ETV Bharat / state

বিজেপির রথযাত্রা বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

ইতিমধ্যেই রথ যাত্রার অনুমতির জন্য ভারতীয় জনতা পার্টি নবান্নে আবেদন জানিয়েছে । আগামী 6 ফেব্রুয়ারি থেকে গোটা রাজ্য জুড়ে রথযাত্রা শুরু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি ৷

কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
author img

By

Published : Feb 3, 2021, 1:20 PM IST

Updated : Feb 3, 2021, 2:56 PM IST

কলকাতা 3 ফেব্রুয়ারি: বিজেপির আসন্ন রথযাত্রা কর্মসূচি বন্ধ রাখার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । মামলা করেছেন হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার । আইনজীবীর দাবি, কোরোনা পরিস্থিতিতে রথযাত্রার অনুমতি দিলে তা আরও সমস্যা তৈরি করতে পারে ৷ এছাড়া এই রথযাত্রায় জনজীবনে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে । এবং সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে ৷

আইনজীবী বলেন, ‘‘294 টি কেন্দ্রে যদি এই রথযাত্রা কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয় তাহলে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে । পাশাপাশি রাজ্যের কোরোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে । রাজ্যে নির্বাচন আসন্ন ৷ যে কোনও দিন নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে । এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে । সেই জন্য আদালতের উচিত অবিলম্বে এই কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেওয়া । এর আগেও 2018 সালে ভারতীয় জনতা পার্টি এই কর্মসূচি পালনের অনুমতি চেয়েছিল আদালতের কাছে ৷ কিন্তু আদালত সেই আরজি খারিজ করে দিয়েছিল ।"

রথযাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

আরও পড়ুন : তৃণমূলের টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না, কর্মীরাই দলের নেতা: মমতা

ইতিমধ্যেই রথযাত্রার অনুমতির জন্য ভারতীয় জনতা পার্টি নবান্নে আবেদন জানিয়েছে । আগামী 6 ফেব্রুয়ারি থেকে গোটা রাজ্যজুড়ে রথযাত্রা শুরু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি ৷ গোটা রাজ্যে মোট পাঁচটি সাংগঠনিক জ়োনে ভাগ করে এই কর্মসূচি পালন করবে জানানো হয়েছে । এখন দেখার এর আগে 2018 সালে বিজেপির রথযাত্রা কর্মসূচিতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এই কারণে বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট । এবার কী নির্দেশ দেয় আদালত তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে ।

কলকাতা 3 ফেব্রুয়ারি: বিজেপির আসন্ন রথযাত্রা কর্মসূচি বন্ধ রাখার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । মামলা করেছেন হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার । আইনজীবীর দাবি, কোরোনা পরিস্থিতিতে রথযাত্রার অনুমতি দিলে তা আরও সমস্যা তৈরি করতে পারে ৷ এছাড়া এই রথযাত্রায় জনজীবনে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে । এবং সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে ৷

আইনজীবী বলেন, ‘‘294 টি কেন্দ্রে যদি এই রথযাত্রা কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয় তাহলে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে । পাশাপাশি রাজ্যের কোরোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে । রাজ্যে নির্বাচন আসন্ন ৷ যে কোনও দিন নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে । এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে । সেই জন্য আদালতের উচিত অবিলম্বে এই কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেওয়া । এর আগেও 2018 সালে ভারতীয় জনতা পার্টি এই কর্মসূচি পালনের অনুমতি চেয়েছিল আদালতের কাছে ৷ কিন্তু আদালত সেই আরজি খারিজ করে দিয়েছিল ।"

রথযাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

আরও পড়ুন : তৃণমূলের টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না, কর্মীরাই দলের নেতা: মমতা

ইতিমধ্যেই রথযাত্রার অনুমতির জন্য ভারতীয় জনতা পার্টি নবান্নে আবেদন জানিয়েছে । আগামী 6 ফেব্রুয়ারি থেকে গোটা রাজ্যজুড়ে রথযাত্রা শুরু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি ৷ গোটা রাজ্যে মোট পাঁচটি সাংগঠনিক জ়োনে ভাগ করে এই কর্মসূচি পালন করবে জানানো হয়েছে । এখন দেখার এর আগে 2018 সালে বিজেপির রথযাত্রা কর্মসূচিতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এই কারণে বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট । এবার কী নির্দেশ দেয় আদালত তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে ।

Last Updated : Feb 3, 2021, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.