কলকাতা, 7 সেপ্টেম্বর: ওড়িশা অভিমুখে থাকা নিম্নচাপ শক্তি হারিয়েছে। একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হলেও তার অবস্থান বর্তমানে দক্ষিণ ওড়িশার উপর । মৌসুমী অক্ষরেখার অবস্থানও সেখানেই ৷ ফলে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে রাজ্যে যে বৃষ্টি হওয়ার কথা ছিল তা আরও কমবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।
এই বিষয়ে আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলোয় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। শনিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প উপস্থিতি থাকার কারণে ফের আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম ফিরবে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়াতেও সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টি দিনভর চলবে। যেখানে মেঘ সেখানেই ক্ষণিকের জন্য বৃষ্টি হবে বলে মনে করছে হাওয়া অফিস।
তিনি আরও জানান, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে। উপরের পাঁচ জেলায় গত কয়েকদিনের মতো এখন আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বদলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে । আজকের পর থেকে সেই বৃষ্টি আরও কমবে। উপরের পাঁচ জেলা বাদ দিয়ে আরও যে তিনটি জেলা রয়েছে সেখানেও বৃষ্টি সেভাবে হবে না বললেই চলে। শনিবারের পর থেকে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই তাপমাত্রার পারদ চড়বে ।
বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে সামান্য কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 91 শতাংশ। গত 24 ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। আজ বৃহস্পতিবার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 28 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।
আরও পড়ুন : নিজের চেষ্টায় উন্নতি মকরের, কেমন কাটবে বাকিদের; জানাচ্ছে রাশিফল