কলকাতা, 14 ডিসেম্বর : NRC ও CAA নিয়ে রাজ্যে অশান্তি অব্যাহত । আর আজ সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন BJP-র কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা । তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর ভাইরা এই ঘটনা ঘটিয়েছে ।"
গতকাল থেকে NRC ও CAA-র প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ । মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে । কোথাও বিক্ষোভকারীরা রেললাইনে আগুন লাগিয়েছে । কোথাও ট্রেনে ভাঙচুর চলেছে । কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে জানানো হয়েছে প্রতিবাদ । এখনও রাজ্যজুড়ে মানুষের প্রতিবাদ অব্যাহত ।
রাজ্যজুড়ে চলতে থাকা এই অশান্তির জন্যই মুখ্যমন্ত্রীকে দায়ি করেন রাহুল সিনহা । বলেন, "মুখ্যমন্ত্রীর ভাইরা এই ঘটনা ঘটিয়েছে । মুখ্যমন্ত্রীর ভাই হচ্ছে জামাত-উল-ইসলাম । আর আজ যারা এটা ঘটিয়েছে সেটা জামাত-উল-ইসলামের পূর্ব পরিকল্পনায় হয়েছে ।"
আজ তৃণমূলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একটি বার্তা পোস্ট হয় । পোস্টের হেডলাইনে লেখা, "নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর বার্তা ।" মুখ্যমন্ত্রীর বার্তাটি হল, "গণতান্ত্রিক পথে আন্দোলন করুন । আইন নিজের হাতে তুলে নেবেন না । পথ অবরোধ, রেল অবরোধ করবেন না । সাধারণ মানুষের ভোগান্তি কোনওভাবেই বরদাস্ত করবে না রাজ্য সরকার । বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে সরকারি সম্পত্তি নষ্ট করলে ব্যবস্থা নেওয়া হবে ।"
মুখ্যমন্ত্রী এই বিবৃতির সমালোচনা করেন রাহুল সিনহা । বলেন, "মুখ্যমন্ত্রী আজ যে বিবৃতি দিয়েছেন তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত হালকা । এই বিবৃতির মধ্যেই আন্দোলনের প্ররোচনা আছে । যখন আগুন জ্বলছে তখন কি কেউ বলবে আগুন জ্বালাও ? কিন্তু যেন কারও বাড়িঘর না পোড়ে । মুখ্যমন্ত্রীর বিবৃতি সেরকমই । মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে আগুন লাগলে তাতে জল দেওয়ার ব্যবস্থা করা । দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়া । এত বড় হামলার পর, দু'দিন ধরে চলা ঘটনার পর মুখ্যমন্ত্রীর কাছ থেকে কড়া বিবৃতি পাওয়ার আশা ছিল । মুখ্যমন্ত্রী হিসেবে ওঁর উচিত ছিল পুলিশ প্রশাসনকে এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য তৈরি থাকতে বলা । পাশাপাশি দুষ্কৃতীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া ।"