কলকাতা, 30 অক্টোবর: পাঠ্য বইয়ের পাশাপাশি এবার সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে একাধিক অন্যান্য ক্লাসের ব্যবস্থা । যে ক্লাসের মাধ্যমে আনন্দ পাবে পড়ুয়ারা । দীর্ঘ দেড় বছর স্কুল বন্ধ থাকায় যে বিপুল সংখ্যক ছাত্র ড্রপ আউট হয়েছে বা বর্তমানে প্রত্যেকটা স্কুলের যে অবস্থা, সেই হাল ফেরানোর জন্য বিভিন্ন ব্যবস্থাপনা নিচ্ছে শিক্ষা দফতর (Education Department) । শিশুদের মধ্যে ঠিক কী চলছে তার খোঁজ পেতেই শুরু হচ্ছে এই ক্লাস । যার নাম দেওয়া হয়েছে আনন্দ পরিসর (New Education Class) ।
স্কুলশিক্ষা দফতরের গাইডলাইন অনুযায়ী, রাজ্যের প্রত্যেকটি স্কুলে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য 'আনন্দ পরিসর' নামে বিশেষ ক্লাসের আয়োজন করতে হবে । প্রত্যেক সপ্তাহে প্রতিটি শ্রেণির জন্য শনিবারের শেষ ক্লাসটিতে 'আনন্দ পরিসর' হিসাবে বিশেষ ক্লাস করতে হবে । এখানে শিক্ষক-পড়ুয়াদের মধ্যে পঠনপাঠনের বাইরে আলোচনা হবে । তাতে আঁকা, গান, নাটক, বৃক্ষরোপণ-সহ নানা কর্মসূচি গ্রহণ করা যেতে পারে ।
এছাড়াও ক্লাসরুম ছবি দিয়ে সাজাতে হবে । শিক্ষকের ছবি-সহ বায়োডাটা ক্লাসরুম বা স্কুলে কোনও স্থানে সাঁটিয়ে দিতে হবে । তাতে পড়ুয়া-শিক্ষক সম্পর্ক আরও দৃঢ় হবে । আগামী শিক্ষাবর্ষ, 2023 সালের জানুয়ারি মাস থেকেই প্রত্যেকটি সরকারি স্কুলে এই নতুন ক্লাস চালু হতে চলেছে ।
আরও পড়ুন: রাজ্য-রাজ্যপালের ইগোর লড়াই ! খেসারত দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়
তবে বর্তমানে প্রত্যেকটা স্কুলেরই যে অবস্থা সেখানে দাঁড়িয়ে অনুমান করা হচ্ছে হয়তো এই 'আনন্দ পরিসর' ক্লাস অনেকটাই লাভজনক হয়ে উঠতে পারে । কিন্তু এই বিষয়ে এখনও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে রয়ে গিয়েছে সংশয় । পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঞ্জা বলেন, "আমরা এখনও এ বিষয়ে স্পষ্ট কিছু জানি না । যদি কয়েকটা ওয়ার্কসপের মাধ্যমে বিষয়টা আমাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা হয়, তাহলে হয়তো আমাদের পক্ষেও অনেকটা সুবিধা হবে ।"