ETV Bharat / state

পরবর্তী ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার, মুখ্যসচিব হচ্ছেন ভগবতী প্রসাদ গোপালিকা - Chief Secretary

Rajeev Kumar: রাজ্যে পরবর্তী ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন রাজীব কুমার ৷ মনোজ মালব্য বৃহস্পতিবার ডিজি পদ থেকে অবসর নিচ্ছেন ৷ আর মুখ্যসচিব হতে চলেছেন ভগবতী প্রসাদ গোপালিকা ৷

ETV BHARAT
রাজীব কুমার ও ভগবতী প্রসাদ গোপালিকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 5:38 PM IST

Updated : Dec 27, 2023, 6:13 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর: রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত মহানির্দেশক হচ্ছেন রাজীব কুমার । রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন ভগবতী প্রসাদ গোপালিকা ৷ আর নয়া স্বরাষ্ট্রসচিব পদের জন্য দুটি নাম ঘোরাফেরা করছে ৷

আগামিকালই অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য । তাঁর হাতে এ বার তুলে দেওয়া হচ্ছে রাজ্য পুলিশের উপদেষ্টার দায়িত্ব ৷ আর নতুন ডিজি নিয়ে তিনজনের প্যানেল কেন্দ্রের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার । রাজীব কুমার, ড. রাজেশ কুমার ও সঞ্জয় মুখোপাধ্যায় । নবান্ন সূত্রে খবর, যতদিন না পর্যন্ত কেন্দ্রের থেকে সবুতসংকেত আসছে, ততদিন ডিজি-র দায়িত্ব সামলাবেন রাজীব কুমারই ।

বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদির মেয়াদ রয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত । তারপরেই এই দায়িত্বে বসবেন গোপালিকা । এ দিকে, বিপি গোপালিকা মুখ্যসচিবের দায়িত্ব পাওয়ার পর প্রশ্ন উঠছে পরবর্তী স্বরাষ্ট্রসচিব হবেন কে ? স্বরাষ্ট্রসচিবের পদে দুটি নামের উল্লেখ পাওয়া যাচ্ছে । নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্রসচিব হওয়ার দৌড়ে মূল লড়াই 1990 ব্যাচের আইএএস বিবেক কুমার এবং 1991 ব্যাচের আমলা মনোজ পন্থের মধ্যে । বিবেক কুমার বর্তমানে বন দফতর ও প্রাণিসম্পদ দফতরের সচিব পদে রয়েছেন । আর মনোজ পন্থ রাজ্যের অর্থসচিবের দায়িত্ব সামলাচ্ছেন ।

যতদূর জানা যাচ্ছে, সিনিয়রিটির বিচারে বিপি গোপালিকার পরেই রয়েছেন বিবেক কুমার । অতিরিক্ত মুখ্যসচিব হিসাবে বর্তমানে তিনি বন দফতর এবং প্রাণিসম্পদ দফতর এই দুটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলাচ্ছেন । এ ক্ষেত্রে বিবেক কুমারেরই স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বেশি ।

তবে নবান্নের অন্য একটি সূত্র থেকে খবর, বর্তমান অর্থসচিব মনোজ পন্থের নামকেও স্বরাষ্ট্রসচিবের পদে বিবেচনা করা হতে পারে । এমনটাও শোনা যাচ্ছে যে, নতুন বছরে বর্তমান মুখ্যসচিবকে অর্থ দফতরের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হতে পারে । সে ক্ষেত্রে মনোজ পন্থকেও স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে । নবান্ন সূত্র থেকে যতটুকু জানা যাচ্ছে, তাতে যদি মনোজ পন্থ স্বরাষ্ট্রসচিব হন, সেক্ষেত্রে ভূমি এবং ভূমি সংস্কার দফতরের সচিব স্মারকি মহাপাত্রকে অর্থ দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে ।

আরও পড়ুন:

  1. সীতারামের পর মমতা, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে থাকছেন না মুখ্যমন্ত্রীও
  2. 'দেশ রক্ষা-জঙ্গি দমনের সঙ্গে দেশবাসীর মন জয় করতে হবে', পুঞ্চে সেনাদের পরামর্শ রাজনাথের
  3. তৃণমূল সরকারের চেয়ে বাম আমল অনেক বেশি ভালো ছিল, দাবি করলেন খোদ অমিত শাহ

কলকাতা, 27 ডিসেম্বর: রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত মহানির্দেশক হচ্ছেন রাজীব কুমার । রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন ভগবতী প্রসাদ গোপালিকা ৷ আর নয়া স্বরাষ্ট্রসচিব পদের জন্য দুটি নাম ঘোরাফেরা করছে ৷

আগামিকালই অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য । তাঁর হাতে এ বার তুলে দেওয়া হচ্ছে রাজ্য পুলিশের উপদেষ্টার দায়িত্ব ৷ আর নতুন ডিজি নিয়ে তিনজনের প্যানেল কেন্দ্রের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার । রাজীব কুমার, ড. রাজেশ কুমার ও সঞ্জয় মুখোপাধ্যায় । নবান্ন সূত্রে খবর, যতদিন না পর্যন্ত কেন্দ্রের থেকে সবুতসংকেত আসছে, ততদিন ডিজি-র দায়িত্ব সামলাবেন রাজীব কুমারই ।

বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদির মেয়াদ রয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত । তারপরেই এই দায়িত্বে বসবেন গোপালিকা । এ দিকে, বিপি গোপালিকা মুখ্যসচিবের দায়িত্ব পাওয়ার পর প্রশ্ন উঠছে পরবর্তী স্বরাষ্ট্রসচিব হবেন কে ? স্বরাষ্ট্রসচিবের পদে দুটি নামের উল্লেখ পাওয়া যাচ্ছে । নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্রসচিব হওয়ার দৌড়ে মূল লড়াই 1990 ব্যাচের আইএএস বিবেক কুমার এবং 1991 ব্যাচের আমলা মনোজ পন্থের মধ্যে । বিবেক কুমার বর্তমানে বন দফতর ও প্রাণিসম্পদ দফতরের সচিব পদে রয়েছেন । আর মনোজ পন্থ রাজ্যের অর্থসচিবের দায়িত্ব সামলাচ্ছেন ।

যতদূর জানা যাচ্ছে, সিনিয়রিটির বিচারে বিপি গোপালিকার পরেই রয়েছেন বিবেক কুমার । অতিরিক্ত মুখ্যসচিব হিসাবে বর্তমানে তিনি বন দফতর এবং প্রাণিসম্পদ দফতর এই দুটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলাচ্ছেন । এ ক্ষেত্রে বিবেক কুমারেরই স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বেশি ।

তবে নবান্নের অন্য একটি সূত্র থেকে খবর, বর্তমান অর্থসচিব মনোজ পন্থের নামকেও স্বরাষ্ট্রসচিবের পদে বিবেচনা করা হতে পারে । এমনটাও শোনা যাচ্ছে যে, নতুন বছরে বর্তমান মুখ্যসচিবকে অর্থ দফতরের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হতে পারে । সে ক্ষেত্রে মনোজ পন্থকেও স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে । নবান্ন সূত্র থেকে যতটুকু জানা যাচ্ছে, তাতে যদি মনোজ পন্থ স্বরাষ্ট্রসচিব হন, সেক্ষেত্রে ভূমি এবং ভূমি সংস্কার দফতরের সচিব স্মারকি মহাপাত্রকে অর্থ দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে ।

আরও পড়ুন:

  1. সীতারামের পর মমতা, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে থাকছেন না মুখ্যমন্ত্রীও
  2. 'দেশ রক্ষা-জঙ্গি দমনের সঙ্গে দেশবাসীর মন জয় করতে হবে', পুঞ্চে সেনাদের পরামর্শ রাজনাথের
  3. তৃণমূল সরকারের চেয়ে বাম আমল অনেক বেশি ভালো ছিল, দাবি করলেন খোদ অমিত শাহ
Last Updated : Dec 27, 2023, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.