কলকাতা, 6 অগস্ট : আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । সোমবারের পর থেকে উত্তরের জেলাগুলিতে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর ।
উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর তৈরি যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা ক্রমশ উপরের দিকে এগিয়ে যাচ্ছে । এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে । তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস । আগামী শনিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ।
আরও পড়ুন : West Bengal Corona Update : রাজ্যে সামান্য কমল সংক্রমণ, এদিনও সংক্রমণে 100 পার উত্তর 24 পরগনায়
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।
গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আর্দ্রতার পরিমাণ 98 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 4.3 মিলিমিটার ।