ETV Bharat / state

বিধায়ককে পরিকল্পনামাফিক খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল : রাহুল সিনহা - Rahul Singha

হেমতাবাদের বিধায়কের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য ৷ তার মৃত্যুতে CBI তদন্তের দাবি জানালেন BJP নেতা রাহুল সিনহা ৷ তিনি বলেন, এই হত্যার ঘটনার সঙ্গে তৃণমূল সরাসরিভাবে জড়িত ৷

Rahul singha
Rahul singha
author img

By

Published : Jul 13, 2020, 10:58 AM IST

Updated : Jul 13, 2020, 12:02 PM IST

কলকাতা, 13 জুলাই : হেমতাবাদের বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় CBI তদন্তের দাবি জানালেন BJP নেতা রাহুল সিনহাও ৷ তাঁর অভিযোগ, এই ঘটনায় তৃণমূল সরাসরি জড়িত ৷ যেভাবে ওঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁকে পরিকল্পনামাফিক খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷

তিনি বলেন, "আমরা মনে করি, এই হত্যাকাণ্ডের সঙ্গে পুরোপুরিভাবে তৃণমূল জড়িত ৷ উত্তর দিনাজপুরে যেভাবে BJP-র প্রতি লাগাতার জনমত বৃদ্ধি পাচ্ছে , তার থেকেই ভীত-সন্ত্রস্ত হয়ে তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে ৷ আমরা এই হত্যাকাণ্ডের CBI তদন্ত চাই ৷"

ঘটনায় মুখ্যমন্ত্রীর কাছে CBI তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বলেন, ‘‘ যদি সাহস থাকে, তবে CBI তদন্তের নির্দেশ দেওয়া হোক ৷ হত্যাকে আত্মহত্যা বলে চালানোর যে ষড়যন্ত্র করা হচ্ছে, তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ৷ ’’

রাহুল সিনহার বক্তব্য শুনুন

ঘটনার প্রতিবাদ জানিয়ে টুইট করেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘ পশ্চিমবঙ্গের হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের সন্দেহজনক ঘৃণ্য হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও শোচনীয় ৷ এতে স্পষ্ট বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গুন্ডারাজ চলছে এবং আইন-শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ ৷ ভবিষ্যতে এই ধরনের সরকারকে ক্ষমা করবে না মানুষ। ’’

  • The suspected heinous killing of Debendra Nath Ray, BJP MLA from Hemtabad in West Bengal, is extremely shocking and deplorable. This speaks of the Gunda Raj & failure of law and order in the Mamta govt. People will not forgive such a govt in the future. We strongly condemn this.

    — Jagat Prakash Nadda (@JPNadda) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে BJP-র সর্বভারতীয় সভাপতি কৈলাস বিজয়বর্গীয় টুইটারে সরাসরি রাজ্য সরকারের উপর ক্ষোভ উগরে দেন ৷ লেখেন, ‘‘নিন্দাজনক ও কাপুরুষোচিত আচরণ ! মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে BJP নেতাদের হত্যাকাণ্ড বন্ধ হয়নি ৷ CPI(M) থেকে BJP -তে যোগ দেওয়া হেমতাবাদের বিধায়ককে হত্যা করা হয়েছে ৷ ওঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ BJP-তে যোগদান করাই কি ওঁর অপরাধ ছিল ?’’

আজ ভোরে হেমতাবাদ থানার বালিয়ামোড় এলাকায় একটি দোকানের বারান্দায় বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই শুরু হয় রাজনৈতিক তরজা ৷

কলকাতা, 13 জুলাই : হেমতাবাদের বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় CBI তদন্তের দাবি জানালেন BJP নেতা রাহুল সিনহাও ৷ তাঁর অভিযোগ, এই ঘটনায় তৃণমূল সরাসরি জড়িত ৷ যেভাবে ওঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁকে পরিকল্পনামাফিক খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷

তিনি বলেন, "আমরা মনে করি, এই হত্যাকাণ্ডের সঙ্গে পুরোপুরিভাবে তৃণমূল জড়িত ৷ উত্তর দিনাজপুরে যেভাবে BJP-র প্রতি লাগাতার জনমত বৃদ্ধি পাচ্ছে , তার থেকেই ভীত-সন্ত্রস্ত হয়ে তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে ৷ আমরা এই হত্যাকাণ্ডের CBI তদন্ত চাই ৷"

ঘটনায় মুখ্যমন্ত্রীর কাছে CBI তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বলেন, ‘‘ যদি সাহস থাকে, তবে CBI তদন্তের নির্দেশ দেওয়া হোক ৷ হত্যাকে আত্মহত্যা বলে চালানোর যে ষড়যন্ত্র করা হচ্ছে, তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ৷ ’’

রাহুল সিনহার বক্তব্য শুনুন

ঘটনার প্রতিবাদ জানিয়ে টুইট করেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘ পশ্চিমবঙ্গের হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের সন্দেহজনক ঘৃণ্য হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও শোচনীয় ৷ এতে স্পষ্ট বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গুন্ডারাজ চলছে এবং আইন-শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ ৷ ভবিষ্যতে এই ধরনের সরকারকে ক্ষমা করবে না মানুষ। ’’

  • The suspected heinous killing of Debendra Nath Ray, BJP MLA from Hemtabad in West Bengal, is extremely shocking and deplorable. This speaks of the Gunda Raj & failure of law and order in the Mamta govt. People will not forgive such a govt in the future. We strongly condemn this.

    — Jagat Prakash Nadda (@JPNadda) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে BJP-র সর্বভারতীয় সভাপতি কৈলাস বিজয়বর্গীয় টুইটারে সরাসরি রাজ্য সরকারের উপর ক্ষোভ উগরে দেন ৷ লেখেন, ‘‘নিন্দাজনক ও কাপুরুষোচিত আচরণ ! মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে BJP নেতাদের হত্যাকাণ্ড বন্ধ হয়নি ৷ CPI(M) থেকে BJP -তে যোগ দেওয়া হেমতাবাদের বিধায়ককে হত্যা করা হয়েছে ৷ ওঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ BJP-তে যোগদান করাই কি ওঁর অপরাধ ছিল ?’’

আজ ভোরে হেমতাবাদ থানার বালিয়ামোড় এলাকায় একটি দোকানের বারান্দায় বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই শুরু হয় রাজনৈতিক তরজা ৷

Last Updated : Jul 13, 2020, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.