ETV Bharat / state

CID Arrest: কলকাতা বিমানবন্দরের কাছে উদ্ধার 4250 কোটির তেজস্ক্রিয় - সিআইডি

কলকাতা বিমানবন্দরের কাছে উদ্ধার হল পরমাণু বোমা বানানোর তেজস্ক্রিয় সামগ্রী । হুগলির 2 ব্যক্তির কাছ থেকে পাওয়া গিয়েছে ক্যালিফোর্নিয়াম স্টোন (Californium Stone) ৷ তাদের গ্রেফতার করেছে সিআইডি (CID)৷

radioactive-californium-stone-recovered-from-kolkata-airport-2-arrested
কলকাতা বিমানবন্দরে উদ্ধার 4250 কোটির তেজস্ক্রিয়
author img

By

Published : Aug 26, 2021, 2:43 PM IST

কলকাতা, 26 অগস্ট: কলকাতা বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার করা হল তেজস্ক্রিয় সামগ্রী । সূত্রের খবর, উদ্ধার হওয়া সামগ্রী পরমাণু বোমা বানানোর উপকরণ বলে জানিয়েছে রাজ্য পুলিশ ও সিআইডি (CID)। এই ঘটনায় ক্যালিফোর্নিয়াম স্টোন (Californium Stone)-সহ হুগলির 2 বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে ।

গোপন সূত্রের খবর পেয়ে সিআইডি-র গোয়েন্দারা কলকাতা বিমানবন্দরের কাছে আটক করে দু'জনকে ৷ তাদের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করেন সিআইডি-র গোয়েন্দারা । পরে সেই ব্যাগ থেকে পাওয়া যায় তেজস্ক্রিয় সামগ্রীগুলি । এরপরই সিআইডি গ্রেফতার করে ওই 2 ব্যক্তিকে । ধৃতদের নাম শৈলেন কর্মকার ও অসিত ঘোষ ।

আরও পড়ুন: TMC to EC : উপনির্বাচনের দাবিতে আজ দিল্লির নির্বাচন কমিশনের অফিসে 5 তৃণমূল সাংসদ

উদ্ধার হওয়া ক্যালিফোর্নিয়াম স্টোন পরমাণু বোমা বানাতে কাজে লাগে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ কীভাবে এই সামগ্রী কলকাতার বুকে এল ? কেনই বা তারা এই সামগ্রীগুলি এ রাজ্যে নিয়ে এসেছিল ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা ৷ পাশাপাশি ধৃতরা কোথা থেকে এই বস্তুটি পেল, তাও জানার চেষ্টা করছে পুলিশ ।

আরও পড়ুন: Nusrat Jahan: মা হলেন নুসরত জাহান

1 গ্রাম ক্যালিফোর্নিয়ামের দাম 17 কোটি টাকা । 2 জন ব্যক্তির কাছ থেকে 250 গ্রাম ক্যালিফোর্নিয়াম স্টোন পাওয়া গিয়েছে । সিআইডি-র দাবি, উদ্ধার হওয়া তেজস্ক্রিয়র দাম আনুমানিক প্রায় 4,250 কোটি টাকা ৷

আরও পড়ুন: Teachers Transfer : বিকাশ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করা পাঁচ শিক্ষিকা মামলা করলেন কলকাতা হাইকোর্টে

কলকাতা, 26 অগস্ট: কলকাতা বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার করা হল তেজস্ক্রিয় সামগ্রী । সূত্রের খবর, উদ্ধার হওয়া সামগ্রী পরমাণু বোমা বানানোর উপকরণ বলে জানিয়েছে রাজ্য পুলিশ ও সিআইডি (CID)। এই ঘটনায় ক্যালিফোর্নিয়াম স্টোন (Californium Stone)-সহ হুগলির 2 বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে ।

গোপন সূত্রের খবর পেয়ে সিআইডি-র গোয়েন্দারা কলকাতা বিমানবন্দরের কাছে আটক করে দু'জনকে ৷ তাদের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করেন সিআইডি-র গোয়েন্দারা । পরে সেই ব্যাগ থেকে পাওয়া যায় তেজস্ক্রিয় সামগ্রীগুলি । এরপরই সিআইডি গ্রেফতার করে ওই 2 ব্যক্তিকে । ধৃতদের নাম শৈলেন কর্মকার ও অসিত ঘোষ ।

আরও পড়ুন: TMC to EC : উপনির্বাচনের দাবিতে আজ দিল্লির নির্বাচন কমিশনের অফিসে 5 তৃণমূল সাংসদ

উদ্ধার হওয়া ক্যালিফোর্নিয়াম স্টোন পরমাণু বোমা বানাতে কাজে লাগে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ কীভাবে এই সামগ্রী কলকাতার বুকে এল ? কেনই বা তারা এই সামগ্রীগুলি এ রাজ্যে নিয়ে এসেছিল ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা ৷ পাশাপাশি ধৃতরা কোথা থেকে এই বস্তুটি পেল, তাও জানার চেষ্টা করছে পুলিশ ।

আরও পড়ুন: Nusrat Jahan: মা হলেন নুসরত জাহান

1 গ্রাম ক্যালিফোর্নিয়ামের দাম 17 কোটি টাকা । 2 জন ব্যক্তির কাছ থেকে 250 গ্রাম ক্যালিফোর্নিয়াম স্টোন পাওয়া গিয়েছে । সিআইডি-র দাবি, উদ্ধার হওয়া তেজস্ক্রিয়র দাম আনুমানিক প্রায় 4,250 কোটি টাকা ৷

আরও পড়ুন: Teachers Transfer : বিকাশ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করা পাঁচ শিক্ষিকা মামলা করলেন কলকাতা হাইকোর্টে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.