কলকাতা, 29 জুন : দলের কার্যকারী বৈঠকে 'বেসুরো' বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্তকে আমন্ত্রণ জানাল বিজেপি । বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এই নির্দেশ দিয়েছেন বলে বিজেপি সূত্রে খবর ।
জানা গিয়েছে, আজ শনিবার হঠাৎই রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে একটি চিঠি পাঠান । চিঠিতে ডোমজুড়ের ঘরছাড়া বিজেপি কর্মীদের তালিকা পাঠান তিনি । তালিকায় প্রায় 50 জনের বেশি বিজেপি কার্যকর্তার নামের তালিকা ও ঠিকানা দেওয়া রয়েছে । এখন প্রশ্ন হল, রাজীব বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে আক্রমণ করেন ।
ফেসবুক ও সংবাদমাধ্যমের সামনেও একাধিক দলবিরোধী মন্তব্য করতে দেখা যায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে । এছাড়া তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষের বাড়িতেও যান । তাঁর তৃণমূলে ফিরতে চাওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়। কিন্তু তৃণমূলের তরফে তেমন প্রতিক্রিয়া না পেয়ে কী ফের বিজেপিতে সক্রিয় হতে চাইছেন রাজীব ? বিজেপির অন্দরেই এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
মুকুল রায় তৃণমূলে যোগদান করার পরই বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন সব্যসাচী দত্ত । এরপর সব্যসাচী দত্তকে বিজেপির পক্ষ থেকে দলবিরোধী মন্তব্যে না করার জন্য সর্তকও করা হয় । কিন্ত তারপরও 29 জুন বিজেপির কার্যকারী বৈঠকে ডাক পেয়েছেন সব্যসাচী দত্ত । বিজেপির সূত্রে খবর, রাজীব-সব্যসাচীর মত অভিজ্ঞ নেতাদের দলে ধরে রাখতে মরিয়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । তাই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে মনে করা হচ্ছে ।
আরও পড়ুন : দিদিং শরণং গচ্ছামি...
এই বিষয়ে বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "29 জুন বিজেপির কার্যকরী বৈঠক । 2021-এর বিধানসভা নির্বাচনের পর এটাই প্রথম কার্যকরী বৈঠক । দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে । বিজেপির রাজ্য কমিটির সকল সদস্যকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷"