ETV Bharat / state

CBI-র জিজ্ঞাসাবাদ এড়াতে হাইকোর্টে রাজীব - CBI interrogation

হাইকোর্টের দ্বারস্থ রাজীব কুমার । CBI-র জিজ্ঞাসাবাদ থেকে রেহাই পেতে বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জির বেঞ্চে আজ আবেদন জানান তাঁর আইনজীবী ।

রাজীব কুমার
author img

By

Published : May 30, 2019, 12:23 PM IST

Updated : May 30, 2019, 1:22 PM IST

কলকাতা, 30 মে : CBI-র জিজ্ঞাসাবাদ থেকে রেহাই পেতে হাইকোর্টের দ্বারস্থ রাজীব কুমার । হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জির বেঞ্চে আজ আবেদন জানান তাঁর আইনজীবী । দুপুর 2টোয় মামলার শুনানি ।

2012-13 সালে সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে । তদন্তের জন্য SIT গঠন করে রাজ্য সরকার । নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডের তদন্তভার হাতে নেয় CBI । এরপর সুপ্রিম কোর্টে রাজীবের বিরুদ্ধে তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । জিজ্ঞাসাবাদের জন্য রাজীবকে একাধিকবার সমনও পাঠায় তারা । তা এড়িয়ে যান রাজীব । তারপর জিজ্ঞাসাবাদের জন্য 3 ফেব্রুয়ারি CBI-এর একটি দল রাজীব কুমারের বাসভবনে যায় । সেখানে কলকাতা পুলিশের বাধার মুখে পড়ে তারা। তা নিয়ে শুরু হয় বিতর্ক ।

এরপর ফের সুপ্রিম কোর্টে যায় CBI । রাজীব কুমারকে CBI-এর সঙ্গে সহযোগিতার নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ । একইসঙ্গে তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে রক্ষাকবচও দেওয়া হয় । এরপর শিলংয়ে পাঁচদিন জেরা করা হয় রাজীব কুমারকে ।

সুপ্রিমকোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার পর থেকেই গ্রেপ্তারি এড়াতে একাধিক আদালতে ঘুরে বেড়াচ্ছিলেন রাজীব কুমার। দিনকয়েক আগে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করলেও তা বাতিল হয়ে যায় । এরপর, কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল হাইকোর্টে না কি আবেদন করতে পারেন রাজীব কুমার ।

আজ সকালে হাইকোর্টে রাজীব কুমারের আইনজীবী সুদীপ্ত মৈত্র বলেন, কয়েকদিন ধরেই উনি নিম্ন আদালতে ঘুরে বেড়াচ্ছেন । যদি ওর বক্তব্য শোনা হলে খুব ভালো হয় । এরপর, বিচারপতি বিষয়টি জানতে চান । তারপরই তিনি CBI-কে বিষয়টি ওয়াকিবহাল করানোর জন্য জানান । বেলা 2 টোর সময় বিষয়টি শুনবেন বলে জানান ।

কলকাতা, 30 মে : CBI-র জিজ্ঞাসাবাদ থেকে রেহাই পেতে হাইকোর্টের দ্বারস্থ রাজীব কুমার । হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জির বেঞ্চে আজ আবেদন জানান তাঁর আইনজীবী । দুপুর 2টোয় মামলার শুনানি ।

2012-13 সালে সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে । তদন্তের জন্য SIT গঠন করে রাজ্য সরকার । নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডের তদন্তভার হাতে নেয় CBI । এরপর সুপ্রিম কোর্টে রাজীবের বিরুদ্ধে তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । জিজ্ঞাসাবাদের জন্য রাজীবকে একাধিকবার সমনও পাঠায় তারা । তা এড়িয়ে যান রাজীব । তারপর জিজ্ঞাসাবাদের জন্য 3 ফেব্রুয়ারি CBI-এর একটি দল রাজীব কুমারের বাসভবনে যায় । সেখানে কলকাতা পুলিশের বাধার মুখে পড়ে তারা। তা নিয়ে শুরু হয় বিতর্ক ।

এরপর ফের সুপ্রিম কোর্টে যায় CBI । রাজীব কুমারকে CBI-এর সঙ্গে সহযোগিতার নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ । একইসঙ্গে তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে রক্ষাকবচও দেওয়া হয় । এরপর শিলংয়ে পাঁচদিন জেরা করা হয় রাজীব কুমারকে ।

সুপ্রিমকোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার পর থেকেই গ্রেপ্তারি এড়াতে একাধিক আদালতে ঘুরে বেড়াচ্ছিলেন রাজীব কুমার। দিনকয়েক আগে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করলেও তা বাতিল হয়ে যায় । এরপর, কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল হাইকোর্টে না কি আবেদন করতে পারেন রাজীব কুমার ।

আজ সকালে হাইকোর্টে রাজীব কুমারের আইনজীবী সুদীপ্ত মৈত্র বলেন, কয়েকদিন ধরেই উনি নিম্ন আদালতে ঘুরে বেড়াচ্ছেন । যদি ওর বক্তব্য শোনা হলে খুব ভালো হয় । এরপর, বিচারপতি বিষয়টি জানতে চান । তারপরই তিনি CBI-কে বিষয়টি ওয়াকিবহাল করানোর জন্য জানান । বেলা 2 টোর সময় বিষয়টি শুনবেন বলে জানান ।

sample description
Last Updated : May 30, 2019, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.