ETV Bharat / state

পিছু হটল রবীন্দ্রভারতীও, পরীক্ষা হবে দু'ঘণ্টার

UGC-র তরফে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কোনও চিঠি না পেলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২৪ ঘণ্টা দেওয়ার সিদ্ধান্তে UGC-র আপত্তি জানিয়ে পরীক্ষার জন্য 2-3 ঘণ্টা দেওয়ার নির্দেশকে মান্যতা দিয়েই গতকাল পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রবীন্দ্রভারতী । ইতিমধ্যেই পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে ।

Rabindra bharati university
Rabindra bharati university
author img

By

Published : Sep 22, 2020, 9:32 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ও প্রথমে পরীক্ষা দেওয়া, উত্তরপত্র পাঠানো, সব মিলিয়ে ছাত্র-ছাত্রীদের ২৪ ঘণ্টা সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল । কিন্তু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে আপত্তি জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাঠানো চিঠির প্রেক্ষিতে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও । গতকাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের । কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতোই প্রশ্নপত্র ডাউনলোড ও উত্তরপত্র আপলোড করার জন্য পড়ুয়াদের অতিরিক্ত ৩০ মিনিট সময় দেবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ।

গতকাল পরীক্ষা পদ্ধতি নিয়ে কর্মসমিতির বৈঠক হয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে । সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী 1 অক্টোবর থেকে 18 অক্টোবরের মধ্যে সব স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা নেওয়া হবে । এমনকী প্র্যাকটিক্যাল পরীক্ষাও 18 অক্টোবরের আগে নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে । এপ্রিল ও জুলাই মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেওয়া গাইডলাইন, 28 অগাস্ট সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সেপ্টেম্বরে এই সংক্রান্ত UGC-র চিঠির নির্দেশ কঠোরভাবে মানা হবে । সেই অনুযায়ী 40 নম্বরের থিওরিটিক্যাল পরীক্ষা দু'ঘণ্টার হবে । অনলাইন ও অফলাইন, দুই মাধ্যম মিলিয়ে নেওয়া হবে পরীক্ষা । তা ওপেন-বুক পদ্ধতিতে অথবা MCQ মোডে নেওয়া হতে পারে । তবে, দুই ঘণ্টার পরীক্ষা হলেও প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

সেই অনুযায়ী, পরীক্ষার দিন পরীক্ষা শুরুর আগে আধ ঘণ্টা (30 মিনিট) সময় দেওয়া হবে প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য এবং পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের উত্তরপত্র আপলোড করে দিতে হবে । এর আগে প্রশ্নপত্র পাওয়া থেকে উত্তরপত্র জমা করার জন্য পড়ুয়াদের ২৪ ঘণ্টা সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় । UGC-র তরফে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কোনও চিঠি না পেলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২৪ ঘণ্টা দেওয়ার সিদ্ধান্তে UGC-র আপত্তি জানিয়ে পরীক্ষার জন্য 2-3 ঘণ্টা দেওয়ার নির্দেশকে মান্যতা দিয়েই গতকাল পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রবীন্দ্রভারতী । ইতিমধ্যেই পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে ।

কলকাতা, 22 সেপ্টেম্বর : কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ও প্রথমে পরীক্ষা দেওয়া, উত্তরপত্র পাঠানো, সব মিলিয়ে ছাত্র-ছাত্রীদের ২৪ ঘণ্টা সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল । কিন্তু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে আপত্তি জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাঠানো চিঠির প্রেক্ষিতে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও । গতকাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের । কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতোই প্রশ্নপত্র ডাউনলোড ও উত্তরপত্র আপলোড করার জন্য পড়ুয়াদের অতিরিক্ত ৩০ মিনিট সময় দেবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ।

গতকাল পরীক্ষা পদ্ধতি নিয়ে কর্মসমিতির বৈঠক হয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে । সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী 1 অক্টোবর থেকে 18 অক্টোবরের মধ্যে সব স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা নেওয়া হবে । এমনকী প্র্যাকটিক্যাল পরীক্ষাও 18 অক্টোবরের আগে নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে । এপ্রিল ও জুলাই মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেওয়া গাইডলাইন, 28 অগাস্ট সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সেপ্টেম্বরে এই সংক্রান্ত UGC-র চিঠির নির্দেশ কঠোরভাবে মানা হবে । সেই অনুযায়ী 40 নম্বরের থিওরিটিক্যাল পরীক্ষা দু'ঘণ্টার হবে । অনলাইন ও অফলাইন, দুই মাধ্যম মিলিয়ে নেওয়া হবে পরীক্ষা । তা ওপেন-বুক পদ্ধতিতে অথবা MCQ মোডে নেওয়া হতে পারে । তবে, দুই ঘণ্টার পরীক্ষা হলেও প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

সেই অনুযায়ী, পরীক্ষার দিন পরীক্ষা শুরুর আগে আধ ঘণ্টা (30 মিনিট) সময় দেওয়া হবে প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য এবং পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের উত্তরপত্র আপলোড করে দিতে হবে । এর আগে প্রশ্নপত্র পাওয়া থেকে উত্তরপত্র জমা করার জন্য পড়ুয়াদের ২৪ ঘণ্টা সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় । UGC-র তরফে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কোনও চিঠি না পেলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২৪ ঘণ্টা দেওয়ার সিদ্ধান্তে UGC-র আপত্তি জানিয়ে পরীক্ষার জন্য 2-3 ঘণ্টা দেওয়ার নির্দেশকে মান্যতা দিয়েই গতকাল পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রবীন্দ্রভারতী । ইতিমধ্যেই পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.