ETV Bharat / state

দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস - Weather update of Kolkata

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে । তবে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

weather
পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস
author img

By

Published : Feb 20, 2021, 1:10 PM IST

Updated : Feb 20, 2021, 1:44 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি : পশ্চিমের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । আগামী 24 ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, আজ সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ সম্পূর্ণ মেঘলা রয়েছে । সকাল থেকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে তার প্রভাব কেটে গিয়েছে । তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ।

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে । তবে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে ঠান্ডা এখনও থাকবে । যদিও দক্ষিণবঙ্গে আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই ।

আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস আমাদের রাজ্যে প্রবেশ করছে । সেইসঙ্গে পূর্ব দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে । এই দু'টি বাতাসের সংঘাতের ফলেই মেঘ তৈরি হচ্ছে । ফলে, দুই এক জায়গায় আকাশ মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী পাঁচ দিনের আবহাওয়ার বিশেষ পরিবর্তন ঘটবে না । একইরকম থাকবে।

আরও পড়ুন, আমরা মুখের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি !

আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 88 শতাংশ ও সর্বনিম্ন 33 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

কলকাতা, 20 ফেব্রুয়ারি : পশ্চিমের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । আগামী 24 ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, আজ সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ সম্পূর্ণ মেঘলা রয়েছে । সকাল থেকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে তার প্রভাব কেটে গিয়েছে । তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ।

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে । তবে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে ঠান্ডা এখনও থাকবে । যদিও দক্ষিণবঙ্গে আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই ।

আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস আমাদের রাজ্যে প্রবেশ করছে । সেইসঙ্গে পূর্ব দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে । এই দু'টি বাতাসের সংঘাতের ফলেই মেঘ তৈরি হচ্ছে । ফলে, দুই এক জায়গায় আকাশ মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী পাঁচ দিনের আবহাওয়ার বিশেষ পরিবর্তন ঘটবে না । একইরকম থাকবে।

আরও পড়ুন, আমরা মুখের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি !

আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 88 শতাংশ ও সর্বনিম্ন 33 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

Last Updated : Feb 20, 2021, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.