ETV Bharat / state

Published Draft Voter List: প্রকাশিত ভোটার তালিকায় বাদ 3 লক্ষের উপর, জানাল কমিশন - লোকসভা নির্বাচন

বছর ঘুরতেই লোকসভা ভোট ৷ তার আগে প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা ৷ মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে খবর, খসরা তালিকায় ভোটার বাড়লো এক লক্ষ 77 হাজার 695 জন ৷ বাদ পড়েছে প্রায় তিন লক্ষের উপর ভোটার ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 5:46 PM IST

কলকাতা, 1 নভেম্বর: বুধবার প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। রাজ্যে নয়া ভোটার তালিকা অনুসারে ভোটার বাড়ল এক লক্ষ 77 হাজার 695 জন। মোট ভোটার সংযোজনের সংখ্যা হল পাঁচ লক্ষ 58 হাজার 821 জন। তালিকাকে যথাসম্ভব ত্রুটিমুক্ত করতে এবার বাদ পড়েছে প্রায় তিন লক্ষ 81 হাজার 126 জনের নাম।
এদিন থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। পাশাপাশি নতুন বা প্রথমবার ভোট দেবেন যারা তাঁদের নাম ভোটার তালিকায় তোলার কাজ শুরু হয়েছে। চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। এরপর স্পেশাল ক্যাম্পেন চালাবে নির্বাচন কমিশন। চলতি মাসের 4, 5, 18, 25 এবং 26 তারিখের পাশাপাশি ডিসেম্বরের 2 ও 3 তারিখ পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্পেন, এমনটাই জানা গিয়েছে কমিশনের তরফে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, এরপর তালিকা সম্পর্কিত সমস্ত কাজ শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের 5 জানুয়ারি।
বছর ঘুরতেই লোকসভা নির্বাচন। আর এই ভোটার তালিকার উপরেই নির্ভর করে গোটা নির্বাচন প্রক্রিয়া। তাই সবকটি স্বীকৃত রাজনৈতিক দল 100 শতাংশ ত্রুটিমুক্ত ভোটার তালিকার দাবি জানিয়েছে মঙ্গলবারের সর্বদলীয় বৈঠকে। এরপর ধাপে ধাপে শুরু হবে প্রস্তুতি বৈঠক। জেলাশাসকদের ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে হয়েছে বেশ কয়েক প্রস্থ বৈঠক। এই মাসেই আবারও মুখ্য নির্বাচনী আধিকারিক-সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকরা জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ফোন ও ই-মেল হ্যাক নিয়ে লোকসভার স্পিকারকে চিঠি মহুয়ার
অন্যদিকে, সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের থেকে জেলা ভিত্তিক রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক ৷ যা দিতে হবে নভেম্বরের মধ্যেই। জানা গিয়েছে, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। পাশাপাশি চলতি মাসেই রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে ডেপুটি নির্বাচন কমিশনার তথা এই রাজ্যের দায়িত্বে থাকা নিতেশ ব্যায়াসের। তবে ডিসেম্বরের শেষের দিকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার কথা থাকলেও কত তারিখে তাঁরা রাজ্যে এসে পৌঁছবেন তা এখনও চূড়ান্তভাবে কিছু জানায়নি কমিশন।

কলকাতা, 1 নভেম্বর: বুধবার প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। রাজ্যে নয়া ভোটার তালিকা অনুসারে ভোটার বাড়ল এক লক্ষ 77 হাজার 695 জন। মোট ভোটার সংযোজনের সংখ্যা হল পাঁচ লক্ষ 58 হাজার 821 জন। তালিকাকে যথাসম্ভব ত্রুটিমুক্ত করতে এবার বাদ পড়েছে প্রায় তিন লক্ষ 81 হাজার 126 জনের নাম।
এদিন থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। পাশাপাশি নতুন বা প্রথমবার ভোট দেবেন যারা তাঁদের নাম ভোটার তালিকায় তোলার কাজ শুরু হয়েছে। চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। এরপর স্পেশাল ক্যাম্পেন চালাবে নির্বাচন কমিশন। চলতি মাসের 4, 5, 18, 25 এবং 26 তারিখের পাশাপাশি ডিসেম্বরের 2 ও 3 তারিখ পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্পেন, এমনটাই জানা গিয়েছে কমিশনের তরফে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, এরপর তালিকা সম্পর্কিত সমস্ত কাজ শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের 5 জানুয়ারি।
বছর ঘুরতেই লোকসভা নির্বাচন। আর এই ভোটার তালিকার উপরেই নির্ভর করে গোটা নির্বাচন প্রক্রিয়া। তাই সবকটি স্বীকৃত রাজনৈতিক দল 100 শতাংশ ত্রুটিমুক্ত ভোটার তালিকার দাবি জানিয়েছে মঙ্গলবারের সর্বদলীয় বৈঠকে। এরপর ধাপে ধাপে শুরু হবে প্রস্তুতি বৈঠক। জেলাশাসকদের ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে হয়েছে বেশ কয়েক প্রস্থ বৈঠক। এই মাসেই আবারও মুখ্য নির্বাচনী আধিকারিক-সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকরা জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ফোন ও ই-মেল হ্যাক নিয়ে লোকসভার স্পিকারকে চিঠি মহুয়ার
অন্যদিকে, সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের থেকে জেলা ভিত্তিক রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক ৷ যা দিতে হবে নভেম্বরের মধ্যেই। জানা গিয়েছে, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। পাশাপাশি চলতি মাসেই রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে ডেপুটি নির্বাচন কমিশনার তথা এই রাজ্যের দায়িত্বে থাকা নিতেশ ব্যায়াসের। তবে ডিসেম্বরের শেষের দিকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার কথা থাকলেও কত তারিখে তাঁরা রাজ্যে এসে পৌঁছবেন তা এখনও চূড়ান্তভাবে কিছু জানায়নি কমিশন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.