কলকাতা, 16 জুলাই : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভিজল শহর । দুপুরে মিনিট কুড়ির বৃষ্টিতে শহরের বৃষ্টি প্রতীক্ষার যেন অবসান হল । বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জেরে কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়ার খবরও মিলেছে । পার্কস্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের ক্রসিং, এ জে সি বোস রোড এবং ডি এল খান রোডের ক্রসিং, পদ্মপুকুর মোড়ের কাছে গাছ ভেঙে পড়েছে ।
এদিকে, আগেই দশ বছরের শুখা মরশুমের রেকর্ড ভেঙেছে কলকাতা । জুলাইয়ের সবথেকে উষ্ণতম দিন ছিল গতকাল । তাপমাত্রা ছিল 37.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি । বৃষ্টি না হওয়ার কারণে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দক্ষিণবঙ্গের বৃষ্টি ঘাটতির পরিমাণও । যা প্রায় 49 মিলিমিটার । আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, 17 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তাতে বৃষ্টি ঘাটতির পরিমাণ কতটা কমবে, তা নিয়ে সন্দিহান আবহাওয়া দপ্তর ।
অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । জলমগ্ন বেশ কিছু এলাকা ।