কলকাতা, 1 অক্টোবর: নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে । এখন তা বঙ্গোপসাগরের উপর বাংলা- ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে । আগামী 24 ঘণ্টায় সেটি শক্তি বাড়িয়ে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে । এই রাজ্যে নিম্নচাপের অভিমুখ পশ্চিমের জেলা। এর প্রভাবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই 24 পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় । দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দুই মেদিনীপুরে শনিবার অতিভারী বৃষ্টি হয়েছে ।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ চন্দ্র দাস জানিয়েছেন, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় । আগামিকাল সোমবার ফের দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে। আজ ও আগামিকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে । বুধবার থেকে দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে ৷ বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে ।
যেহেতু বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি অবস্থান করছে ফলে সাগরের উপর হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 45 থেকে 50 কিলোমিটার । তার জন্য মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । এই বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং দুই বঙ্গে নদীর জলস্তর বাড়বে । শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস। নিম্নচাপের বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কমে গিয়েছে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 95 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল 59.8 মিলিমিটার। আজ রবিবার দিনের আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।