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.