ETV Bharat / state

চূড়ান্ত সিমেস্টারের মূল্যায়ন নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় - রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

চূড়ান্ত সিমেস্টারের মূল্যায়ন নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় । কমিটি গঠন করা হয়েছে ।

Rabindra bharati University could not come to a decision on the final semester assessment
Rabindra bharati University could not come to a decision on the final semester assessment
author img

By

Published : Jul 27, 2020, 3:45 AM IST

কলকাতা, 26 জুলাই : কীভাবে হবে চূড়ান্ত সিমেস্টারের পড়ুয়াদের মূল্যায়ন? এখনও পর্যন্ত সিদ্ধান্তে আসতে পারেনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের অধিকাংশ বিষয়ই ব্যবহারিক বা প্রাকটিক্যাল ভিত্তিক হওয়ার কারণেই এখনও মূল্যায়ন পদ্ধতি নিয়ে দ্বিধায় রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষার মাধ্যমে তাদের মূল্যায়ন করার আর্জি জানিয়েছে । ওই সকল পড়ুয়াদের মতে, আগের হয়ে যাওয়া সিমেস্টারের ভিত্তিতে মূল্যায়ন করা হলে তা তাদের কেরিয়ারের অগ্রগতির পথে বাঁধার সৃষ্টি করতে পারে ।

রাজ্যের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গতমাসে উচ্চশিক্ষা দপ্তর একটি অ্যাডভাইজারি জারি করেছিল । সেখানে চূড়ান্ত সিমেস্টার বা চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের মূল্যায়ন 80 শতাংশ আগের হয়ে যাওয়া সিমেস্টারের মধ্যে সেরাটির ভিত্তিতে ও 20 শতাংশ অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে করতে পরামর্শ দেওয়া হয়েছিল ।

যদিও, চলতি মাসের প্রথম দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে গাইডলাইন জারি করে দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আবশ্যিকভাবে সেপ্টেম্বরের শেষের মধ্যে চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা নিতে বলেছে । ইতিমধ্যেই রাজ্যের তরফে কেন্দ্রকে পরীক্ষা আবশ্যিক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানান হয়েছে । এমন কী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন ।

কলকাতা, 26 জুলাই : কীভাবে হবে চূড়ান্ত সিমেস্টারের পড়ুয়াদের মূল্যায়ন? এখনও পর্যন্ত সিদ্ধান্তে আসতে পারেনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের অধিকাংশ বিষয়ই ব্যবহারিক বা প্রাকটিক্যাল ভিত্তিক হওয়ার কারণেই এখনও মূল্যায়ন পদ্ধতি নিয়ে দ্বিধায় রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষার মাধ্যমে তাদের মূল্যায়ন করার আর্জি জানিয়েছে । ওই সকল পড়ুয়াদের মতে, আগের হয়ে যাওয়া সিমেস্টারের ভিত্তিতে মূল্যায়ন করা হলে তা তাদের কেরিয়ারের অগ্রগতির পথে বাঁধার সৃষ্টি করতে পারে ।

রাজ্যের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গতমাসে উচ্চশিক্ষা দপ্তর একটি অ্যাডভাইজারি জারি করেছিল । সেখানে চূড়ান্ত সিমেস্টার বা চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের মূল্যায়ন 80 শতাংশ আগের হয়ে যাওয়া সিমেস্টারের মধ্যে সেরাটির ভিত্তিতে ও 20 শতাংশ অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে করতে পরামর্শ দেওয়া হয়েছিল ।

যদিও, চলতি মাসের প্রথম দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে গাইডলাইন জারি করে দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আবশ্যিকভাবে সেপ্টেম্বরের শেষের মধ্যে চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা নিতে বলেছে । ইতিমধ্যেই রাজ্যের তরফে কেন্দ্রকে পরীক্ষা আবশ্যিক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানান হয়েছে । এমন কী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.