ETV Bharat / state

রাজ্যের পরিস্থিতির জন্য "মুখ্যমন্ত্রীর ভাই"দের দায়ি করলেন রাহুল - TMC

রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল সিনহা । বললেন, মুখ্যমন্ত্রীর ভাইরা দায়ি পশ্চিমবঙ্গের অবস্থার জন্য ।

Rahul Sinha
রাহুল সিনহা
author img

By

Published : Dec 15, 2019, 12:03 AM IST

কলকাতা, 14 ডিসেম্বর : NRC ও CAA নিয়ে রাজ্যে অশান্তি অব্যাহত । আর আজ সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন BJP-র কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা । তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর ভাইরা এই ঘটনা ঘটিয়েছে ।"

গতকাল থেকে NRC ও CAA-র প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ । মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে । কোথাও বিক্ষোভকারীরা রেললাইনে আগুন লাগিয়েছে । কোথাও ট্রেনে ভাঙচুর চলেছে । কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে জানানো হয়েছে প্রতিবাদ । এখনও রাজ্যজুড়ে মানুষের প্রতিবাদ অব্যাহত ।

রাজ্যজুড়ে চলতে থাকা এই অশান্তির জন্যই মুখ্যমন্ত্রীকে দায়ি করেন রাহুল সিনহা । বলেন, "মুখ্যমন্ত্রীর ভাইরা এই ঘটনা ঘটিয়েছে । মুখ্যমন্ত্রীর ভাই হচ্ছে জামাত-উল-ইসলাম । আর আজ যারা এটা ঘটিয়েছে সেটা জামাত-উল-ইসলামের পূর্ব পরিকল্পনায় হয়েছে ।"

আজ তৃণমূলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একটি বার্তা পোস্ট হয় । পোস্টের হেডলাইনে লেখা, "নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর বার্তা ।" মুখ্যমন্ত্রীর বার্তাটি হল, "গণতান্ত্রিক পথে আন্দোলন করুন । আইন নিজের হাতে তুলে নেবেন না । পথ অবরোধ, রেল অবরোধ করবেন না । সাধারণ মানুষের ভোগান্তি কোনওভাবেই বরদাস্ত করবে না রাজ্য সরকার । বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে সরকারি সম্পত্তি নষ্ট করলে ব্যবস্থা নেওয়া হবে ।"

মমতাকে আক্রমণ করে কী বললেন রাহুল সিনহা ? ভিডিয়োয় শুনুন...

মুখ্যমন্ত্রী এই বিবৃতির সমালোচনা করেন রাহুল সিনহা । বলেন, "মুখ্যমন্ত্রী আজ যে বিবৃতি দিয়েছেন তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত হালকা । এই বিবৃতির মধ্যেই আন্দোলনের প্ররোচনা আছে । যখন আগুন জ্বলছে তখন কি কেউ বলবে আগুন জ্বালাও ? কিন্তু যেন কারও বাড়িঘর না পোড়ে । মুখ্যমন্ত্রীর বিবৃতি সেরকমই । মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে আগুন লাগলে তাতে জল দেওয়ার ব্যবস্থা করা । দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়া । এত বড় হামলার পর, দু'দিন ধরে চলা ঘটনার পর মুখ্যমন্ত্রীর কাছ থেকে কড়া বিবৃতি পাওয়ার আশা ছিল । মুখ্যমন্ত্রী হিসেবে ওঁর উচিত ছিল পুলিশ প্রশাসনকে এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য তৈরি থাকতে বলা । পাশাপাশি দুষ্কৃতীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া ।"

কলকাতা, 14 ডিসেম্বর : NRC ও CAA নিয়ে রাজ্যে অশান্তি অব্যাহত । আর আজ সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন BJP-র কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা । তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর ভাইরা এই ঘটনা ঘটিয়েছে ।"

গতকাল থেকে NRC ও CAA-র প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ । মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে । কোথাও বিক্ষোভকারীরা রেললাইনে আগুন লাগিয়েছে । কোথাও ট্রেনে ভাঙচুর চলেছে । কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে জানানো হয়েছে প্রতিবাদ । এখনও রাজ্যজুড়ে মানুষের প্রতিবাদ অব্যাহত ।

রাজ্যজুড়ে চলতে থাকা এই অশান্তির জন্যই মুখ্যমন্ত্রীকে দায়ি করেন রাহুল সিনহা । বলেন, "মুখ্যমন্ত্রীর ভাইরা এই ঘটনা ঘটিয়েছে । মুখ্যমন্ত্রীর ভাই হচ্ছে জামাত-উল-ইসলাম । আর আজ যারা এটা ঘটিয়েছে সেটা জামাত-উল-ইসলামের পূর্ব পরিকল্পনায় হয়েছে ।"

আজ তৃণমূলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একটি বার্তা পোস্ট হয় । পোস্টের হেডলাইনে লেখা, "নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর বার্তা ।" মুখ্যমন্ত্রীর বার্তাটি হল, "গণতান্ত্রিক পথে আন্দোলন করুন । আইন নিজের হাতে তুলে নেবেন না । পথ অবরোধ, রেল অবরোধ করবেন না । সাধারণ মানুষের ভোগান্তি কোনওভাবেই বরদাস্ত করবে না রাজ্য সরকার । বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে সরকারি সম্পত্তি নষ্ট করলে ব্যবস্থা নেওয়া হবে ।"

মমতাকে আক্রমণ করে কী বললেন রাহুল সিনহা ? ভিডিয়োয় শুনুন...

মুখ্যমন্ত্রী এই বিবৃতির সমালোচনা করেন রাহুল সিনহা । বলেন, "মুখ্যমন্ত্রী আজ যে বিবৃতি দিয়েছেন তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত হালকা । এই বিবৃতির মধ্যেই আন্দোলনের প্ররোচনা আছে । যখন আগুন জ্বলছে তখন কি কেউ বলবে আগুন জ্বালাও ? কিন্তু যেন কারও বাড়িঘর না পোড়ে । মুখ্যমন্ত্রীর বিবৃতি সেরকমই । মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে আগুন লাগলে তাতে জল দেওয়ার ব্যবস্থা করা । দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়া । এত বড় হামলার পর, দু'দিন ধরে চলা ঘটনার পর মুখ্যমন্ত্রীর কাছ থেকে কড়া বিবৃতি পাওয়ার আশা ছিল । মুখ্যমন্ত্রী হিসেবে ওঁর উচিত ছিল পুলিশ প্রশাসনকে এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য তৈরি থাকতে বলা । পাশাপাশি দুষ্কৃতীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া ।"

Intro:

মুখ্যমন্ত্রীর ভাইরা দাঙ্গা চালাচ্ছে তাই মমতার সুর নরম: রাহুল সিনহা



নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে রাজ্যের সমস্ত জায়গায় যে অশান্তির সৃষ্টি হয়েছে, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা। এই ঘটনা জামায়েত জঙ্গিদের পূর্ব পরিকল্পিত বলেই এদিন দাবি করেন তিনি। শনিবার রাজ্য বিজেপির সদর দফতরে, সাংবাদিক সম্মেলনে একথা বলেন রাহুল সিনহা।

এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় হামলা প্রসঙ্গে একটি বিবৃতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, 'গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। পথ অবরোধ, রেল অবরোধ করবেন না। সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। যাঁরা গন্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

কিন্তু দাঙ্গা অনুযায়ী সেই বিবৃতি যথেষ্ট নয় বলেই এদিন দাবি করেন রাহুল সিনহা। এবিষয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে রাহুল সিনহা বলেন, 'এই জামায়েত জঙ্গিরা মুখ্যমন্ত্রীর ভাইয়ের সমান, তাই মুখ্যমন্ত্রীর এই ভাইয়েরা দাঙ্গা চালানোর পরেও মুখ্যমন্ত্রীর সুর নরম।' তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর বিবৃতিটি যথেষ্ট প্ররোচনা মূলক। তিনি দাঙ্গার ভয়ংকর রূপ দেখেও আন্দোলন না থামিয়ে তা বজায় রাখার কথা বলেছেন যা অত্যন্ত দুঃখজনক। এই দাঙ্গাকে দমন করার জন্য আরও কড়া বিবৃতির প্রয়োজন ছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে।

ক্যাবকে কেন্দ্র করে এই দাঙ্গা দমনের জন্য দাঙ্গাবাজদের বিরুদ্ধে গুলি চালানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান রাহুল সিনহা। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর উচিত এই দাঙ্গা দমনের জন্য মুখ্যমন্ত্রীর এখনই উচিত দাঙ্গাবাজদের চিহ্নিত করা। এবং তাদের গুলি করে হত্যা করার নির্দেশ দেওয়া। কিন্তু মুখ্যমন্ত্রী তা না করে দাঙ্গাবাজদের উষ্কানি দিয়ে যাচ্ছে, তাই নবান্নের থেকে কিছু দুরত্বেই ১৫ টি বাস জ্বালানোর মত সাহস দেখায় দাঙ্গাবাজরা। এই দাঙ্গাকারীদের এদিন বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারী বলেই উল্লেখ করেন রাহুল সিনহা। তাঁর কথায়, এই পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে বলেও এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হুশিয়ারী দেন তিনি।Body:স্টোরিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.