কলকাতা, 19 অক্টোবর : ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপর তৈরি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে অবস্থান করছে বিহারে । সেইসঙ্গে বঙ্গোপসাগর থেকে পূবালী বাতাস প্রবেশ করছে ভূখণ্ডে। এরই প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত চলবে আরও 24 ঘণ্টা । অর্থাৎ, লক্ষ্মীপুজোতেও আপামর বাঙালির তাল কাটবে বৃষ্টিতে ৷ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস, দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার মত উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। অন্যান্য জেলাগুলোতেও দু-এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী 24 ঘণ্টায় মৎস্যজীবীদেরও সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্য়ায়। সোমবার থেকে সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন : কেদারনাথে বেড়াতে গিয়ে আটকে আট বাঙালি পর্যটক
বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উন্নতি হবে আবহাওয়ার। আকাশ বেশ খানিকটা পরিষ্কার হয়ে যাবে। 22 তারিখের পর থেকে রাতের দিকে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।