কলকাতা, 2 এপ্রিল: আগামী 24 ঘণ্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। পশ্চিম ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘণ্টায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে আগামী 24 ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া , কলকাতা , উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং ও কালিম্পঙে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার শুধুমাত্র উপকূলীয় জেলাগুলিতে ঝড়-বৃষ্টির হতে পারে।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, উত্তর-পশ্চিমে ঠান্ডা হাওয়া এবং সমুদ্র থেকে আসা গরম হাওয়ার সংস্পর্শে তৈরি হচ্ছে বৃষ্টি। এর ফলে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 24.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। কলকাতায় গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু 'ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাং ও সর্বনিম্ন 34 শতাংশ।