ETV Bharat / state

পুলিশ পাহারায় রাজীবের বাড়ি যেন দুর্গ, অভিযানের প্রস্তুতি CBI-এর - রাজীব কুমার

রাজীব কুমারের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ৷ এদিকে, অফিস থেকে রওনা দিয়েছেন CBI অফিসাররা ৷ গন্তব্য জানানো না হলেও তাঁরা রাজীবের বাসভবনে যাচ্ছেন বলে জল্পনা ছড়িয়েছে ৷

রাজীব
author img

By

Published : Sep 14, 2019, 10:42 AM IST

Updated : Sep 14, 2019, 4:06 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর : ফের শুরু রাজীব কুমার নাটক ৷ আজ দুপুর থেকে প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনারের বাসভবনে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ ৷ বাড়ি কার্যত ঘিরে রেখেছে পুলিশ ৷ রাজীবের বাসভবনে গেছেন কলকাতা পুলিশের DG পদমর্যাদার দুই অফিসারও ৷ এদিকে, নির্ধারিত সময়ের পরেও CBI-র ডাকে CGO কমপ্লেক্সে হাজিরা দেননি রাজীব কুমার ৷ দুপুর তিনটে নাগাদ অফিস থেকে রওনা দেন CBI অফিসাররা ৷ গন্তব্য জানানো না হলেও তাঁরা রাজীবের বাসভবনে যাচ্ছেন বলে জল্পনা ছড়িয়েছে ৷

গতকাল রাজীব কুমারের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ ফলে আর সুরক্ষাকবচ নেই তাঁর ৷ তাঁকে CBI-র সঙ্গে সবরকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে উপযুক্ত কারণ ছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাঁকে গ্রেপ্তার করতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে হাইকোর্ট ৷ বিচারপতি মধুমতী মিত্রর মন্তব্য, এই মুহূর্তে তাঁকে সুরক্ষা দেওয়া মানে তদন্ত বিঘ্নিত হতে পারে ।

এই সংক্রান্ত আরও খবর : রাজীব কুমারের সুরক্ষাকবচ রইল না, বাধা নেই গ্রেপ্তারিতে

সেই রায় ঘোষণার পর কিছুক্ষণ পরই ৩৪ নম্বর পার্ক স্ট্রিটে রাজীব কুমারের বাসভবনে নোটিশ দিয়ে আসে CBI । অবশ্য তখন তিনি বাড়িতে ছিলেন না । নোটিশে আজ সকাল 10টায় CGO কমপ্লেক্সে CBI-এর দপ্তরে হাজির হতে বলা হয়েছে । শিলংয়ে যেসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি সে বিষয়ে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে । আর হাইকোর্টের রক্ষাকবচ উঠে যাওয়ায় তথ্য গোপন করতে চাইলে ১২০B ধারায় তাঁকে গ্রেপ্তার করতে পারে CBI ।

দেখুন ভিডিয়ো

গতকাল থেকেই খোঁজ নেই রাজীব কুমারের । CBI সূত্রে এই খবর পাওয়া গেছে । জল্পনা ছড়ায়, তবে কি তিনি ফেরার? CBI আধিকারিকরা তাঁর সম্পর্কে খোঁজখবর রাখছে বলে খবর । নজর রাখা হচ্ছে কলকাতা বিমানবন্দরেও ।

এই সংক্রান্ত আরও খবর : রাজীবের বাড়িতে CBI, আজ তলব

এদিকে রাজীব কুমারের ঘনিষ্ঠমহল সূত্রে জানা যাচ্ছে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন রাজীব কুমার । সেই বিষয়ে আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন তিনি ।

কলকাতা, 14 সেপ্টেম্বর : ফের শুরু রাজীব কুমার নাটক ৷ আজ দুপুর থেকে প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনারের বাসভবনে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ ৷ বাড়ি কার্যত ঘিরে রেখেছে পুলিশ ৷ রাজীবের বাসভবনে গেছেন কলকাতা পুলিশের DG পদমর্যাদার দুই অফিসারও ৷ এদিকে, নির্ধারিত সময়ের পরেও CBI-র ডাকে CGO কমপ্লেক্সে হাজিরা দেননি রাজীব কুমার ৷ দুপুর তিনটে নাগাদ অফিস থেকে রওনা দেন CBI অফিসাররা ৷ গন্তব্য জানানো না হলেও তাঁরা রাজীবের বাসভবনে যাচ্ছেন বলে জল্পনা ছড়িয়েছে ৷

গতকাল রাজীব কুমারের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ ফলে আর সুরক্ষাকবচ নেই তাঁর ৷ তাঁকে CBI-র সঙ্গে সবরকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে উপযুক্ত কারণ ছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাঁকে গ্রেপ্তার করতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে হাইকোর্ট ৷ বিচারপতি মধুমতী মিত্রর মন্তব্য, এই মুহূর্তে তাঁকে সুরক্ষা দেওয়া মানে তদন্ত বিঘ্নিত হতে পারে ।

এই সংক্রান্ত আরও খবর : রাজীব কুমারের সুরক্ষাকবচ রইল না, বাধা নেই গ্রেপ্তারিতে

সেই রায় ঘোষণার পর কিছুক্ষণ পরই ৩৪ নম্বর পার্ক স্ট্রিটে রাজীব কুমারের বাসভবনে নোটিশ দিয়ে আসে CBI । অবশ্য তখন তিনি বাড়িতে ছিলেন না । নোটিশে আজ সকাল 10টায় CGO কমপ্লেক্সে CBI-এর দপ্তরে হাজির হতে বলা হয়েছে । শিলংয়ে যেসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি সে বিষয়ে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে । আর হাইকোর্টের রক্ষাকবচ উঠে যাওয়ায় তথ্য গোপন করতে চাইলে ১২০B ধারায় তাঁকে গ্রেপ্তার করতে পারে CBI ।

দেখুন ভিডিয়ো

গতকাল থেকেই খোঁজ নেই রাজীব কুমারের । CBI সূত্রে এই খবর পাওয়া গেছে । জল্পনা ছড়ায়, তবে কি তিনি ফেরার? CBI আধিকারিকরা তাঁর সম্পর্কে খোঁজখবর রাখছে বলে খবর । নজর রাখা হচ্ছে কলকাতা বিমানবন্দরেও ।

এই সংক্রান্ত আরও খবর : রাজীবের বাড়িতে CBI, আজ তলব

এদিকে রাজীব কুমারের ঘনিষ্ঠমহল সূত্রে জানা যাচ্ছে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন রাজীব কুমার । সেই বিষয়ে আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন তিনি ।

Intro:কলকাতা, 14 সেপ্টেম্বর: এখনও খোঁজ নেই রাজীব কুমারের। CBI সূত্রে খবর এমনটাই। বাস্তবে গতকাল থেকে প্রকাশ্যে আসেননি তিনি। তবে কি ফেরার হলেন রাজীব? সিবিআইয়ের একটি সূত্র বলছে এমনটা হওয়ার কথা নয়। উচ্চপদস্থ এই পুলিশ কর্মী তেমনটা করবেন না। যদিও CBI আধিকারিকরা তার সম্পর্কে খোঁজখবর রাখছে বলে খবর। একটি সূত্র বলছে, নজর রাখা হচ্ছে কলকাতা বিমানবন্দরেও।
Body:হাইকোর্টের রায় ঘোষণার পরেই গতকাল ৩৪ নম্বর পার্ক স্ট্রিটে রাজীবের বাসভবনে নোটিশ দিয়ে আসে সিবিআই। অবশ্য তখন তিনি বাড়িতে ছিলেন না। নোটিশে আজ সকাল 10 টায় কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারকে CGO কমপ্লেক্সে সিরিয়ালের দপ্তরে হাজির হতে বলা হয়েছে। শিলংয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে যেসব প্রশ্নের উত্তর মেলেনি সে বিষয়ে তাকে জেরা করা হতে পারে। হাইকোর্টের রক্ষা কবজ উঠে যাওয়ায় তথ্য গোপন করতে চাইলে ১২০ B ধারায় তাঁকে গ্রেপ্তার করতে পারে সিবিআই।
Conclusion:অন্যদিকে রাজীব কুমারের ঘনিষ্ঠমহলে সূত্রে জানা যাচ্ছে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন আইপিএস। সেই বিষয়ে আইনজীবীদের পরামর্শ করছেন তিনি।
Last Updated : Sep 14, 2019, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.