ETV Bharat / state

Purified Sewage water: নিকাশি নালার পরিশোধিত জল পাবে মহানগরের গাছগুলি

শহরে গাছে জল দিতে ব্যবহার হবে এবার নিকাশি নালার শোধন করা জল ৷ এর জেরে বাঁচবে বিপুল পরিমাণ পানীয় জল বলে আশা পৌরনিগমের ৷

city plants
নিকাশি নালার পরিশোধিত জল
author img

By

Published : May 2, 2023, 9:29 PM IST

কলকাতা, 2 মে: নিকাশি নালার দূষিত জলকে জীবাণুমুক্ত করে পুনর্ব্যবহার করা হবে কলকাতায় । সেই জল দেওয়া হবে শহর জুড়ে থাকা গাছগুলিতে । পরিবেশ রক্ষার সঙ্গেই পরিষেবার আধুনিকীকরণ নিয়ে যথেষ্ট তৎপর কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ । বর্জ্য থেকে জল, যা কিছু ফেলে দেওয়া হত এখন তাই প্রক্রিয়াকরণ করে পুনর্ব্যবহার যোগ্য করে তোলা হচ্ছে । এবার কলকাতা কর্পোরেশনের নয়া পদক্ষেপে যেমন নদী দূষণ কমবে ৷ তেমনই অপচয় বন্ধ হবে পরিশ্রুত পানীয় জলের বলে মনে করা হচ্ছে ।

পৌরনিগম সূত্রে খবর, কলকাতার অধিকাংশ জল সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে নানাভাবে শোধিত হয়ে নিকাশি পাম্পিং স্টেশন মারফত খালে গিয়ে পড়ে । সেই জল বিদ্যাধরী, হুগলি নদীতে মেশে । নিকাশি জল এতদিন অন্য কোনও কাজে ব্যবহার করা হত না । তবে এখন থেকে শোধিত জল জীবাণুমুক্ত করে গাছে দেওয়া হবে । এতদিন গাছে জল দিতে পানীয় জল ব্যবহার করা হত । কর্পোরেশনের গার্ডেনরিচ ও বাঙ্গুর দুটো সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে ক্লোরিন ট্যাঙ্ক আছে । তবে সেখানে এই ক্লোরিন দেওয়ার কাজ ঠিক হত না ।

বাঘাযতীনে এসটিপি নতুন ক্লোরিন ট্যাংক বানানো হয়েছে । তার মাধম্যে নিকাশি শোধিত জল জীবাণুমুক্ত করা হবে । 70-80 মিলিয়ন লিটার জল জীবাণুমুক্ত করে গাছে দেওয়া যাবে । পাশাপশি যে পরিমাণ পানীয় জল এতদিন গাছে দেওয়ার জন্য খরচ হত সেই অপচয় বন্ধ হবে । এই জীবাণুমুক্ত নিকাশি জল ট্যাংকারের মাধ্যমে কলকাতার বিভিন্ন এলাকায় গাছে দেওয়া হবে । এই বিষয় কলকাতা পৌরনিগমের এক কর্তা বলেন, "উদ্যান বিভাগ তাদের প্রয়োজন মত জল নিতে পারবে । এখন খানিকটা জীবাণুমুক্ত করা হবে । পুরোদমে কাজ করতে আরও কিছুটা সময় লাগবে ।" উল্লেখ্য, পরিবেশ আদালতের নির্দেশে এই কাজ করছে কলকাতা কর্পোরেশন । উদ্যান বিভাগের বর্তমানে 12টি বড় ট্যাংকার জল দিতে ব্যবহার করা হয়।

আরও পড়ুন: সবুজ রক্ষায় তৎপর কলকাতা পৌরনিগম, ছুটির দিনেও কর্মীদের গাছে জল দেওয়ার নির্দেশ

কলকাতা, 2 মে: নিকাশি নালার দূষিত জলকে জীবাণুমুক্ত করে পুনর্ব্যবহার করা হবে কলকাতায় । সেই জল দেওয়া হবে শহর জুড়ে থাকা গাছগুলিতে । পরিবেশ রক্ষার সঙ্গেই পরিষেবার আধুনিকীকরণ নিয়ে যথেষ্ট তৎপর কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ । বর্জ্য থেকে জল, যা কিছু ফেলে দেওয়া হত এখন তাই প্রক্রিয়াকরণ করে পুনর্ব্যবহার যোগ্য করে তোলা হচ্ছে । এবার কলকাতা কর্পোরেশনের নয়া পদক্ষেপে যেমন নদী দূষণ কমবে ৷ তেমনই অপচয় বন্ধ হবে পরিশ্রুত পানীয় জলের বলে মনে করা হচ্ছে ।

পৌরনিগম সূত্রে খবর, কলকাতার অধিকাংশ জল সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে নানাভাবে শোধিত হয়ে নিকাশি পাম্পিং স্টেশন মারফত খালে গিয়ে পড়ে । সেই জল বিদ্যাধরী, হুগলি নদীতে মেশে । নিকাশি জল এতদিন অন্য কোনও কাজে ব্যবহার করা হত না । তবে এখন থেকে শোধিত জল জীবাণুমুক্ত করে গাছে দেওয়া হবে । এতদিন গাছে জল দিতে পানীয় জল ব্যবহার করা হত । কর্পোরেশনের গার্ডেনরিচ ও বাঙ্গুর দুটো সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে ক্লোরিন ট্যাঙ্ক আছে । তবে সেখানে এই ক্লোরিন দেওয়ার কাজ ঠিক হত না ।

বাঘাযতীনে এসটিপি নতুন ক্লোরিন ট্যাংক বানানো হয়েছে । তার মাধম্যে নিকাশি শোধিত জল জীবাণুমুক্ত করা হবে । 70-80 মিলিয়ন লিটার জল জীবাণুমুক্ত করে গাছে দেওয়া যাবে । পাশাপশি যে পরিমাণ পানীয় জল এতদিন গাছে দেওয়ার জন্য খরচ হত সেই অপচয় বন্ধ হবে । এই জীবাণুমুক্ত নিকাশি জল ট্যাংকারের মাধ্যমে কলকাতার বিভিন্ন এলাকায় গাছে দেওয়া হবে । এই বিষয় কলকাতা পৌরনিগমের এক কর্তা বলেন, "উদ্যান বিভাগ তাদের প্রয়োজন মত জল নিতে পারবে । এখন খানিকটা জীবাণুমুক্ত করা হবে । পুরোদমে কাজ করতে আরও কিছুটা সময় লাগবে ।" উল্লেখ্য, পরিবেশ আদালতের নির্দেশে এই কাজ করছে কলকাতা কর্পোরেশন । উদ্যান বিভাগের বর্তমানে 12টি বড় ট্যাংকার জল দিতে ব্যবহার করা হয়।

আরও পড়ুন: সবুজ রক্ষায় তৎপর কলকাতা পৌরনিগম, ছুটির দিনেও কর্মীদের গাছে জল দেওয়ার নির্দেশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.