ETV Bharat / state

মাঝেরহাট ব্রিজ নিয়ে এবারও চিন্তায় বেহালার পুজো কমিটিগুলি, আশ্বাস পুলিশ কমিশনারের - Majherhat bridge

আজ কলকাতা পুলিশের সঙ্গে পুজো কমিটির সমন্বয় বৈঠকে অনুজ শর্মা জানান, মাঝেরহাট ব্রিজ বন্ধ থাকায় ওই এলাকার ট্রাফিক সিস্টেম নিয়ে আমরা প্ল্যান করে নেব ।

পুলিশ কমিশনার
author img

By

Published : Sep 5, 2019, 11:13 PM IST

Updated : Sep 5, 2019, 11:28 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : কথা ছিল এক বছরেই তৈরি হয়ে যাবে মাঝেরহাট ব্রিজ । কিন্তু তা হয়নি । জটে আটকে রয়েছে মাঝেরহাট ব্রিজ তৈরির কাজ । গোদের উপর বিষফোঁড়ার মত ভেঙে পড়ার আশঙ্কায় বন্ধ হয়েছে চেতলা লকগেট ব্রিজ । মাঝেরহাট ব্রিজ ভেঙে পরার পর বহু গাড়ি এই ব্রিজ ধরে বেহালার দিকে যেত । গত বছর দুর্গাপুজোয় ব্যাপকভাবে ব্যবহার হয়েছে এই ব্রিজ । তারপরেও যানজট পিছু ছাড়েনি । পাশাপাশি বেহালার পুজো উদ্যোক্তাদের অভিযোগ ছিল, তুলনায় গত বছর বেহালা- ঠাকুরপুকুরের পুজোয় ভিড় হয়েছে অনেক কম । বহু দর্শনার্থী যানজটের ভয়ে বেহালার দিকে যাননি । সেই চিন্তা এবারও পেয়ে বসেছে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম ডিভিশনের পুজো কমিটিগুলোকে । আজ কলকাতা পুলিশের সঙ্গে পুজো কমিটির সমন্বয় বৈঠকে সেই কথা জানায় পুজো কমিটিগুলি । তবে কলকাতা পুলিশের আশ্বাস, এবছরও সুষ্ঠু পরিকল্পনা করা হবে । যাতে ওই চত্ত্বরে যানজট তৈরি না হয় তা দেখা হবে ।

মুখ্যমন্ত্রীর বৈঠকের পর আজ ফের কলকাতা পুলিশের পক্ষ থেকে পুজো কমিটিগুলির সঙ্গে আয়োজন করা হয় সমন্বয় বৈঠক । সেখানে নির্বাচিত 18টি পুজো কমিটি বক্তব্য পেশ করেন । বক্তব্যে উঠে আসে নানা বিষয় । দিন কয়েক আগে কলকাতার রাস্তাঘাট নিয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দেখতে বলা হয়েছিল কলকাতা পৌরনিগম এবং KMDA-কে । আজকের বৈঠকেও খারাপ রাস্তার প্রসঙ্গ আসে । যদিও কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, মহালয়ার আগেই কলকাতার রাস্তাঘাট ঠিক হয়ে যাবে । বৈঠকে ওঠে সেলফির প্রসঙ্গ । নাকতলা উদয়ন সংঘ সহ বেশকিছু পুজো কমিটির তরফে দাবি করা হয়, দর্শনার্থীদের সেলফির বিষয়টিতে নিয়ন্ত্রণ আনতে । এই বিষয়ে মহিলা পুলিশের সংখ্যা বাড়াতে । পুজো কমিটিগুলির বক্তব্য যখন, অতিরিক্ত ভিড় হয় তখন সেলফি কিংবা মোবাইল ফোটোগ্রাফির কারণে ভিড় চলমান থাকে না । থমকে যায় মানুষের পা । ফলে অনেক সময় দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয় । বিষয়টি নিয়ে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, "সেলফি বন্ধ করা যেতে পারে না । তবে পুজো কমিটির পক্ষ থেকে এ বিষয়ে অনুরোধ করা হয়েছে । আমরা বিষয়টি দেখব ।"

কলকাতা পুলিশের পক্ষ থেকে এবছরও পুজোর পারমিশনের জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু থাকছে । পাশাপাশি থাকছে "আসান ।" এটি একটি ওয়েব বেসড অ্যাপ্লিকেশন । কলকাতা পুলিশের দাবি 30 মিনিটের মধ্যেই প্রয়োজনীয় সমস্ত অ্যাপ্লিকেশন তাতে পূরণ করা যাবে । ওই অ্যাপ্লিকেশন এর মাধ্যমেই চূড়ান্ত অনুমতি পত্র ডাউনলোড করে নিতে হবে । মুখ্যমন্ত্রীর সঙ্গে পুজো কমিটির বৈঠকের দিন ঘোষণা হয়েছিল, এবছর কলকাতা কর্পোরেশন এবং দমকল বিভাগে কোনওরকম ফি দিতে হবে না । সেটি বলবৎ হচ্ছে ।

কলকাতা, 5 সেপ্টেম্বর : কথা ছিল এক বছরেই তৈরি হয়ে যাবে মাঝেরহাট ব্রিজ । কিন্তু তা হয়নি । জটে আটকে রয়েছে মাঝেরহাট ব্রিজ তৈরির কাজ । গোদের উপর বিষফোঁড়ার মত ভেঙে পড়ার আশঙ্কায় বন্ধ হয়েছে চেতলা লকগেট ব্রিজ । মাঝেরহাট ব্রিজ ভেঙে পরার পর বহু গাড়ি এই ব্রিজ ধরে বেহালার দিকে যেত । গত বছর দুর্গাপুজোয় ব্যাপকভাবে ব্যবহার হয়েছে এই ব্রিজ । তারপরেও যানজট পিছু ছাড়েনি । পাশাপাশি বেহালার পুজো উদ্যোক্তাদের অভিযোগ ছিল, তুলনায় গত বছর বেহালা- ঠাকুরপুকুরের পুজোয় ভিড় হয়েছে অনেক কম । বহু দর্শনার্থী যানজটের ভয়ে বেহালার দিকে যাননি । সেই চিন্তা এবারও পেয়ে বসেছে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম ডিভিশনের পুজো কমিটিগুলোকে । আজ কলকাতা পুলিশের সঙ্গে পুজো কমিটির সমন্বয় বৈঠকে সেই কথা জানায় পুজো কমিটিগুলি । তবে কলকাতা পুলিশের আশ্বাস, এবছরও সুষ্ঠু পরিকল্পনা করা হবে । যাতে ওই চত্ত্বরে যানজট তৈরি না হয় তা দেখা হবে ।

মুখ্যমন্ত্রীর বৈঠকের পর আজ ফের কলকাতা পুলিশের পক্ষ থেকে পুজো কমিটিগুলির সঙ্গে আয়োজন করা হয় সমন্বয় বৈঠক । সেখানে নির্বাচিত 18টি পুজো কমিটি বক্তব্য পেশ করেন । বক্তব্যে উঠে আসে নানা বিষয় । দিন কয়েক আগে কলকাতার রাস্তাঘাট নিয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দেখতে বলা হয়েছিল কলকাতা পৌরনিগম এবং KMDA-কে । আজকের বৈঠকেও খারাপ রাস্তার প্রসঙ্গ আসে । যদিও কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, মহালয়ার আগেই কলকাতার রাস্তাঘাট ঠিক হয়ে যাবে । বৈঠকে ওঠে সেলফির প্রসঙ্গ । নাকতলা উদয়ন সংঘ সহ বেশকিছু পুজো কমিটির তরফে দাবি করা হয়, দর্শনার্থীদের সেলফির বিষয়টিতে নিয়ন্ত্রণ আনতে । এই বিষয়ে মহিলা পুলিশের সংখ্যা বাড়াতে । পুজো কমিটিগুলির বক্তব্য যখন, অতিরিক্ত ভিড় হয় তখন সেলফি কিংবা মোবাইল ফোটোগ্রাফির কারণে ভিড় চলমান থাকে না । থমকে যায় মানুষের পা । ফলে অনেক সময় দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয় । বিষয়টি নিয়ে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, "সেলফি বন্ধ করা যেতে পারে না । তবে পুজো কমিটির পক্ষ থেকে এ বিষয়ে অনুরোধ করা হয়েছে । আমরা বিষয়টি দেখব ।"

কলকাতা পুলিশের পক্ষ থেকে এবছরও পুজোর পারমিশনের জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু থাকছে । পাশাপাশি থাকছে "আসান ।" এটি একটি ওয়েব বেসড অ্যাপ্লিকেশন । কলকাতা পুলিশের দাবি 30 মিনিটের মধ্যেই প্রয়োজনীয় সমস্ত অ্যাপ্লিকেশন তাতে পূরণ করা যাবে । ওই অ্যাপ্লিকেশন এর মাধ্যমেই চূড়ান্ত অনুমতি পত্র ডাউনলোড করে নিতে হবে । মুখ্যমন্ত্রীর সঙ্গে পুজো কমিটির বৈঠকের দিন ঘোষণা হয়েছিল, এবছর কলকাতা কর্পোরেশন এবং দমকল বিভাগে কোনওরকম ফি দিতে হবে না । সেটি বলবৎ হচ্ছে ।

Intro:কলকাতা, 5 সেপ্টেম্বর: কথা ছিল এক বছরেই তৈরি হয়ে যাবে মাঝেরহাট ব্রিজ। হয়নি। জটে আটকে রয়েছে মাঝেরহাট সেতু তৈরীর কাজ। গোদের উপর বিষফোঁড়ার মত ভেঙে পড়ার আশঙ্কায় বন্ধ হয়েছে চেতলা লকগেট ব্রিজ। মাঝেরহাট সেতু ভেঙে পরার পর বহু গাড়ি এই ব্রীজ ধরে বেহালার দিকে যেত। গত বছর দুর্গাপূজায় ব্যাপকভাবে ব্যবহার হয়েছে ওই সেতু। তারপরেও যানজট পিছু ছাড়েনি। পাশাপাশি বেহালার পুজো উদ্যোক্তাদের অভিযোগ ছিল, তুলনায় গত বছর বেহালা ঠাকুরপুকুর পুজোয় ভিড় হয়েছে অনেক কম। বহু দর্শনার্থী যানজটের ভয়ে বেহালার দিকে যাননি। সেই চিন্তা এবারও পেয়ে বসেছে কলকাতা পুলিশের south-west ডিভিশনের পুজো কমিটিগুলোকে। আজ কলকাতা পুলিশের সঙ্গে পুজো কমিটির সমন্বয় বৈঠকে সেই কথা জানিয়ে দিল পুজো কমিটি গুলি। তবে কলকাতা পুলিশের আশ্বাস, এবছর ও সুষ্ঠু প্ল্যানিং করা হবে। যাতে ওই চত্বরে যানজট তৈরি না হয় তা দেখা হবে।



Body:মুখ্যমন্ত্রীর বৈঠকের পর আজ ফের কলকাতা পুলিশের পক্ষ থেকে পুজো কমিটি গুলোর সঙ্গে আয়োজন করা হয় সমন্বয় বৈঠক। সেখানে নির্বাচিত আঠারোটি পূজা কমিটি বক্তব্য রাখেন। বক্তব্যে উঠে আসে নানা বিষয়। দিন কয়েক আগে কলকাতার রাস্তাঘাট নিয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দেখতে বলা হয়েছিল কলকাতা পুরসভা এবং কেএমডিএকে। আজকের বৈঠকে ও এল সেই খারাপ রাস্তার প্রসঙ্গ। যদিও কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, মহালয়ার আগেই কলকাতার রাস্তাঘাট ঠিক হয়ে যাবে। বৈঠকে ওঠে সেলফির প্রসঙ্গ। নাকতলা উদয়ন সংঘ সহ বেশকিছু পুজো কমিটির তরফে দাবি করা হয়, দর্শনার্থীদের সেলফির বিষয়টিতে নিয়ন্ত্রণ আনতে। এই বিষয়ে মহিলা পুলিশের সংখ্যা বাড়াতে। পুজো কমিটি গুলির বক্তব্য যখন অতিরিক্ত ভিড় হয় তখন সেলফি কিংবা মোবাইল ফটোগ্রাফির কারণে ভিড় চলমান থাকে না। থমকে যায় মানুষের পা। ফলে অনেক সময় দুর্ঘটনা পরিস্থিতি তৈরি হয়। বিষয়টি নিয়ে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, “ সেলফি বন্ধ করা যেতে পারে না। তবে পুজো কমিটির পক্ষ থেকে এ বিষয়ে অনুরোধ করা হয়েছে। আমরা বিষয়টি দেখব।"



Conclusion:কলকাতা পুলিশের পক্ষ থেকে এ বছরও পুজোর পারমিশনের জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু থাকছে। পাশাপাশি থাকছে “আসান।" এটি একটি ওয়েব বেসড অ্যাপ্লিকেশন। কলকাতা পুলিশের দাবি 30 মিনিটের মধ্যেই প্রয়োজনীয় সমস্ত অ্যাপ্লিকেশন তাতে পূরণ করা যাবে। ওই অ্যাপ্লিকেশন এর মাধ্যমেই চূড়ান্ত অনুমতি পত্র ডাউনলোড করে নিতে হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে পুজো কমিটির বৈঠকের দিন ঘোষণা হয়েছিল, এ বছর কলকাতা কর্পোরেশন এবং দমকল বিভাগে কোন রকম ফি দিতে হবে না। সেটি বলবত হচ্ছে।

বৈঠক শেষে অনুজ শর্মা বলেন, “ পুজোর সঙ্গে সম্পৃক্ত সবাই নিজেদের কাজ ঠিকঠাক ভাবেই জানে। পুজো কমিটির সভায় বিষয়টি জানে। ছোট ছোট যে বিষয়গুলি আজকের বৈঠকে উঠে এসেছে সেগুলো নিয়ে আমরা ওয়ার্ক আউট করবো। মাঝেরহাট ব্রিজ বন্ধ থাকায় ওই এলাকার ট্রাফিক সিস্টেম নিয়ে আমরা প্ল্যান করে নেব। আশা করি অসুবিধা হবে না।"
Last Updated : Sep 5, 2019, 11:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.